আসছে ফেজবুক প্রোফাইল ভিডিও। কেমন হবে দেখতে? [ভিডিও প্রতিবেদন]

শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমকপ্রদ খবর। জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক প্রোফাইল এ আসতে যাচ্ছে বড় রকমের পরিবর্তন।

সামনে থেকে ফেজবুকে 'প্রোফাইল পিকচার'-এর বদলে আসতে যাচ্ছে 'প্রোফাইল ভিডিও'! এতে করে আগের তুলনায় ফেজবুক হবে অারো জীবন্ত। গত ৩০ সেপ্টেম্বর ফেজবুক নিউজরুম থেকে এরকমই একটি তথ্য আসে। ফেজবুকের হিসেবে প্রতিদিন ৪ বিলিয়ন মানুষ ফেজবুক প্রোফাইল ভিডিট করে। এক একটি প্রোফাইল এক একটি জীবনের প্রতিচ্ছবি। আর তাই একে আরো রাঙ্গিয়ে তুলতে আসছে এই পরিবর্তন।

সাত সেকেন্ডের নির্বাক এ ভিডিওগুলো হবে GIF (Graphics Interchange Format) এর মতোই। এ ছাড়া ফিচারটির মাধ্যমে সাত মিনিট দৈর্ঘ্যের সেলফি ভিডিও ধারণ করে তা আপলোড করা যাবে। তবে এখন ভিডিও আপলোডের জন্য আকারে কোনো বাধা নেই। আপলোড করা ভিডিও ফেসবুক নিজে থেকেই বর্গাকারে ক্রপ করে ফেসবুক প্রোফাইলের জায়গায় সেট করে নেয়।

ফেসবুক জানিয়েছে, কোনো আইডির প্রোফাইল একটি একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই নিজের ব্যক্তিত্বকে আরো জীবন্ত ও সুন্দরভাবে তুলে ধরতে এই ফিচার বেশ উপকারে আসবে।

ফিচারটি যার প্রোফাইলে পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে তার অ্যাকাউন্টের ওপর একটি টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, যাতে থাকবে প্রোফাইল ভিডিও ব্যবহার করার সব নিয়মাবলি।

নতুন এ ব্যবস্থায় আপনি প্রোফাইল ইমেজের ঠিক নিচে আপনার পেশা এবং পরিচয় সংক্রান্ত তথ্যও যোগ করতে পারবেন। আর এখন আপনার প্রোফাইল পিকচার থাকবে মাঝখানে।

কেমন হবে সেই প্রোফাইল ভিডিও। বিস্তারিত দেখুন ভিডিওটিতে। 🙂

 

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

”’আমি মনে করি এক প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বালালে যেমন আলো একটুকু কমে না।তেমনি শিক্ষার আলো যত বেশি অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।”’

কথা টি খুব ই ভাল লাগল ভাইয়া।

vai aponer phone number ta atu dan plz plz plz

[email protected]

ami aponer sate atu youtube nea kota bolbo

aponaki kono biroqto korbo na

    ইউ টিউভ সম্পর্কে আমার নিজেরও খুব বেশি ধারণা নেই।
    আপনি ফেজবুকে আমাকে মেসেজ দিন। 🙂
    https://www.facebook.com/fariyad21

ওয়াও awesome নিউজ। এখন শুধু অপেক্ষার পালা। 🙂

    হুম এবার শুধূ অপেক্ষার পালা। কি ভিডিও দিবেন ভেবে রাখুন। 🙂