আপনি কি নকল ডিম খাচ্ছেন? কি করে বুঝবেন ডিমটি নকল কিনা !

প্রথমে একটু প্রশংসা না করে পারছি না। চাইনা আজ প্রযুক্তিতে এতো দূর এগিয়ে গেছে ভাবতেই অবাক লাগে। চিন্তা করুন তারা হুবহু নকল ডিম তৈরি করে দেখাচ্ছে। যা কিনা প্রথম দেখায় ধরতে পারা প্রায় অসম্ভব। ভয়াবহ এই খবরটি সবার আগে প্রকাশ করে ইউএসএ ভিত্তিক একটি পত্রিকা সংগঠন “দ্য ইন্টারনেট জার্নাল অফ টক্সোকোলজি” চাইনাতে নাকি সেই ২০০৪ সাল থেকেই বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল যেমন, ক্যালসিয়াম কার্বনেট,  স্টার্চ,  রেসিন,  জিলেটিন ইত্যাদি ব্যবহারের করে নকল ডিম তৈরি করা হচ্ছে যাকিনা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন যাবত এই ডিম খেলে আপনার কিডনি বিকল হয়ে যাওয়া সহ অকাল মৃত্যুও ঘটতে পারে।

গত প্রায় কয়েক বছর ধরে দেশের সীমান্ত দিয়ে চোরাই পথে এই ডিম ঢুকে পড়ছে। আর চোরাকারবারিরা এই কাজে ব্যবহার করছে পার্শ্ববর্তী দেশ মায়ানমার কে। এর আগে আমরা এই খবরটিকে ভিত্তিহীন বা গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর গুজবের পর্যায়ে নেই।

 

১। স্বাভাবিক ভাবেই দেখবেন নকল ডিম আসল ডিমের থেকে একটু বড় হবে। এবং যদি এটিকে সিদ্ধ করতে যান তবে দেখবেন সিদ্ধ করার পর এটির কুসুম একেবারে বর্নহীন হয়ে যাবে।

২। সবথেকে কার্যকরী উপায় হল, খেয়াল করেন, আপনি যখন একটি আসল ডিম ভেঙ্গে করাই এর উপরে দিবেন তখন দেখবেন এটির কুসুম ছড়িয়ে না পরে একই জায়গায় থাকবে। কিন্তু নকল ডিমে এমনটি হবে না। আপনি যখনি কোন নকল ডিম এভাবে করার চেষ্টা করবেন তখন দেখবেন এটির কুসুম চারিদিকে ছড়িয়ে পরবে।

 

৩। নকল ডিমের চাপ সহ্য ক্ষমতা অনেক কম। আপনি আলতো করে চাপ দিলেই এটি ভেঙ্গে যাবে।

৪। ডিম গুলো রান্না করার পরে দেখবেন এটি থেকে কেমন জানি একটা বাজে গন্ধ ছড়াবে। অথবা কোন রকম গন্ধই থাকবে না।

 

৫। মজার ব্যপার হল, আপনি যখন এটি দিয়ে কেক বা পুডিং তৈরি করার চেষ্টা করবেন তখন দেখবেন সেটি সম্ভব হবে না। কারন এটি তো ডিমের উপাদান হিসেবে কাজই করবে না।

৬। নকল ডিম একটু লম্বা আকৃতির হবে। আর রান্না করার পর এটির কুসুম না ভাঙ্গার কারন হল এর ভেতরকার কেমিক্যাল। আর কুসুমের সাদও হবে খুবই বিশ্রী।

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks vi share korar jonno.

চায়নারা তো দেখছি বদ্দের হাড্ডি। ওরা সম্প্রতি প্লাস্টিকের চাল তৈরি করেছে যা স্বাস্থের জন্য মারাত্বক হুমকি। এতো বদ বুদ্ধি এদের মাথায় আসে ক্যামনে???

    ভাই ক্যামনে কী? একটু বুঝাইয়া কইবেন?

      কামরুজ জামান ভাই…চায়না রা নকল ডিম তৈরি করছে।এটা তো পুরান খবর।তবে নতুন বিষয় বাংলাদেশে এইটা এখন এভেইলেবল।আমি কিসুদিন আগে একটা পাইছি।তবে চিনতে পারিনাই।সন্দেহ হয়েছিল এবং তার পরেই এই বিষয়ে একটু জানার চেষ্টা করলাম এই আরকি।

    ভাই মাথায় যে চায়না ব্রেইন।সবি পারে।

Level 0

Kubi sundor post…..valo laglo….

Vai ai doroner post besi besi dorkar………..

ki r bolar asa,sob kisu ta vejal

US এ প্রকাশিত
নিউজ লিংকটা দিলে ভালো হতো না।

আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুুধু মাত্র বাংলালিংক ইউজার।
https://www.techtunes.io/android-apps/tune-id/368453

good post

অসুবিধা নাই, চায়না মাল বেশি দিন চলবে না, মজা নিলাম