বই ও সংবাদপত্র পড়ার একটি ভাল বাংলা সাইট

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন । আপনাদের কাছে বলে রাখি এটা আমার প্রথম টিউন । তাই ভুল হলে কমেন্ট করে জানাবেন ।

আমরা সবাই কমবেশি বই পড়তে ভালবাসি। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবন জাতি সমাজ ঐতিয্য ইতিহাস তথা আমাদের ও আমাদের পুর্ব পুরুষদের জীবন যাপন সম্পর্কে একটি সু-স্পট্য  ধারনা লাভ করতে পারি । তাছাড়া বই পড়ার মাধ্যমে যে কেউ তার মনের খোরাক খুজে পায় । তাই আজকাল এই ডিজিটাল যুগে মানুষ লাইব্রেরীতে না যেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই পড়তে পছন্দ করে বিভিন্ন সাইটের মাধ্যমে।আর যদি একটি সাইট থেকেই সব ধরনের বই পড়তে পারা যায় তাহলে তো সোনায় সোহাগা । তাই আজকে আমি আপনাদের এমন একটি বাংলা সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা আপনাদের মনের মত বই পড়তে পারবেন । সাইট টি হচ্ছে  deshiboi.com। এখানে আপনারা বাংলাদেশের স্ব-নামধন্য লেখক কাজী নজরুল ইসলাম , রবিন্দ্রনাথ ঠাকুর , জীবনান্দদাস , সত্যজিৎ রায় , শ্রী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় , সুকুমার রায় , শমরেশ মজুমদার , সূনিল গাঙ্গোপাধ্যায় সহ বর্তমান সময়ের বিশিষ্ট নাট্যকার ও গল্প লেখক হূমায়োন আহমেদ , আনিসুল হক , এমদাদুল হক মিলন , মাসুদ রানা সিরিজের জনক কাজী আনোয়ার হোসেন , শিশু কিশোরদের প্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ,  হুমায়ান আজাদ , বিশিষ্ট বিজ্ঞানি মোহাম্মাদ জাফর ইকবাল সাহেবদের বই ছাড়াও আরো বিভিন্ন কেটাগরির বই রয়েছে । তাছাড়া আপনারা বাংলাদেশের সবকটি  প্রধান বাংলা ও ইংরেজি সংবাদপত্র গুলোও পড়তে পারবেন অনায়েসে। এই সাইট টির আরো ভালো দিক গুলির মধ্যে একটি হলো আপনি এখান থেকে সবকটি মেগাজিনের পাতাতেও চোখ বুলাতে পারবেন ।

আপনি চাইলে লেখকদের বই পড়ে তাদের বই সম্পর্কেউ মতামত দিতে পারবেন রেজিষ্টার ভিজিটর হয়ে । বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পরলে চাইলে আপনি সেখানে বাংলা ব্লগও লিখতে পারবেন । আপনার সুবিধার্থে বিভিন্ন ফোরাম , বাংলাদেশের সকল ঊনিভার্সিটির ঠিকানা , স্যোসাল নেটয়ারকিং এর ঠিকানা এমনকি বিভিন্ন সফটওয়ার ও গেমস ডাউনলোডের ঠিকানা পর্যন্ত পাবেন সেখানে । তাই দেরি না করে চলুন গুরে আসি এই সুন্দর সাইট টি থেকে । নিচে আমি সাইট টির কিছু স্রিনশোট দিলাম ।




সাইট টিতে যাওয়ার লিঙ্ক  http://www.deshiboi.com


Level 0

আমি সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটি আমার প্রথম টিউন । আপনারা ভাল মন্দ মন্তব্যের মাধ্যমে জানালে পরবর্তিতে আরো ভালো লেখার উৎসাহ পাব ।

টেকটিউনসে আপনাকে স্বাগতম । আপনার প্রথম টিউন অবশ্যই ভাল লেগেছে ।
ধন্যবাদ

    দেলোয়ার খতিবী ভাই আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন ।

আপনাকে টেকটিউনসে স্বাগতম।
প্রথম টিউন ভাল হইছে আশা করি সামনে আরো ভাল ও মানস্মত টিউন পাব আপনার কাছ থেকে।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    ধন্যবাদ আতাউর রহমান ভাই আপনার মূল্যবান মন্তব্য দেবার জন্য । সামনে আমি ইংরেজি ভাষা শেখার উপর টিউন করব । আপনি ভালো থাকবেন ।

টিউনটা ভালো হয়েছে তবে এটি বই পড়ার জন্য ফালতু সাইট কারণ। মাঝে মাঝে মনে সাইটির এডমিন নিজেই পড়ার জন্য সাইটটি খুলেছেন। ধন্যবাদ

