আজ থেকে Windows 8 ইউজাররা পাচ্ছেন Windows 10 এ যাবার সুযোগ

আসসালামু আলাইকুম। টেক টিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? ভালো না থাকলেও ভাল হয়ে যাবেন ।

কারন আজ থেকে Microsoft  দিচ্ছে Windows 8 ইউজারদের Windows 10 এ যাবার ফ্রি সুয়োগ । তবে Windows 8 Trial version যারা ব্যাবহার করছেন তারা এ সুযোগটি পাবেন না ।

Microsoft এর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল Windows 7 । তবে এবার তারা আশা করছে Windows 10 ই হবে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম । এর আগে Windows 8 এ Microsoft আশানুরুপ জনপ্রিয় হতে পারেনি । তাই তারা Windows 7 এর মত Windows 10 এ Start মেনু ফিরিয়ে নিয়ে এসেছে ।আরও অনেক Feature নিয়ে আসছে Windows 10 । Windows 10 এর লক্ষ্য পিসি, ল্যাপটপ, মাইক্রোসফট ফোন, টেবলেট, এবং সবার ব্যাবহারের মধ্যে আনা। এই লক্ষ্য নিয়ে জুলাই মাসে সবার জন্য উনমুক্ত হচ্ছে উইন্ডোজ ১০, তবে উইন্ডোজ ৮ উজাররা তার আগেই পাবেন উইন্ডোজ ১০।

তো এবার আসি কি ভাবে Widows 8 থেকে Windows 10 এ যাবেন ।

আপনার পিসিতে যদি নেটকানেক্ট থাকে তাহলে Task bar এ windows এর মতো একটা  icon চলে আসবে সয়ংক্রিয়ভাবে ।

Windows 10 Icon
Windows 10 Icon

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Windows icon এ click করার পর নিচের মত উইন্ডো ওপেন হবে

 

Windows 10 Icon

Windows 10 Icon
Windows 10

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Windows 10 Icon
Windows 10

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Windows 10
Windows 10
Windows 10
Windows 10

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এর পর আপনাকে Windows 10 এর জন্য request submit করতে বলবে,Request submit হওয়ার পর , যখন আপনার request accept হবে তখন আপনাকে notification এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । Windows 10 এর সাইজ হচ্ছে ৩ জিবি। আপনাকে ৩ জিবি ডাউনলোড করতে হবে ।

ধন্যবাদ সবাইকে ।

আমি

Level 0

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই

Windows icon to ase nai amr pc te….! tahole kibabe dvo?

Amer computer toa always online thaka kintu icon or notification toa pai nia. Ami original 8.1 user.

Kono subscription timing aca ki, 1 year, 2 year etc

ami win 8.1 a paisi, upgrade korlm bt ata to trail version e asche…

Vai.. update dabar por ki fifa ba pes ar crack gula kaz korba??? pls aktu janaban..

ভাই ধন্যবাদ

windows phone gulate update deya jabe?

এটা কি অন্যান্য windows এর মত. iso file আকারে পাওয়া যাবে না?
নাকি windows8 থেকে upgrade করতেই হবে?

তাও ভাললাগল অবশেসে windows 10 ফাইনাল ভাবে রিলিজ হবে!!!

উইন্ডোজ ১০ এখনো প্রিভিউ ভার্সন যাতে বহু বাগ আছে আর অটোমেটিক আপডেট বন্ধ করার উপায় নেই। ফাইনাল ভার্সন রিলিজ হবে ২৯ জুলাই। এই পদ্ধতি ইনষ্টল দিলে আপগ্রেড হবে। তবে ISO নামিয়ে ক্লীন ইনষ্টল করা ভাল যদি একাজে দক্ষতা থাকে। আপগ্রেড করার পর কিছু ড্রাইভার ও সফটওয়্যার কাজ করবেনা। সুতরাং ঝুঁকি জেনেবুঝে আপগ্রেড করা ভাল। যারা উইন্ডোজে দক্ষ নয় ও লিমিটেড ইন্টারনেট চালান তাদের কোন প্রিভিউ অপারেটিং সিষ্টেম না চালানোই ভাল

Windows 10 a ai update korle ki subidha pabo? Bug problem ki thakbei na ki oigulo solve kora hoise?