ফ্রিল্যন্সিং নিয়ে আপনার ধারনা, আমাদের সরকার, মিডিয়া এবং একটা আজাইরা প্যাঁচাল !!

বাংলাদেশের যুব সমাজকে বর্তমানে ফ্রীলান্স কি, কেন বা এই ধারার প্রশ্নগুলো তেমন কাউকে বুঝিয়ে বলতে হয় না। বিশেষ করে যারা অনলাইন মুখী। আমাদের সরকার এবং আমাদের মিডিয়া এই ফ্রিল্যন্সিং শব্দটাকে এমন যায়গায় নিয়ে গেছে যে ব্যাপারটা অনেক শহজ একটা ক্ষেত্র। যেখানে গেলেই আপনি টাকা পাবেন। এর মুল কারণ হতে পারে গত কয়েক বছর ধরে আমাদের দেশে ফ্রীলান্সারদের ব্যাপক সাফল্য কে কাজে লাগিয়ে এই দেশের উন্নয়নের নামে ঢোল পেটানো। আবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে ভিন্নতাও আছে অস্বীকার করব না। ভিন্নতা বলতে সেই বিষয়গুলো, যেগুলো বা যারা চোখের সামনে ভালো মন্দ গুলো দেখাও বিচার করতে পারে না আসলেই তাঁর কি করা উচিৎ। আমার কিছু অভিজ্ঞতা সেয়ার করার জন্য আজকেই এই টিউন, প্রায় প্রতিদিন এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়ঃ

প্রশ্ন নাম্বার ১ : ফ্রিল্যন্সিং করে মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম করা সম্ভব ? (তাইলে আমি চাকরি ছেরে দিব)
প্রশ্ন নাম্বার ২: ভাই ফ্রিল্যন্সিং এর ওয়েব ডিজাইন কোর্স করে আমি মাসে কত টাকা আয় করতে পারব ? (বিশেষ ভাবের সাথে)(১৫/২০ হাজার হলেই চলবে)
প্রশ্ন নাম্বার ৩: ভাইয়া ওই ইন্সিটিউট কোর্স করলে জব দিয়ে দিবে ঐখানে কি কোর্স করুম ? 

প্রথমত বলি আমাদের বর্তমান সরকার এবং মিডিয়া ফ্রিল্যন্সিং শব্দটাকে এক প্রকার ধর্ষণ করে ফেলছে। কেন ? কারন এরা সাধারণ মানুষের কাছে ফ্রিল্যন্সিং শব্দটাকে এমন ভাবে তুলে ধরেছে যেন upwork, freelancer.com আমাদের জন্য বরমালা হাতে দারিয়ে আছে। গিয়ে সাইনআপ করলেই চেক দিয়ে দিয়ে বলবে ভাইয়া কীবোর্ড আর মাউস দিয়ে কয়েকটা খোঁচা দিয়েন তাইলেই হইল 🙁

প্রশ্ন নাম্বার ১: যদি ফ্রিল্যন্সিংকে এমন ভাবে উপস্থাপন করা না হত তাহলে একজন সফল চাকুরীজীবী যে কিনা মাশে ৪০-৫০ হাজার টাকা মাসে আয় করে, সে শিখতে চাইবে ফ্রিল্যন্সিং ? ফ্রিল্যন্সিং সিখে ঘরে বসে আয় করবে, অফিস আর বসের গুষ্টি কিলাই !!
আমি বুঝি না, এই টাইপের মানুষ গুলো যারা ভালো ইনকাম করছেন যথেষ্ট ভালো অবস্থানে আছেন তারাও এখন ফ্রিল্যন্সিং -এ আশতে ছাচ্ছেন। অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মতন।

প্রশ্ন নাম্বার ২: ভাই আপনাদের এই কোর্স করে আমি মাসে কত টাকা আয় করতে পারব ?
আরে ভাই মানুষ ক্লাস ১ থেকে টিউন গ্রাজুয়েশন সেষ করে ফেলছে তবুও ৬ হাজার টাকা বেতনের স্যালারির পেছনে ঘুইরা জুতার সোল খয় কইরা ফেলছে আর আপনি ৫ হাজার টাকা খরচ করে ২ মাসের  কোর্স করে আপনি ১৫/২০ হাজার টাকা আয় করতে চান !! ভাই সব কিসছুই কি মোয়া মনে করছেন !! 😀

প্রশ্ন নাম্বার ৩: আপনারা কি ভাইয়া জব দিয়ে দিবেন ? (ওই ইন্সিটিউট জব দিতে চাইছে!!)

