এমন যদি হত টেকটিউন এ

সালাম সবাইকে আসা করি সবাই ভাল আসেন আমি টেকটিউন এ আসি পায় ৬ মাস কিন্তু কনদিন কনো টিউন করি নাই (আসলে আমি কিছহু জানি না তাই) আজ সাহস করে লেগে গেলাম আসল কথায় আসা জাক এমন যদি হত টেকটিউন এ আমরা জত ভিজিটর আসি সবাই একি সাথে নিজেদের দরকারি বিশয় নিয়ে আলাপ আলচনা করতে পারি ! এরজন্য আমাদের দরকার টেকটিউন এর নিজের একিটি ভোইচ সারভার (যেমন ফ্লাশ চ্যাট রুম)
তাই আমার আবেদন কতৃপক্ষ এ বিসয়ে নজর দিবেন ।
টিউন বেশি বরো করলাম না

সবাই ভাল থাকবেন

আমার সাইট

Level 0

আমি কাতার প্রবাসী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 353 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

videoworld24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সহমত।

অনেক অনেক অভিন্দন আপনকে প্রথম টিউনে। শুভ হোক পথ চাল। ভালো থাকুন ভালো রাখুন আসে পাসের সবাইকে। ধন্যবাদ

Level 0

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

i support

ভাল বুদ্ধি 😀

এই বিষয়টা নিয়ে আগেও কথা উঠেছিল তখন অনেক এর পক্ষে এবং অনেকে এর বিপক্ষে অবস্থান করেছিলেন।
বাস্তবতার নীরিখে আমিও এর বিপক্ষে অবস্থান নিয়েছিলাম এবং বেশীর ভাগ ভিজিটরই বিপক্ষে ছিলেন।
একটু ভেবে দেখুন যদি টেকটিউন্সে একটি চাট রুম থাকে তাহলে দেখবেন সবাই টিউন পড়া বাদ দিয়ে চ্যাটিং নিয়ে ব্যাস্ত হয়ে পড়বে।
কেউ টিউন ভাল মতন পড়বেওনা কমেন্টও করবেনা শুধু দরকারী সফট গুলু সুযোগ বুঝে ডাউনলোড করে নিবে যার ফলে অনেক শিক্ষনীয় টিউন গুলু অনেকটা মুল্যহীন হয়ে পড়বে এবং অনেকে টিউটোরিয়াল নিয়ে টিউন করতে উৎসাহ হারিয়ে ফেলবে।
যার ফলে টেকটিউন্সের আসল উদ্দেশ্যটাই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
তাই আমি মনে করি আবেগে নয় বাস্তবতার নীরিখেই চাট রুম টেকটিউন্সে আসা উচিত নয়।
এইটা আমার ব্যাক্তি গত মতামত।

    আতাউর রহমান ভাইয়ের সাথে সহমত।

    আতাউর রহমান ভাইয়ের লেখার সাথে একমত !!!!

    অসাধারন বলেছেন আতাউর ভাই, এ জন্য আমরা আপনাকে এত লাইক করি। খুব সুন্দর লজিক দিয়ে কথা বলেন। অনেক ধন্যবাদ ১০০ একমত আপনার সাথে।

    আমিও আমিও…। আর টিউনারদের নিজেদের সাথে আলাপ আলোচনা তো টেকটিউনসে বলুন বিভাগে করা যায়। সমস্যার জন্য সাহায্য বিভাগ তো আছেই। আর আমাদের মনে রাখা উচিত এটা কোন ফোরাম না।

    আতাউর ভাইয়ার সাথে একমত। তবে চ্যাটিং ফ্যাটিং না করে এমন করা যায় যে, কারা কারা বর্তমানে টেকটিউনে অনলাইনে আছেন। এটি আমার ব্যাক্তিগত মতামত।