    ধন্যবাদ ভাল থাকবেন ।

কিছুদিন আগে কোনো একটা পোস্টে দেখেছিলাম যে কিভাবে জানি বিজ্ঞাপন ছাড়া ই- প্রথম আলো পড়া যায়। অন্য লিঙ্ক দিয়েকরতে হয়। কিন্তু কিছুতেই আর মনে করতে পারছি না। আপনারা কেউ কি জানেন যে কিভাবে তা করা যায়?? জানলে জানাবেন প্লিজ, প্লিজ।

    সামাউন ভাই আমার মনে হয় বিজ্ঞাপন ছাড়া সাইট লোড হলে কেমনু জানি খালি খালি লাগে

    জি ভাই ঠিক বলেছেন ।

    @ সামাউন খালিদ ভাই-
    এ লিঙ্ক এ ক্লিক করেন……
    http://www.eprothomalo.com/contents/2010/2010_12_21/bigPages/2010_12_21_1.jpg

    2010_12_21 হল বছর_মাস_তারিখ
    2010_12_21_1 হল বছর_মাস_তারিখ_পৃষ্টা নং
    এ হিসেবে edit করে নিবেন।

    ধন্যবাদ

Level 0

@সাইদ বই , deshiboi কি আপনার সাইট ? যদি আপনার হয় তাহলে আপনাকে অনেক প্রশ্ন আছে –
1। এই সাইট এর মোটামুটি 90% বই আপনি চুরি করেছেন বিভিন্ন জায়গা থেকে , বিশেষ করে Murchona ,Rahi4u.com ও banglabooks.tk থেকে ।
2। আমরা যারা ফোরাম করি পড়ার পাশাপাশি ডাউনলোড -এ বিশ্বাসী , কিন্তু ওই সাইট হাতে গোনা 2-4 টা বই এর ডাউনলোড লিংক আছে। এটা ঠিক নয় ।
3। গত 6-7 মাস আগে ওই সাইট থেকে 5-7 টা বই পড়ার পর আমার জিপি এর 1gb শেষ । তাতে তো দূক্ষ নাই কিন্তু কোনও কারণে আবার যদি মনে করে যে ওই পাতা টা আবার পড়ব , টা সম্বব নয় ।
so, আপনার এই সাইট এর কথা বিভিন্ন ফোরামে এসে বুক ফুলিয়ে না বলে বরং সব বই এর ডাউনলোড লিংক দেন সাথে নীচে লিখে দেন deshiboi.com
দেখবেন বই পড়ার লোকজনের সংখা কমবে না।

@শামিম ভাই আপনাকে ধন্যবাদ । প্রথমে আমি আপনাকে বলতে চাই এটা আমার সাইট না আমিও আপনার মতো একজন পাঠক । তবে আপনাকে বলতে চাই বই চুরি করার বিষয়ে আমি আপনার সাথে একমত নই । কেননা চুরি করে কেউ ফোরামে ডাকডোল পিটিয়ে বই পড়ার জন্য রাখেনা । তাছারা আপনার উল্লেখীত সাইট গুলি বই ডাউনলোড করার বেবস্থা রেখেছে অনলাইন এ পড়ার সুযোগ রাখেনি । অনেক ভিজিটর আছেন যারা অনলাইন এ বই পড়তে ভালোবাসে । তাদের জন্যই মুলত আমার এই প্রচেস্ঠা । আর সাইট টি মুলত বই , সংবাদপত্র ও মেগাজিনের । তাছাড়া আপনি বলেছেন বুক ফুলিয়ে প্রচার করার কথা , আমি আপনাকে বলতে চাই নিজের সাইট না হলে কি কেউ সে সাইটের প্রচার করতে পারবেনা । টেকটিউন সাইট টির এডমিন তো আমরা নই তার পরেও কেন আমরা সাইট টির কথা facebook , messenger , skype , blog এ বন্দু বান্দব দের কাছে প্রচার করে বেড়াই । কারন একটাই তাতে যদি কারো সামান্য টুকো উপকার হয় । ভালো থাকবেন । অনেক কথা বললাম মনে কিছু নেবেন না ।

dr.shamim ভাই , ধন্যবাদ সুন্দর কিছু পয়েন্টের জন্য …………… কিন্তু

আমার মনে হয় আপনি তেমন একটা বই পাগল না, শখ করে বই পড়েন। আপনি ও আমাদের মতো বই পাগল হলে বুঝতেন মূর্ছণা, রাহী, বাংলাবুক.টিকে এর সাথে দেশীবই এর পাথ্যক্য।

