ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সুলভ করা হোক..

পলিটেকনিক শিক্ষাব্যবস্থার দিকে দৃষ্টি দিলে দেখা যায় যে. আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে বাংলাদেশে সরকারী পলিটেকনিক ছিল হাতেগুনা ১০ থেকে ১৫ টি । সে সব প্রতিষ্টানে শিক্ষার্থী ছিল একেবারে নগন্য। সেই অল্পসংখ্যক শিক্ষার্থীদের জন্য তত্কালীন পলিটেকনিক ছাত্রশিক্ষকরা আন্দোলন করে আশির দশকে প্রতিষ্ঠা করেছিল ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (DUET)।

বর্তমানে সারাদেশে প্রায় ৪৯+টি সরকারি পলিটেকনিক এবং ৪৫০+টি বেসরকারি পলিটেকনিক রয়েছে। যেখান থেকে প্রতি বছর প্রায় হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বের হয় কিন্তু এর বেশীর ভাগেরই পড়ালেখার যাত্রা এতটুকুতে থেমে যায়, উচ্চ শিক্ষার সুযোগ আর তাদের হয় না।
সেই তৎকালীন অল্পসংখ্যক হাতেগুনা কয়েকটি পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ছিল একটিমাত্র প্রতিষ্টান ডুয়েট। বর্তমানে ৫০০+ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সেই একই প্রতিষ্ঠান ডুয়েট। ডুয়েটের মত এখন পর্যন্ত দ্বিতীয় আর কোন প্রতিষ্টান গড়ে তুলেনি সরকার। শিক্ষা ব্যবস্থায় কেন এমন বৈষম্য আমাদের প্রতি?

বর্তমানে শিক্ষাব্যবস্থায় ডিপ্লোমা লাইনে যে হারে শিক্ষার্থী বাড়তেছে সে হারে তাদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে কি? অবশ্যই না! তাহলে বর্তমানে এই অধিকসংখ্যক ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের ডিপ্লোমা কার্যক্রম শেষে পরবর্তীতে কোথায় গিয়ে দাড়াবে? উচ্চ শিক্ষার স্বপ্নযাত্রা কি ডিপ্লোমাতে শেষ হয়ে যাবে? মেধাবীদের এই অগ্রযাত্রাকে শাণিত করতে সরকার কি কিছুই করতে পারে না? আর কতদিন বোধহীন হয়ে থাকবে আমাদের সরকার?

দীর্ঘ চারবছর ডিপ্লোমা কার্যক্রম সম্পন্ন করে প্রতিবছর পলিটেকনিক থেকে হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বের হয়। তাদের উচ্চ শিক্ষার জন্য রয়েছে সরকারী একটিমাত্র প্রতিষ্ঠান ডুয়েট। প্রতিবছর এই ডুয়েটে কয়জনইবা চান্স পায়? আর এই ডুয়েটে একটি বিভাগের জন্য কয়টিইবা সিট বরাদ্দ আছে?

ডুয়েটের ভর্তি কার্যক্রম লক্ষ্য করলে দেখা যায় ৭টি বিভাগের জন্য সিট আছে মোট ৫৪০টি। তিনটি বিভাগের জন্য ১২০টি করে আসন ছাড়া অন্যান্য বিভাগের জন্য ৬০....... অল্পসংখ্যক আসন বরাদ্দ আছে। প্রতি বছর তারা সিজিপিরের ভিত্তিতে ৪-৫হাজারের মত ডিপ্লোমা শিক্ষার্থী বাছাই করে ভর্তি পরীক্ষার জন্য চুড়ান্ত তালিকা প্রকাশ করে। শুধুমাত্র তারাই উচ্চ শিক্ষার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে। তাহলে প্রতিবছর পলিটেকনিক থেকে হাজার হাজার যে ডিপ্লোমা প্রকৌশলী বের হচ্ছে তাদের অধিকাংশের উচ্চ শিক্ষার সুযোগ কোথায় দেওয়া হচ্ছে? কেন এই দায়িত্বহীনতা? মেধাবীদের উচ্চ শিক্ষার স্বপ্নকে কেন মুকুলেই নিঃশেষ করে দেওয়া হচ্ছে? কে দিবে এসব প্রশ্নের জবাব?

ডুয়েটে মাত্র ৫৪০টি সিট বরাদ্দ আছে পুরো ৭টি বিভাগের জন্য। অথচ দেশে প্রতিবছর পলিটেকনিক থেকে তার চার-পাঁচগুণ ডিপ্লোমা প্রকৌশলী বের হয় শুধুমাত্র ১টি বিভাগ থেকে। এবার হিসাব করে দেখুন দেশে ৫০০ মত পলিটেকনিকের ৭-১০টি বিভাগ (বিভাগ হয়ত আরো বেশি হতে পারে) থেকে কতজন ডিপ্লোমা প্রকৌশলী বের হচ্ছে? তাহলে এই অধিক সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা উচ্চ শিক্ষা কোথায় করবে?

