
আসলে উদ্যোক্তা মানে কি, চলেন দেখি অক্সফোর্ড ডিকশনারি কি বলে, সেই একজন উদ্যোক্তা "যে ব্যক্তি একটি প্রতিষ্ঠান/ব্যবসা/কাজ শুরু করবেন এবং সেটার ভাল মন্দদেখা/ সিদ্ধান্ত গ্রহণ/ ব্যবস্থাপনা/ করবেন, আথিকভাবেও লাভবান হবার চেষ্টা করবেন তাদের নিজেদের পণ্য/সেবার মাধ্যমে, আথিক ও সামাজিক ঝুকিঁ সাথে নিয়ে”।
যাই হোক আমাদের দেশেও উদ্যোক্তা হবার জোয়ার এসেছে। এখন সবাই উদ্যোক্তা। এবং যেদিন থেকে সুরু করছে সেদিন থেকেই তার মাথাটা প্রেসার কুকারে পরিনত হচ্ছে। কিভাবে চলেন দেখি।
একজন উদ্যোক্তা হলেই কেবল আপনি জানতে পারেবন, ঢাকার বাড়ীওয়ালা কি লেভেলের থার্ডক্লাস হয়। ভ্যাট ট্যাক্স, রাজস্ব বোর্ডের মারপ্যাঁচ কি জিনিষ :'(একজন উদ্যোক্তা হলেই আপনি জানতে পারেন, জ্যামের শহরের কোন অলি গলি গুলো জ্যাম মুক্ত থাকে। আপনি জানতে পারবেন, মানুষ কি লেভেল পর্যন্ত মানুষকে ঠকাতে পারে।। আপনি জানতে পারবেন বড় কোম্পানি কোন অফিসার কে ফোন গিফট করলে আপনি আপনার সহজে কাজ পেয়ে যাবেন :(আপনি যানতে পারবেন কর্পোরেট ইলেকট্রিক এবং পানির বিল কি জিনিস -_- আপনি এমন অনেক কিছুই জানতে পারবেন যা কোনদিন আপনি কল্পনাই করেন নাই।
প্রথমত আপনার উদ্যোক্তা হতে যা লাগবে, একটা টিম সেই দিক বিজয়ী আলেকজ্যান্ডারের টিম যা আপনাকে কিমবা আপনার কম্পানি টাকে আপনার স্বপ্নের জায়গায় তুলে দিবে। কথায় পাবেন আপনি অমন মানুস ? আপনার মার্কেটিং টিমের বড় একটা অংশ লেকে ঘুমাবে, মাস শেষে আপনাকে একগাদা এক্সপেন্স ধরিয়েদিয়ে বেন্সন টানবে ওইদিকে আপনি খান শেক কিমবা হলিউড -_- আপনার অ্যাডমিনিস্টেটিভ টিম অফিসে ঘুমাবে, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডের সাথে ঘণ্টার পর ঘণ্টা প্যাচাল পারবে, চ্যাট করবে।
আপনার ইলেকট্রিক আর ফোনের বিলদিতে দিতে পকেট ছিরবে। আর যদি ভুলেও আপনার মার্কেটিং টিমের কেউ কম্পানি ছেরে দেয় তাহলে আপনি ধরে দিন, আপনার অর্ধেক ক্লাইন্ট সে তার পকেটে করে আপনার কম্পিটিটরের কাছে নিয়ে জাচ্ছে, এখানে আপনি নির্বাক। আপনি জাকে খাইয়ে পরিয়ে মানুস করলেন সে যাওয়ার সময় চিকনে আপনাকে আইক্কা ওয়ালা বাস দিয়ে জাচ্ছে আপনি হাসিমুখে টা দেখতে বাধ্য হচ্ছেন -_-
আপনার মাথায় দুনিয়া বিধ্বংসি মার্কেটিং আইডিয়া বেরোবে যা মাল্টিন্যাসনাল কোম্পানির মার্কেটিং আইডিয়া গুলকেও হার মানাবে কিন্তু আপনি পর্যাপ্ত ফান্ড আর লোকের অভাবে এক্সিকিউট করতে পারবেন না। আপনি এমন এইচ আর পলিসি নিয়ে আসবেন যা কেউ কোন দিন কল্পনাই করে নাই। সুধু মাত্র নিজের স্বপ্নের জন্য।
গেলো অফিসিয়াল ব্যাপার শ্যাপার, একজন উদ্যোক্তা হতে হলে আপনার কষ্ট মিনিমাইজের অবতার হতে হবে। কাচা বাজারের কলমি শাখের দাম থেকে সুরু করে কম্পিউটারের মাদার বোর্ডের দাম সুধু জানা থাকলে হবে না, কোঁথায় শস্থায় পাওয়াজায় তাও জানতে হবে। একটা নির্দিষ্ট সময় পরে আপনার মনে হবে, দারি গোঁফ কাটা একটা ফালতু খরচ, যা না করাই ভালো। নাইলে আপনি ধরে নিন আপনি প্রথম ৩ মাসেই আপনার কোম্পানির শেষ দেখে ফেলবেন।
একজন উদ্যোক্তা হতে চান, আপনি ভুলে যান আপনার ফ্যামিলি আছে, সামাজিক জীবন আছে। আর গার্ল ফ্রেন্ড/বউ, ছোহ... এমন কোন শব্দ থাকতে নাই তরুন উদ্যোক্তার ডিকসনারি তে 😀 বিভিন্ন ফ্যমিলি প্রোগ্রামে আপনাকে নিয়ে সমালোচনা না হলে যেমন, "ছেলেটা কি করে ? নেসা টেসা করে নাকি ?" এমন সমালোচনা না হলে ধরে নিন আমি একজন শফল নতুন উদ্যোগতা হতে পারেন নি। সকাল ৯টা-৫টা যেখানে অফিস টাইম সুনে আসছেন সেই থিউরি টা আপনার জন্য রূপকথা মনে হবে। যেদিন রাত ৮টার মধ্যে অফিস থেকে বের হতে পেরেছেন সেইদিনটাকে ঈদ মনে হবে।
এইবার আসি ক্লাইন্ট প্রশঙ্গে, আপনি আপনার কম্পনির প্রোডাক্ট নিয়ে কোন কোম্পানিতে যাবেন সে আপনার কচি মুখ দেখে আপনাকে কেয়ারই করবে না। অন্যদিকে আপনার চাইতে বাজে সার্ভিস বেসি টাকায় কিনে নিতেও তার কোন সমস্যা হবে না। কেন ? কারন একটাই আপনি নতুন, তুলনা মূলক ইয়াং দেখতে এইটাই আপনার অপরাধ -_-
তবুও দিন শেষে সুখ আছে। ঐযে কে যেন বলেছিল, Heroes Lives Forever cry emoticon। আমরা হিরো হতে, হাজারো মানুষের মাঝে বেচে থাকতে, উদাহরণ তৈরি করতে বেরিয়ে পড়ি প্রতিদিন, উদ্যোক্তা আর স্বপ্ন খেকো এই মহানগরীতে।
টিউন সম্পর্কিত কোন জিজ্ঞাসা অথবা অভিযোগের জন্য আমাকে ফেসবুকে নক করতে পারেন। ফেসবুক ইউআরএল |
আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়ে ভাল লাগল 🙂