১. অনলাইনের যত বাংলা বই আছে তার প্রায় ৯৯ % বাংলা বই এর কালেকশন দেশী বই এর আছে। এটা চুরি না। ওরা অনলাইনের ফ্রি সারভার থেকে আমার, আপনার সুবিধার জন্য এটা করেছে। এবং যেসব বই এ স্কেনিং ফল্ট ছিল তা এডিট করে প্রত্যেকটা বই কে ১০০% ওকে করেছে।

২. দেশী বই তে আমি এমন কিছু দূষ্প্রাপ্য বই পেয়েছি যা অন্য কোন সাইটে পাইনি।

৩. আপনি তো আজ ”জিপি” ইন্টারনেট ব্যাবহারের কথা বললেন, দেশী বই তে এমন কোন বই নেই যে ৫/৭ বই তে আপনার ১জিবি শেষ হয়ে যাবে। আপনার কম্পিউটার এর অটো আপডেট অপশন টা মনে হয় চালু আছে। তা না হয়ে দেশীবই থেকে ৫০/৬০ টা বই এক সাথে পড়লেও আপনার ১জিবি শেষ হবে না। মিথ্যা অপবাদ দেয়া ঠিক না।

৪. আপনি আজ ১জিবির জন্য দুঃখ করছেন? আমি আজ থেকে ৫/৬ বছর আছে কতো ডায়ল-আপ কার্ড যে শেষ করছি আপনার মূর্ছনার বই ডাউনলোড করে তার হিসাব নাই। ১০/১২ বই ডাউনলোড করার পর ১/২ টা বই ভালো লাগতো।

তার চেয়ে এই দেশীবই অনেক ভাল সব বই একটু একটু করে ওপেন হয়। কোন বই ভাল না লাগলে অন্য বই পড়া যায়। আর দেশীবই এ প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন বই পাওয়া যায়। আর কোন বাংলা সাইট এতো বই আপডেট হয়না।
দেশী বই এ ১০০০+ বাংলা বই এবং বাংলা ম্যাগাজিন থেকে আপনি আপনা পড়ার মতো বই অবশ্যই খুজে পাবেন।

dr.shamim ভাই সব কিছু নেগেটিভ ভাবে নেয়া ঠিক না। বি পজেটিভ।

ধন্যবাদ সাইদ ভাই ……… অসাধারন এই সাইটির কথা বই পাগল বন্ধুদের জানানোর জন্য।
ধন্যবাদ সাইদ ভাই ……… অসাধারন এই সাইটির কথা বই পাগল বন্ধুদের জানানোর জন্য।
ধন্যবাদ সাইদ ভাই ……… অসাধারন এই সাইটির কথা বই পাগল বন্ধুদের জানানোর জন্য।
ধন্যবাদ সাইদ ভাই ……… অসাধারন এই সাইটির কথা বই পাগল বন্ধুদের জানানোর জন্য।
ধন্যবাদ সাইদ ভাই ……… অসাধারন এই সাইটির কথা বই পাগল বন্ধুদের জানানোর জন্য।

    @হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি ভালো ভাবে বুজিয়ে দেবার জন্য । আপনি ভালো থাকবেন ।

Level 0

Thanks
Apnar 1st tune a Shagotom. samner deka agea jan. Apnar shuvo kamona korci
valo takben………………

    ধন্যবাদ পবন ভাই । আপনি ও ভালো থাকবেন ।

খুব সুন্দর টিউন…
চালিয়ে যান…

    ইশতিয়াক ভাই ভালো আছেন । আপনাকে ধন্যবাদ ।

i like it !!!!

Level 0

i knew that before your tunes afterall you done good job. Thanks a lot. Have a good day

Level 0

@হাসান ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যে , তবে আমার কথা হচ্ছে বই পড়ার জন্য নেট চালু রাখা যায় তবে কালেক্শন-ও বড় জিনিস ।
আমি তো অত বোকা না ভাই , দেশী বই থেকেও আমি ডাউনলোড করি , অনেক দিন আগে-ই এই বুদ্ধি পেয়েছি , হইত আপনিও জানেন । আর deshiboi আমারও ভাল লাগে তবে dl করে পড়ি . আমার বই এর কালেক্শন সাইজ 6.74gb । আমার দুক্ষ 1জিবি সেজন্য নয় , কালেক্শন না থাকলে আপসোস হয় ভাই ।

ভাই আমি কিন্তু অনেক দেরি করছি রিসপন্স করতে।কারন আমি Techtunes ইউস করছিই কয়দিন হল।পূরান টিউনগুলোর মধ্যে খুজে পেলাম।বইয়ের সাইটটা ভালো কিন্তু একটা প্রশ্ন ছিল।Desiboi.com এ রেজিস্ট্রেশন কযে কেমনে?এখানে তো রেজিস্ট্রেশন করার জন্য আলাদা কোন অপশন নেই।উপকার করলে খুশি হব।