ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হচ্ছে ‘পিএইচপি এক্সপার্ট সম্মেলন-২০১০’ আপনি আছেছেন তো?

পিএচপি এক্সপার্ট গ্রুপস আয়োজন করছে 'পিএইচপি এঙ্পার্ট সম্মেলন-২০১০' আগামী ৬ নভেম্বর ঢাকায় 'পিএইচপি এক্সপার্ট সম্মেলন-২০১০' আয়োজন করা হচ্ছে। মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।এই সেমিনারের আয়োজন করা হয়েছে ডেভেলপারদের সর্বশেষ প্রযুক্তি টুলস সম্পর্কে জানাতে এবং  তথ্যপ্রযুক্তিক্ষেত্রে তাঁরা যেন সক্রিয় ভূমিকা রাখতে পারে সে জন্য  ।

এবারের অনুষ্ঠানে ১৯ জন পিএইচপি বিশেষজ্ঞ ১৯টি বিষয়ের ওপর আলোচনা করবেন। এর মধ্যে 'প্রফেশনালিজম : ইনসাইড আউট' শিরোনামে আলোচনা করবেন অমি আজাদ।

নিজে নিজে সার্ভার কনফিগারেশন' শিরোনামে আলোচনা করবেন এস এম ইব্রাহিম লাভলু।

এমভিসি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করবেন আরাফাত রহমান।

এইচটিএম ফাইভ নিয়ে আলোচনা করবেন জাকির হোসাইন রাজু।

এ ছাড়া সম্মেলনে জাভাস্ক্রিপ্ট ওয়াশ, স্ট্যান্ডার্ড কোডিং, জেকোয়ারি প্লাগিংস ডেভেলপমেন্ট, ফেইসবুক গ্রাফ এপিআই এবং ডেভেলপিং বেটার পিএইচপি প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে। এর আগেও DUET এ এরকম একটি সেমনারের আয়োজন করা হয়েছে। সেখানে PHP Language এর উপর অনেক   আলোচনা করা হয়েছে।

সম্মেলনে মোট ৫৫০ জন ডেভেলপার অংশ নিলেও আগ্রহী যেকোনো ব্যক্তি সম্মেলনকক্ষের বাইরের ক্যাফেতে বসে প্রজেক্টরে সরাসরি সম্মেলন দেখার সুযোগ পাবে।

আগ্রহীরা এখানে গিয়ে রেজিষ্টেশন করতে পারবেন। রেজিষ্টেশন করলে তারা বেচে যে কাউকে নিতে পারে সরাসরি দেখার জন্য।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

That’s Really Great …

nice that’s very nice

“রেজিষ্টেশন করলে তারা বেচে যে কাউকে নিতে পারে সরাসরি দেখার জন্য”
(অফটপিকঃ খাইছে, কতো ভাবআলা কথারে বাবা )
পিএচপি এক্সপার্ট গ্রুপ তো তাদের গ্রুপের লোকদেরকে নিয়েই সেমিনার করবে এটাই নরমাল, নতুনদের জন্য কোনো সেমিনার হলে ভালো হতো,
আর এইরকম নতুনদের জন্য কোনো সভা-সেমিনার হলে ভাই একটু বলবেন, এতে আমার মতো নোভিসরা আনেক উপকার পাবে, আপনাকে ধন্যবাদ ,