অনেকে বলতে পারেন ডিপ্লোমাদের উচ্চ শিক্ষার জন্য দেশে অনেক বেসরকারী প্রতিষ্টান রয়েছে বাকীরা এখানে উচ্চ শিক্ষা সম্পন্ন করবে। আচ্ছা ডিপ্লোমা পড়ুয়া এমন কয়জনেরই পরিবারের সামর্থ আছে বছরে লাখ লাখ টাকা খরচ করে উচ্চ শিক্ষার জন্য ছেলেকে বেসরকারীতে ভর্তি করাবে?

আবার অনেকে বলতে পারেন চাকরীক্ষেত্রে ডিপ্লোমাদের জন্য অনেক সুযোগ। উচ্চ শিক্ষার কি দরকার। বাকীরা ডিপ্লোমা শেষে কোনমত চাকরী বাকরি করে নিজের আত্মকর্মসংস্থানটি তৈরি করে নিবে। আচ্ছা তাই বলে কি আমাদের উচ্চশিক্ষার কোন অধিকার নেই?
"বাংলাদেশের সংবিধানের ১৫তম ধারায় মানুষের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। (ক) এ বলা হয়েছে- অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা সুনিশ্চিত করতে" এক্ষেত্রে শিক্ষাটা আমাদের মৌলিক অধিকার। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কেন ডিপ্লোমা শিক্ষার্থীরা এই অধিকার থেকে বঞ্চিত হবে? এ প্রশ্ন শুধু আমার নয়, এদেশের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের, যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে।

বলতে গেলে বর্তমানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অসংখ্য সমস্যায় জর্জরিত। যা কারিগরি শিক্ষার মান বৃদ্ধিতে সীমাহীন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।যেমন- শিক্ষক স্বল্পতা ও প্রশিক্ষণের অভাব, মানসম্পন্ন পাঠ্যপুস্তকের অভাব, ব্যবহারিক ক্লাসের জন্য উপযুক্ত যন্ত্রপাতিও কাঁচামালের অভাব এবং শিল্পকারখানার বাস্তব প্রশিক্ষণ ফলপ্রসূ না হওয়া ইত্যাদি। যা মোটেও কাম্য নয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত জ্ঞান ও কর্মদক্ষতার ওপর যেমন নির্ভর করে দেশের উন্নয়ন, কাজের মান ও গতিশীলতা; তেমনই তাদের ক্রিয়াশীল ভূমিকা তরান্বিত করে দেশের আর্থ সামাজিক সমৃদ্ধি।
তাই, দেশের মধ্যম স্তরের প্রশিক্ষিত, দক্ষ জনশক্তির প্রসার ঘটাতে ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সারাদেশে বর্তমান পলিটেকনিক শিক্ষাব্যবস্থার ব্যাপক মানোন্নয়ন জরুরি।কিন্তু আমাদের সরকার এবং কারিগরি শিক্ষাক্ষেত্রে বসে থাকা নীতিনির্ধারকদের সেই বিষয়ে কোন মাথাব্যথা নেই।

একটি দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যয় কারিগরি শিক্ষাকে প্রমোট করতে হবে, সেখানে এই শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করাটা দেশের বিরুদ্ধে, কারিগরি শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। যা স্বয়ং সরকারই করছে।

পরিশেষে একজন ডিপ্লোমা শিক্ষার্থী হিসবে বলতে চাই আমাদের দেশের এই অধিক সংখ্যক ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য দ্রুত ডুয়েটের মত আরো কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করা হোক। যা বর্তমানে সময়ের দাবীও বটে।

সাইফুদ্দিন আযাদ
শিক্ষার্থী, চ.প.ই

Level New

আমি Azad Shifuddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতি সাধারণ একজন মানুষ।তবে বিচরণ করি সব অসাধারণের মাঝে। শত কষ্টের মাঝেও সর্বদা হাঁসিখুশিতে থাকার চেষ্টা করি। ছোটবেলা থেকে একটু গবেষণা টাইপের ছেলে বটে। যা শিখব তা ভালো করে শিখব এই তত্বে বিশ্বাসী। ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে পড়ালেখো করি। তবে কম্পিউটার নেটওয়ার্কিং, প্রোগামিং এইগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লিখেছেন। আমিও চ.প.ই এর স্টুডেন্ট ।

    ধন্যবাদ নাহিদ ভাই.. ভালো লাগল চ.প.ইয়ের একজন সহপাঠীকে পেয়ে..

