একটা নন টেকি এবং আবেদন মূলক পোস্ট ”নিজের চোখের সামনে যদি কাউকে চলে যেতে দেখি প্রতিদিন যন্ত্রনায়, তখন মনটাকে পাথর করতে মন চায়!: শ্রাবনীর জন্য একটু পাগলাটে আবেদন!”

আমি টেকটিউনস এ আছি অনেক দিন হলো| কিন্তু এটা আমার প্রথম পোস্ট| আমার এক কলিগ করেছে| আমি মূল পোস্টের লিঙ্ক এবং পোস্ট তা দিচ্ছি|

ছোটবেলায় যখন টেপাখোলার দিকে ঘুরতে যেতাম তখন দেখতাম অসম্ভব সুন্দর একটা নদী, পদ্মা। এর সৌন্দর্য্য আসলেই ভয়াবহ, আছে সম্মোহনী এক শক্তি। সেকারনেই দেখতাম যখন এর ভাঙ্গন শুরু হতো তখন এর পাড় ধরে বসে থাকতো ছোট ছোট শিশুরা, কিছু বৃদ্ধ-আবাল-বনিতা! দু একদিন পর সেখানে আরও ভাঙ্গন হতো, নতুন লোক তার পাড়ে বসে থাকতো, আগের দিনের লোকগুলোও চলে যেতো।

আমি দেখতাম তাদের চোখে সুখ দুঃখের এক অবিমিশ্র অনুভূতি। কোনো বৃদ্ধার চোখে এখনো ভাসছে তার সেই ভিটা যেখানে ছিলো তার আপন সংসার। একটা ছোট ছেলে ঘুরে বেড়াতো উঠোন জুড়ে, তার বৌটা ঝাড়ু দিয়ে পরিস্কার করতো দিনে দুবার, সকাল আর সন্ধ্যা। দিন ভর সোনার খনির মতো মূল্যবান এক কাঠা জমিতে মনের সবটুকু ভালোবাসা উজাড় করে যত্ন নিতো ধান ফলাবার জন্য। ক্লান্ত হয়ে ঘরে এসে দু মুঠো ভাত পেটে দিয়ে আকাশের চাদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়াটা ছিলো এক স্বর্গীয় অনুভূতি।

হঠাৎ এক রাতে সর্বনাশী পদ্মা গিলে ফেলে তার সন্তানের মতো ভালোবাসার ধানী জমিটা, আরেক রাতে চলে যায় তার ভিটেটা। এখন সে নিঃস্ব। অঘোর খুবে থাকা ছেলেটাকে বাচাতে পারেনি পদ্মার ক্ষুধা থেকে, বৌটা পাগল হয়ে কোথায় হারিয়ে গেলো জানে না। এখন বুকে এক মুঠো হতাশা, সুখগুলোর কোনো চিহ্ন নেই। এমন করে কত মানুষের দুঃখগাথা তাদের চোখে লেখা থাকতো সেটা উপলব্ধি করার মতো বয়স তখন ছিলো না আমার। আমি ভালোবাসতাম পদ্মার সৌন্দর্য্য, অসম্ভব রূপে সর্বগ্রাসী পদ্মা!

এক বন্ধু একদিন জানালো একটি দম্পতির গল্প।খুবই সুন্দর একটা গল্প, ছবির মতো সেই সংসার। ভালোবাসার একটা সংসার গড়ার জন্য যেখানে কত মানুষ আজও দিগ্বিদীক ঘুরে বেরায় সেখানে তারা সৌভাগ্যবান। অন্তত প্রতিদিন কারো চোখে সাগরের গভীরতায় হারিয়ে যাওয়া অথবা সকালে উঠেই সূর্য্যের সোনালী রোদে চুলের সোনালী রং দেখা প্রতিটা দিনের সৌন্দর্য্য তখন মনে হয় পরম সুখ বলতে এটাই!

হঠাৎ একদিন একটু সামান্য অসুস্হতা, কিছু টেস্ট তারপর ফলাফল সবকিছু পাল্টে দেয়। পাল্টে দেয় জীবনের গতি। যখন জানতে পারে রক্তে সমস্যা দেখা দিয়েছে নাম এপ্লাস্টি এনিমিয়া, দরকার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের। দরকার ৬৫ লাখ টাকা!

বন্ধুটি খুব বেশী স্বচ্ছল পরিবারের নয়, বাবা হাই স্কুলের শিক্ষক ৮ বছর হলো বেহেশত নিবাসী। ছাত্র ভালো থাকায় একটা টেলিকম ভেন্ডরে চাকরি করছে। কিন্তু প্রাথমিক চিকিৎসাতেই সব চলে যায়, গয়না গাটি, সব!

