২০৩০ সালের মধ্যে দ্বিতীয় আরেকটি পৃথিবীর খোঁজ করতে হবে

লিভিং প্ল্যানেট রিপোর্টে সাবধানবানী দিয়ে জানানো হয়েছে যে মানবসভ্যতা যে হারে এই পৃথিবীর সব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছে, তাতে করে আগামী ২০৩০ সালের মধ্যে আরেকটি পৃথিবীর প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। এই রিপোর্ট পেশ করেছে একযোগে WWF, Zoological Society of London এবং Global Footprint Network। রিপোর্টে এও জানানো হয়েছে যে বিগত ৫০ বছরে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের হার আশঙ্কাজনক হারে বেড়েছে, পৃথিবীর উৎপাদন ক্ষমতার তুলনায় প্রায় ৫০% বৃদ্ধি হয়েছে ব্যবহার।

রিপোর্টে প্রকাশ, ব্রিটিশরা নাকি প্রাকৃতিক সম্পদ ব্যবহারের দৌড়ে দ্রুতগতিতে এগোচ্ছে। পৃথিবীর সব মানুষ যদি এইরকম জীবনধারায় চলতে থাকে তবে অদূর ভবিষ্যতেই ২.৭৫-টি পৃথিবীর প্রয়োজন পড়বে। একইসাথে বেড়ে চলেছে কার্বন দূষণের মাত্রা। জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে করে ২০৩০ সালের মধ্যে কার্বন ডাইওক্সাইড শোষণক্ষমতায় টান পড়তে বাধ্য।

এই রিপোর্ট তৈরী হয়েছে ২০০৭ সালের ডেটার উপরে ভিত্তি করে। ৭১-টি দেশের প্রাকৃতিক সম্পদ খুবই আশঙ্কাজনক হারে শেষ হচ্ছে; এইসব দেশে আগামী দিনে তীব্র জলকষ্ট দেখা দেবে বলে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

যেসব দেশের চাপ সবচেয়ে বেশি করে পড়ছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের উপরে, তাদের তালিকায় ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি রয়েছে শীর্ষে। Ecological Footprint তালিকায় ব্রিটেন আছে ৩১ নম্বরে। The Copenhagen Post জানাচ্ছে যে সবচেয়ে সন্তোষজনক স্থানে বর্তমানে আছে ভারত, ১১৭ নম্বর স্থানে।

আগামী দিনে কী আসতে চলেছে? কী হবে আমাদের? টেকটিউনসে আপনারা ভেবে বলুন, কোন প্রযুক্তিতে আমরা আমাদের এই পৃথিবীকে রক্ষা করবো?

External References:
AFP & The Copenhagen Post

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্য নাই মাটির নিচে বাড়ি করতে হবে আর বাড়ির উপরে চাষাবাদ। তবে বাংলাদেশ কত স্থানে আছে বললেন না তো!

Level 0

আপনি কি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন পারলে এই নাম্বারে ফোন করুন মিস কল দিয়েন না।
আমার মোবাইলে কখনোই টাকা থাকে না : ০১৯৩৪৭১৩১৪৩।

    কেন ভাই? আপনি কি উনার সাথে পার্সোনালভাবে এই বিষয় নিয়ে আলাপ করবেন? 😛 😛

    হাসান ভাইয়ের সাথে সহমত। 😛 :P:P 😛
    আর যদি পারেন পার্সোনাল বিষয়টই আমাদের সাথেও শেয়ার করুন।

    Level 0

    ভাইজানেরা পার্সোনাল কোন কথা না শুধু নক্ষত্র সাম্পর্কে একটা কথা জনার ছিল কিন্তু ০১৭১৮০৯৬৬৬১ নাম্বার থেকে কেউ একজন ফোন করে কিছুবলার আগেই কেটে দিলেন।
    কেউ কি আমাকে বলবেন উনি কে?