    ভাই আপনি চ.প.ইতে কোন ডিপার্টমেন্ট এবং কোন ইয়ারে পড়েন?

    সহমত পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই… 🙂

    …………………
    একজন ডিপ্লোমা পড়ুয়া ছাত্র হিসেবে বলতে চাই- দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের মান বৃদ্ধি করা হোক.. সাথে সাথে তাদের উচ্চ শিক্ষার জন্য ডুয়েটের মত আরো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক.. যা সময়ের দাবীও বটে।

Level 0

হুম ঠিক। বাংলাদেশে সব থেকে বেশী অবহেলিত কারীগরি শিক্ষা!!! আমি সত্যি অবাক হই। যার কল্যানে বাংলাদেশের জনসংখ্যা জনসমস্যাতে পরিণত হয়েছে। টেকনোলজিতে যে দেশ পিছিয়ে সে দেশ সব দিক থেকেই পিছিয়ে থাকবে যার সব থেকে ভাল একটা উদাহরন বাংলাদেশ। চীনের দিকে তাকালেও কিছু শিখা যায়। কিভাবে তারা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করেছে টেকনোলজির হাত ধরে। বাংলাদেশের অর্থনীতিতে শতকরা ৮০ ভাগ আসে কৃষি থেকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    রাইট রাতুল ভাই, আসলে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত শিক্ষাব্যবস্থা হচ্ছে কারিগরি শিক্ষাব্যবস্থা.. যেখানে অন্যান্য দেশে কারিগরি শিক্ষাকে সবার উর্ধে রাখা হয় সেখানে আমাদের মত দেশে কারিগরি শিক্ষাকে অবহিলিত করা হচ্ছে! দেশকে সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্রের মত এগিয়ে নিতে হলে অবশ্যয় কারিগরি শিক্ষাকে প্রমোট করতে হবে!কিন্তু আমাদের দেশে তা করা হচ্ছে বলে মনে হয় না….. শিক্ষাব্যবস্থায় বসে থাকা নীতিনির্ধারকদের এই বিষয়গুলো বিবেচনা করা দরকার….

    ধন্যবাদ সুন্দর মতামতের জন্য…

    …………………
    একজন ডিপ্লোমা পড়ুয়া ছাত্র হিসেবে বলতে চাই- দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের মান বৃদ্ধি করা হোক.. সাথে সাথে তাদের উচ্চ শিক্ষার জন্য ডুয়েটের মত আরো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক.. যা সময়ের দাবীও বটে।

অনেক অনেক ধন্যবাদ, এমন একটা টিউন করার ইচ্ছা ছিল। তাই আপনার এই লিখা দেখে অনেক খুশি হলাম।

    ধন্যবাদ আরাফাত ভাই, আসলে এই নিরব স্পষ্ট বিষয়টা নিয়ে কেউ লিখে না…. লিখুন… কলম ধরুন…ইনশাআল্লাহ পারবেন.. 🙂

    …………………
    একজন ডিপ্লোমা পড়ুয়া ছাত্র হিসেবে বলতে চাই- দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের মান বৃদ্ধি করা হোক.. সাথে সাথে তাদের উচ্চ শিক্ষার জন্য ডুয়েটের মত আরো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক.. যা সময়ের দাবীও বটে।

Vai ame asec KHULNA thaka Electrical ar upor 4 year diploma korch . nice tune amader government too kana choka angul diya dakhay dilaoo boza na LoL ..

    দাদা আমিও কিন্তু ইলেক্ট্রিক্যাল নিয়ে ৬ষ্ট পর্বে আছি চপইতে.. আর আপনি ত চক্কা মেরে দিছেন.. তো বিএসসি কোথায় চলতেছে দাদা?

    আর একটি সুন্দর কথা বলেছেন আসলেই আমাদের সরকার কানা! শিক্ষাব্যবস্থার উন্নতি হোক এটা তারা চাইনা! তারা আছে শুধু ক্ষমতার গদি রক্ষা নিয়ে,.. কে কারে মেরে ক্ষমতার গাট্টি আটকে ধরবে সেটা প্রতিনিয়ত ঘাতসংঘাত…. ওদের ঘাতসঃঘাতে শিক্ষাব্যবস্থা পুরাই চ্যাপ্টা!