    সহমত। অনেক সহজ বিষয়। আশা কারি সবাই বুঝতে পারবে।

    আতাউর রহমান ভাই ১০০% সঠিক কথা বলেছে।

আতউর রহমান ভাই ঠিক বলেছেন। আমিও তার সাথে একমত।
তার সাথে একটা প্রশ্ন ফেসবুকে কি গ্রুপ চ্যাট করা যায়? গেলে সেখানে টেটির একটা গ্রুপ তৈরি করা যেতে পারে। এতে সেখানে সকল টিউনার একসাথে চ্যাট করতে পারবে।
ধন্যবাদ

সোহাগ ভাই এর সাথে সহমত।

    প্রত্যেকটি জিনিষের যেমন ভাল দিক আছে ঠিক তেমনি খারাপ দিকও আছে। যেমন ধরুন টেকটিউনস এ যদি একটি চ্যাটরুম থাকত তাহলে অনেকেই খুব উপকার হত। কিন্তু এটাও সত্য যে যদি টেকটিউন্সে একটি চাট রুম থাকে তাহলে দেখবেন সবাই টিউন পড়া বাদ দিয়ে চ্যাটিং নিয়ে ব্যাস্ত হয়ে পড়বে।
    কেউ টিউন ভাল মতন পড়বেওনা কমেন্টও করবেনা শুধু দরকারী সফট গুলু সুযোগ বুঝে ডাউনলোড করে নিবে যার ফলে অনেক শিক্ষনীয় টিউন গুলু অনেকটা মুল্যহীন হয়ে পড়বে এবং অনেকে টিউটোরিয়াল নিয়ে টিউন করতে উৎসাহ হারিয়ে ফেলবে।

    অনেক ভেবে চিন্তে পেলাম চ্যাটরুম না থাকাতাই স্বাভাবিক। যদি যোগাযোগের অতি প্রয়োজন হয়ে পড়ে তাহলে কল করুন বা ই-মেইল করুন। প্রয়োজনে ইয়াহু মেসেন্জারে চ্যাটিং করুন। আমার মতে যোগাযোগের জন্য উপরের নিয়ম গুলোই যথেষ্ট।
    ধন্যবাদ।

    -মোঃ আব্দুর রহিম

soto-ustad ভাইয়া আপনার সাহসকে আমি শৃদ্ধা করি। কিন্তু আতাউর রহমান ভাই যা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত।
ধন্যবাদ।

ধন্যবাদ ছোট ওস্তাদ ভাইয়া । আমার মনে হয় আতাউর ভাইয়া ঠিকই বলেছেন । এর চেয়ে বোধয় প্রতি সপ্তাহে একটা অফটপিক টিউন বা প্রযুক্তি আড্ডা টিউন চালু করা যায় ।

আমি একমত সবার সাথে
========================
Web site http://www.a2zbd.info
Join Our Facebook Page http://www.facebook.com/a2zbd.info

Level 0

শত ওস্তাদ ভাই, আপনার কে স্বাগতম জানাই ,কারণ সাহস করে টিউন করার জন্য অনেকেই তে টিউনই করে না ,এবার কাজের কথাই আসি আমি মনে করি যে আব্দুর রহিম ভাই ও আতাউর রহমান ভাই তারা দুজনেই ঠিক আছে । আমরা এক কাজ করতে পারি সপ্তাহে যে কোন এ দিন আমাদের স্যামসা নিয়ে মোগা টিউন করতে পারি ,,,,,,,,,,,ধ্যনবাদ,,,,,,,,,,,।

আমি একটি কথা বলতে চাই কেউ মাইন্ড করবেন না.
আসলে আমার মনে হয়!! উনি এমন কিছু টিউনস পড়ে .. যা উনার খুব খুব ভালো লাগে . তাই ঐ লেখকে সাথে চ্যাট করতে চাই .
একথাটা আমার ব্যাক্তি গত মতামত।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা………………..কেমন হয়?

Level 0

সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে কমেন্ট করার জন্য

no comments

আমিও ১ম

ভাই ছবি দিব কেভাবে