আসছে নতুন প্রযুক্তি। ছাতার ঝামেলা শেষ !

বৃষ্টিতে ভিজা বা বৃষ্টির মধ্যে ছাটা নিয়ে হাটার মজাই আলাদা । কিন্তু সেটা অবশ্যই অফিস টাইম কিংবা কাজের সময়ে নয় । বরং কাজের সময় বৃষ্টি মানুষের ভোগান্তিই বাড়ায়। কারন ছাতা বহন করা বেশ ঝামেলার ব্যাপার স্যাপার  । ভিজা ছাতা নিয়ে অফিসে বা বাসে অপ্রিতিকর অবস্থায় পড়া । বা ছাতা ভুল করে কোথাও রেখে আসার সমস্যায় পড়েননি এমন লোক খুজে পাওয়া যাবে না।

কিন্তু এখন সে ঝামেলা থেকে মুক্তি দিতে আসছে নতুন প্রযুক্তি।এই প্রযুক্তির নাম রাখা হয়েছে   ” air umbrella ” । লম্বা টর্চ লাইটের মত এই প্রযুক্তি ছাতার বিকল্প হিসেবে ব্যাবহৃত হবে।

finalgif_3079068a

এটি প্রচলিত ছাতার মত কোনো ছাতা নয় । এর মেকানিজম-কে আসলে কোনো ছাতার সাথেই মিলানো যাবে না। লম্বা দন্ডটির ভিতর থাকে ব্যাটারী এবং সবার উপরে থাকে একটি মোটর । ব্যাটারির সাহায্যে মোটর ঘুরতে থাকে ফলে এটা বৃষ্টির দিকে তাক করলে মোটর বৃষ্টির পানিকে ব্যাবহারকারীর মাথার উপর থেকে আশেপাশে সরিয়ে দেয় ।

এই ছাতাটি  এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে । তবে a, b,  এবং  c  এই ৩ টি ক্যাটাগরীতে বিভক্ত এই ছাতাটির  সর্বোচ্চ কাজের সীমা যথাক্রমে ১৫, ১৫ এবং ৩০ মিনিট । তবে এর ডেভেলপাররা এর সময় বৃদ্ধি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন । ২০১৫ সালের শেষের দিকে এই ছাতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এই ছাতাটির ডেভেলপাররা ।

এই লিঙ্ক-এ ডেভেলপাররা আপডেট দিচ্ছেন ।

 

বিঃদ্রঃ সর্বপ্রথম এখানে প্রকাশিত।

Level 0

আমি কমনার ওয়েব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

cholbe na bojhai jasse. Asepaser loker ga vuje jabe. Sata to satai. Jemon cycle aj o cycle