ইদানীং অনেক এমন ইন্সিটিউট হইছে তাদের উপর যথেষ্ট শম্মান রেখে বলছি, তাদের অ্যাডের শিরনামই হয় ১০০% জবের নিশ্চয়তা (আগে আশ্লে আগে পাবেন ভিত্তিতে :D) কোর্স করলেই ট্যাকা ! ঘরে ট্যাকা, বাইরে ট্যাকা, এমনকি বাথরুমের কমডের মইদ্ধেও ট্যাকা !! :(ভাবতে গর্ব হয় upwork, freelancer.com সহ সকল মার্কেটপ্লেস হচ্ছে ওনাদের শ্বশুরের বৈবাহিক সুত্রে তারা পাইছেন এবং উহা দিয়ে তারা দেশ ও জাতির উন্নয়ন সুরু করছেন !!

ফ্রিল্যন্সিং নিয়ে ভ্রান্ত ধারনা সম্পর্কে আর নিশ্চয়ই বলে দিতে হবে না। উপরে লেখা কথা গুলো ভাল করে বুঝতে পারলে আপনাকে কেউ ভ্রান্ত করতে পারবে না। তারপরেও বলি, ধরুন, আপনি যাদেরকে ফ্রিল্যন্সিং এ সাকসেস হতে দেখে নিজেও ফ্রীলান্সিং করতে আসলেন। কিন্তু, আপনি ভাল করে জেনে নিলেন না আসলেই আপনার ঐ ভাই বা বোনটি কি কাজ করে ফ্রীলান্সিং এ সাকসেস হয়েছেন। আর  আপনার এই নাম জানার কারণেই বর্তমান সমাজে কিছু কুলাঙ্গাররা সুযোগ নিবে আপনার মূল্যবান সময়, শ্রম, অর্থ হাতিয়ে নেবার জন্য।

যাইহোক ভালো থাকবেন সবাই। ভুল ভ্রান্তি হলে ক্ষমা আগেই চেয়ে নিলাম। তবুও এই সম্পর্কিত যেকোন ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, অভিযোগ জেকন কিছু যানতে  নক করতে পারেন আমার ফেসবুক প্রফাইলে (Imtiyaz Bin Ahmed)  ।    

Level 0

আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai Dharun bolecen… Donnobad aponake

আমি গত এক বছর ধরে ফ্রিলান্সিং করছি।মোটামুটি ভাল অবস্থায় আছি। আমার দুই বছর লেগেছে শুধু কাজ শিখতে। আমার কয়েকটা চাকরি আর ব্যবসা করার অভিজ্ঞতা আছে। আমার কাছে সবথেকে কঠিন কাজ মনে হয়ছে এই ফ্রিলান্সিং। আসলে আগে ভাল ধারণা পেলে হয়ত এই লাইনে আসতামই না। এর থেক কঠিন আর চ্যালেঞ্জিং কাজ আর হয় না। ইংরাজির উপর ভাল দখল আছে বলে টিকে আছি। অন্যরা ভাল ইংরেজি ছাড়া আর ভাল করে শেখা ছাড়া কিভাবে ফ্রিলান্সিং এর স্বপ্ন দেখে আমার মাথায় আসে না।

Level New

100% correct

Level New

“”অন্যরা ভাল ইংরেজি ছাড়া আর ভাল করে শেখা ছাড়া কিভাবে ফ্রিলান্সিং এর স্বপ্ন দেখে আমার মাথায় আসে না””………1000% correct

Level 0

prgramming language এমন একটা জিনিস যেটা যে মেধা আর মানসিক শ্রম লাগে, সারাদিন কোদাল দিয়ে মাটি কাটালে ও আপনার কখন ও মনে হবে না এটা কেন করতেছেন।

Level 0

Perfect tune

অতিউৎসাহি কাউকে সত্যটা বুজাই বললে উলটা ভুল বুঝে। বলে শিখাবিনা তাই বল। নিঃরুপায় হয়ে বলি কিছু দিন এই বিষয়ে টেকটিউনস এ ঘাটাঘাটি করতে । তারপর আসতে…

একটা কথা খুব বেশি ভাল লেগেছে, যারা দিনের পর দিন বিড করে যাচ্ছেন তারাই ভাল উপলব্ধি করে…

“***যেন upwork, freelancer.com আমাদের জন্য বরমালা হাতে দারিয়ে আছে। গিয়ে সাইনআপ করলেই চেক দিয়ে দিয়ে বলবে ভাইয়া কীবোর্ড আর মাউস দিয়ে কয়েকটা খোঁচা দিয়েন তাইলেই হইল***”