নটর ডেম কলেজ নিয়ে কিছু কথা ।নটরডেম কলেজে ভর্তিচ্ছুক রা অবশ্য ই দেখবেন ।

আশা করি সকলেই ভাল আছেন । এটিই আমার প্রথম পোষ্ট । তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে নটরডেম কলেজ অন্যতম । নটরডেম কলেজ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই ।পবিত্র ক্রোশ যাজজ সংঘ বাংলাদেশ সহ পৃথিবীর আরো কয়েকটি দেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে সুনামের সাথে তা পরিচালনা করছে ।নটর ডেম কলেজ ও তাদের প্রতিষ্ঠিত ,যা ইতিমদ্ধে অনেক সুনাম অর্জন করেছে ।প্রতি বছর অসংখ্য ছাত্র এই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করে । কিন্তু খুব কম সংখ্যক ছাত্রই এই কলেজে পড়ার সুযোগ পায় ।আরো বেশি ছাত্র দের এই সুযোগ প্রধান এবং বাংলাদেশের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে এই যাজজ সংঘ শিক্ষা নগরি ক্ষেত ময়মনসিংহে ঢাকা নটরডেম এর আদলে সম্পূর্ণ সতন্ত্র একটি নটর ডেম কলেজ স্থাপন করেন ।

ঢাকা নটর ডেম এর ভাইস প্রিন্সিপাল ফাদার বকুল এস রোজারিও সি এস সি কে প্রিন্সিপাল করে এই নটর ডেম কলেজ ময়মনসিংহ প্রতিষ্ঠিত করা হয় ।পাঁচ তলা বিশিষ্ট কলেজ ভবনের সাথে চার তলা বিশিষ্ট ফাদারদের আবাসিক ভবন নিয়ে গড়ে ওঠেছে কলেজ টি ।

কলেজ টিতে রয়েছে বিশাল ক্যাম্পাস ।

মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যাবস্থা আছে ।

১জুলাই নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে ১বর্ষের ছাত্রদের কে বরণ করে নেওয়া হয় । কলেজ , শিক্ষক , ক্যাম্পাস , ছাত্র ও বিভিন্ন তথ্য সমৃদ্ধ নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে বানানো সল্প দৈঘ্যের এই ভিডিও টি দেখতে পারেন ।

Link: http://www.youtube.com/watch?v=Kq9Z0fBOkaM&feature=youtu.be

দেখতে দেখতে প্রায় প্রথম বর্ষ পার করে ২য় বর্ষে পদার্পন করছে ।যারা এইবার এস এস সি পরীক্ষা দিয়েছ তারা নটর ডেম কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

নটরডেম কলেজ ময়মনসিংহে ভর্তি বিষয়ক বক্তব্য:

* বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য গোল্ডেন এ প্লাস নটর ডেম কলেজ ময়মনসিংহ তো বটেই,নটরডেম কলেজ ঢাকার জন্যও আবশ্যক না।তবে এ প্লাস থাকতে হবে।
(★) এখানে আবেদনের কথা বলা হয়েছে।
*বিজনেস স্টাডিজ এর জন্য জিপিএ ৪.৫০ ও হিউম্যানিটিজ এর জন্য ৪.০০।
*ইন্টারভিউ হবে কি না এটা সময়ের ওপর নির্ভরশীল।আর হলে সেটা লিখিত/মৌখিক।
*কিভাবে আবেদন করতে হবে এটা পত্রিকা আর পেজে জানিয়ে দেয়া হবে।
*কলেজের EIIN Code: 137031 এবং College Code:7314

*নটর ডেম কলেজের ফেইসবুক পেইজ Facebook.com/NDCM.Mym

*এই পেইজে সকল আপডেট পাওয়া যাবে ।

আশা করি এই পোষ্টের সাহয্যে নটর ডেম কলেজ ময়মনসিংহ সম্পর্কে একটু হলেও জানতে পেরেছেন । অরো কিছু যদি জানতে চান তাহলে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন আমার আইডি । ধন্যবাদ কষ্ট করে পোষ্ট টি পড়ার জন্য ।

Level 0

আমি খালেদ সাইফুল্লাহ সাদি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I Am Sadi. I Always Sty With Technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জেনে রাখলাম, কাজে লাগতে পারে। ধন্যবাদ।