তারপর যখন হাত শূন্য তখন এগিয়ে আসে কলিগরা। আমাকেও জানায় বন্ধু জন- সেই ভ্যান ড্যাম দ্যা কোয়েস্ট ! কি করা যায়? হয়তো এটা দেখতেও খুব কষ্ট লাগবে যখন বিছানায় ব্যাথায় কাতর নিজের আপন এক মানুষ ব্যাথায় কাতড়াচ্ছে আর নিজের চোখ দিয়ে জল ফেলা ছাড়া আমাদের আর কিছুই করার নেই, হয়তো আমার খুব একটা কাছের কেউ না, কিন্তু যার জন্য সারা জীবন কাটাতে চেয়েছে বলে ওয়াদা করেছে, সে কিভাবে বেচে থাকবে ওকে ছাড়া?

আমরা দিন দিন একটু বাস্তবিক হয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছি ম্যাটেরিয়ালিস্টিক। সমাজ থেকে আমি খুব একটা আশা করি না, কারন ঘুনে ধরা সমাজটাকে সুস্হ করে তুলতে হবে, তার জন্য আমাদের করতে হবে নিঃস্বার্থ আত্মত্যাগ। কিন্তু সেই আত্মত্যাগটাই বা কেমন হবে যেখানে আমরা আমাদের মনুষত্বটাকে সবার আগে বিসর্জন দেবো অথবা বিসর্জন দেবো মনের সেই মানুষটিকে? অনেক প্রশ্নের উত্তর হয়তো জানা নাই, ফিজিক্সও জানে না, জানে না কোয়ান্টাম ওয়ার্ল্ড, অথবা বিজ্ঞান। ঈশ্বর জানেন, জানি না তার জানাটাও কেমন জানা?

যদি মনে হয় কিছু করবার, তাহলে নীচে একাউন্ট নম্বর:

A/C no: 148.101.69714A/C
Name: Sraboni Samadder
Ring Road Branch, Datch Bangla Bank Limited,
Swift code : DBBLBDDH

or

A/C no: 01-3137317-01A/C
Name: Mohadeb Sutradhar
Standard Chartered Bank Limited

North-America:

A/C Name: Ashraf Mohammed Iqbal
Bank: Royal Bank Canada (RBC)
Bank Code: 003
Branch Code/Transit Code:03413
Account No.:5265467

Europe

Account Name: MR RAHAT KHAN
Account Number : 30004 01354 00000344868 15
BIC (SWIFT code) : BNPAFRPPETI
BNP PARIBAS
7, RUE DU ONZE NOVEMBRE
42000 SAINT ETIENNE
TEL : 0 820 82 00 01
FAX : 04 77 49 34 95

Australia

Bank Name: ANZ
Account name: Sardar Guljar
BSB: 012233
Account no: 539745049

অবশ্য আমরা যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, তাহলেও সমস্যা নাই। আমার বন্ধুটির নাম ধ্রুব, ও এখনো জানে না এই পরিস্হিতিতে কি করবেন? সে ব্লগিংও করে না তেমন। যদি পারেন আপনাদের অভিজ্ঞতা অথবা এর পরিস্হিতিতে কি করতে সেটাও জানাতে পারেন।

ফোন করতে পারেন এই নম্বরে: 01717-251152

ফেসবুকে একটা গ্রুপও খোলা হয়েছে, ক্লিক করতে পারেন!
কোনো এনজিও বা দাতব্য সংস্হা যেকোনো কিছু, দয়া করে তাকে জানাবেন!

আল্লাহর কাছে দোয়াও করবেন!

আমরা যারা টিউনার আছি অল্প অল্প করে সবাই দিলেও অনেক টাকা হয়| সবার কাছে আবেদন| একটু এগিয়ে আসুন| একটি জীবন বাচান

ধন্যবাদ
মূল পোস্ট http://www.somewhereinblog.net/blog/fadeddreamsblog/29276240#c5561702

আরো পোস্ট:

জহির ভাইয়ের পোস্ট http://www.somewhereinblog.net/blog/sumon98316/29277409

জন্টু ওরফে ভ্যান ড্যাম দুস্তের পুস্ট http://www.somewhereinblog.net/blog/sobjodiajbodlejeto/29276595

মুনির ভাইয়ের লেখা পোস্ট! http://www.somewhereinblog.net/blog/Munirhasan/29278174

বোহেমিয়ানের জন্মদিনে লেখা একটা অসাধারন পোস্ট! http://www.somewhereinblog.net/blog/bohemian007/29278648/

Level 0

আমি ফুনসুখ ওয়াংড়ু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্ট টা আমি সামহয়ারে লিখেছিলাম। বুঝলাম না, লেখাটায় আমার নামটা থাকা উচিত নাকি:http://www.somewhereinblog.net/blog/fadeddreamsblog/29276240

ভাই কে কোথায় লিখেছিলো এটা মনে হয় এখন কোন গুরুত্তপুর্ন কিছু না। শ্রাবনীকে বাচানোই মুখ্য।আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি…বাকীটুকু আল্লাহর হাতে…