ঘুটঘুটে অন্ধকারেও সবকিছু দেখতে পাবেন তাও আবার খালি চোখে!

بسم الله الرحمن الرحيم

আসসালামু আলাইকুম।আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন...।

পৃথিবী প্রায় প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে যদি শুনতে পান, একজন মানুষ থেকে অতিমানব যেমন, স্পাইডারম্যান,সুপারম্যান,ব্যাটম্যান  বনে গেছে তবে সেখানে অবাক হবার কিছু নেই। কারন বিজ্ঞান প্রতি সেকেন্ডে যে পরিমান দ্রুত এগিয়ে যাচ্ছে তাতে হয়তো এমন কিছু হতে আর খুব বেশী দিন সময় লাগবে না।

দা বায়োহ্যাকার নামের এক গবেষক দল তৈরি করেছে এই অবিশ্বাস্য প্রযুক্তি। তারা গভির সমুদ্রের এক ধরনের মাছের শরীর থেকে একটি রাসায়নিক পদার্থ (সিই৬) দ্বারা নতুন এই লিকুইড তৈরি করতে সামর্থ্য হয়েছে।

 

গবেষক দলের প্রধান “গ্রিন্ডার” সর্বপ্রথম এই প্রযুক্তি তার নিজের ওপরে পরীক্ষা করে দেখেছেন। এবং অবিশ্বাস্য ভাবে সফল’ও হয়েছেন। এই লিকুইড সল্যুশন ব্যবহার করে মানুষ একেবারে ঘুটঘুটে অন্ধকারে প্রায় ১৬৪ ফিট বা সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত দেখতে পাবে। এতোদিন এই প্রযুক্তিটি শুধুমাত্র ক্যামেরার মাঝেই সীমাবদ্ধ ছিল।

 

তবে গবেষকদের কথা হল, প্রযুক্তিটি এখনো পক্রিয়াধিন রয়েছে । একবার সেটি সফল ভাবে সম্পন্ন করতে পারলে পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা  হবে।

 

 

তবে হে, এই সকল আবিষ্কার আমাদের মত দেশের জন্য নয়। আল্লাহ আমাদের চোখে যতটুকু পাওয়ার দিয়েছেন তাইই যথেষ্ট, কিন্ত মানুষের তৈরি এই সকল আবিষ্কার সত্যিই প্রশংশনীয়।                                                                                                                                                                                                                                                                                                                                                     ---সাধারন টিউনার

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি করতে চাই