    @RS. MUKTA,

    উনাকে আমি চিনি। উনার সাথে কথা বলতে পারবেন ০১৭১০৪২০৪২০ নাম্বারে। আর হ্যা উণি কিন্তু মঙ্গলে থাকেন ।

    ————————————————————————————————————————–
    অফটপিকঃ আপনি কৈ থাকেন? 😀

    Level 0

    what happened hare ?? phone number chala-chali hocheee

সত্যি যদি এমনটা হয় তাহলে ভাববার কথা বটে…………আমাদের পরবতী প্রজন্ম হয়ত সুরক্ষিত নয়। তবে বাংলাদেশ যতটা ঘন বসতির তার সাথে ঢাকার যে অবস্থা তাতে অনুমান করা যায় ভবিষ্যৎ কীহতে পারে এর জন্য গবেষনার দরকার নাই?

কিছু দিন আগে পত্রিকায় দেখলাম পৃথিবীর মতো একটা গ্রহ খোজে পেয়েছে, বৈজ্ঞানিকরা এমনটায় ধারণা করছে ।

বড় বড় দেশ চুপ করে আছে! আমাদের আর কি করার আছে!!!

ভুলে যাচ্ছেন কেন পৃথিবী একদিন ধবংশ হবে অর্থাৎ কেয়ামত প্রতিষ্ঠিত হবে কিন্তু এর আগে অর্থাৎ কেয়ামতের পুর্বে,
পৃথিবী লোকে লোকারন্য হয়ে যাবে,অনাচারে ভরে যাবে,মান্যতা থাকবেনা আরো অনেক এবং হাদীসে বর্নিত কেয়ামতের আলামত গুলু কিন্তু প্রকাশ হয়েছে এবং হইতেছে,
সুতরাং পৃথিবী তার নির্দিষ্ট লক্ষ্যেই যাবে এখন আসুন আমরা যারা অসহায় নাগরিক আছি তারা,
নিজের ইমানটাকে পোক্ত করার চেষ্টা করি,ভাল মানুষ হওয়ার চেষ্টা করি,
আর আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে ভাল মানুষ হইলে দেখবেন অনেক কষ্টের মাঝেও পৃথিবীটা আপনার কাছে ভাল লাগবে।
টিউনের জন্য টিউনারকে ধন্যবাদ।

(((ria the great tuner)))thanks for this nice tune

এলোমেলো সবকিছুই, তাই এই বেশ চিন্তায় আছি…

~ !

তাইতো আমি আর কোন চিন্তা করি না।

মহা ঝামেলা

“সম্পদ শেষ হবে”- এ জিনিসটা কখনো বিশ্বাস করতে পারি না। “তেল একটি মূল্যবান সম্পদ”-কেন বলতে পারেন? বর্তমান প্রযুক্তি এমন ভাবে বিকশিত হয়েছে যে তেলের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। যে দিন থেকে শক্তির অবিনাশিতাবাদের সূত্র শিখেছি, সে দিন থেকে এই বিশ্বাস আরও শক্ত হয়েছে। সৌর শক্তি সহ বিভিন্ন নবায়ন যোগ্য সম্পদের ব্যাবহার দিন দিন বেড়েই চলবে। একটা জিনিস ভুলে গেল চলবে না, পৃথিবীর মোট সম্পদের খুব সামান্য অংশই মানুষ ব্যবহার করছে।

Apu apnake akta mail disi.aktu dekben pls

Level 0

আপনারদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে.. জনপ্রিয় টেকি ব্লগার রিয়া আপু আমাদের মাঝে আর নেই…( ইন্নানিল্লহে………….)
ফেসবুক আইডি.. https://www.facebook.com/ColourIsLife
🙁 দুই বাছর মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন.. 🙁

    @M H BULBUL: এই কমেন্ট কিভাবে হল?
    https://www.techtunes.io/how-to/tune-id/30984#comment-324376

      @Ochena Balok: উনি যার ব্যাপারে লিখেছেন তিনি আরেকজন লেখিকা, একই নামের। উনিও যথেষ্টই জনপ্রিয় ছিলেন, অনেকেই চেনেন। একই নামের কারনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

খুব অচেনা কেউ যে মনে এতটা প্রভাব ফেলবে মাত্র অল্প কদিনে বুঝিনি।আপু আসলে অচেনা নয়,অনেক বেশি চেনা।আপি তুমি যেখানেই থাকো খুব খুব ভাল থাকো।আর দোয়া কর যেন কখনও জীবনটাকে বিদায় দিতে হলে যেন তোমার মত সবার ভালবাসা নিয়ে বিদায় দিতে পারি ………………… 🙁 🙁

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।