    ৬ষ্ট পর্বের পরীক্ষা চলতেছে দোয়া করবেন দাদা…

আমি ৬ষ্ঠ সেমিষ্টার ফাইনাল দিচ্ছি..
ভবিষ্যতে রোবটিক ইঞ্জিনিয়ার হওয়ার সপ্ন দেখি…
জানি পুরন হবে কিনা..
ডুয়েট এ চান্স না পেলে ভালো কোন প্রাইভেট ইউনিভার্স্টিতে পড়ার সমার্থ নাই আমার… 🙁 🙁

    Munim ভাই তাহলে তো আমি আপনি একই পর্বের! ৬ষ্ট পর্বের পরীক্ষা কেমন চলতেছে?
    কোন ডিপার্টমেন্ট এবং কোন পলিতে পড়েন?

    টিটিতে তো অনেক পলিটেকনিক বন্ধু আছে দেখতেছি… টিটিতে আমি টিউনারশীপ হয়েছি ২০১২তে কিন্তু কোনদিন আসা হয়নি.. প্রথম এই টু মারা…

Level 0

ধন্যবাদ ভাই পড়ে ভাল লাগলো…
আমি ৬ষ্ঠ সেমিষ্টার ফাইনাল দিচ্ছি..টাংগাইল পলিটেকনিক থেকে …construction technology.

    টিটিতে সবাই দেখি ৫০ ব্যাচের শিক্ষার্থী.. ডিপ্লোমাদের উচ্চ শিক্ষার সুযোগ প্রসারের জন্য আপনারাও কলম ধরুন… লিখার চেষ্টা করুন..না হলে শিক্ষাব্যবস্থার নীতিনির্ধারকরা কোনদিন ও এই অবহেলিত শিক্ষাব্যবস্থার উন্নত করার পরিকল্পনা হাতে নিবে না… সময়ের প্রেক্ষিতে আন্দোলনও গড়ে তুলতে হবে সবাইকে নিয়ে…যা সময়ের দাবীও বটে… ধন্যবাদ রাসেল মোল্লা

অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মনের কথা তুলে ধরার জন্য।
আমিও গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র। আমার মাথায়ও এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে পাশ করে কোথায় ভর্তি হবো। ভালো কোনো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ নাই।
আপনাকে আবারও ধন্যবাদ জানাই।

    চিন্তাটা শুধু আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে না, ঘুরপাক খাচ্ছে দেশের লক্ষ লক্ষ পলিটেকনিক শিক্ষার্থীদের যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে!
    আমি মনে করি ডিপ্লোমা শিক্ষার্থীদের দ্রুত উচ্চ শিক্ষার প্রসার ঘটানো না হলে অচিরেই ডিপ্লোমাতে আটকে যাবে লাখো শিক্ষার্থীর উচ্চ শিক্ষার লালিত স্বপ্ন!

    মতামতের জন্য ধন্যবাদ সোহানুর রহমান ভাই.

    ——সময়ের দাবী—–
    ডিপ্লোমাদের উচ্চ শিক্ষার সুযোগ প্রসারের জন্য দ্রুত ডুয়েটের মত আরো চার পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে হোক…

আরে থামেন । আমি কোনাবাড়ী পলিটেকনিকে ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে ৬ষ্ঠ সেমিস্টার । আমি সারারাত ভরে স্ট্যাডী করতাম এবং সকালে পরীক্ষা দিতে যাইতাম । আমার এক বন্দু গাঞ্জা খেয়ে আমার পাসের সিটে বসত এক্সম দিতে ।

সব ভালই ছিল >>> কিন্তু ৩০ মিনিট হবার পর সার এসে বলল অকে দেখাও না কেন । ও ত তুমার ই বন্দু । আর আমি এমন পরিস্তিতি ফেচ করা শুরু করলাম যে তাকে না দেখিয়ে পারলাম না। আমি তাকে দেখিয়ে দেখিয়ে লিখলাম । রেজাল্ট বের হল । সে আমার থেকে বেশি নাম্বার পেল । কারন তার হাতের লেখা ভাল ছিল ।

এটা ৪র্থ সেমি এর কথা।

এবার বলেন এইসব স্টুডেন্ট এর জন্য কি সিট বারানো দরকার । এরা যদি eng হয় তবে দেশের কি হবে । আগে এর জন্য কিছু ভাবেন তারপর না হয় সিট

    @সজিব হোসাইন জ়িকো: বাহ! দারুণ চিন্তাশীল তো! বুঝতে পারছি শুধু উচ্চ শিক্ষাটা আসছে আপনার মত হাইব্রিলিয়ান্ট ছাত্রের জন্য! তাই নয় কি?

    শুধু একজনের কর্মকান্ডের তুলনা দিয়ে পুরো শিক্ষার্থীকে আপনি একই কাতারে ফেলাতে পারেন না… আপনি কি মনে করেন সব শিক্ষার্থী আপনার মত হাইব্রিলিয়ান্ট? সো চিন্তার পরিধি আরো গভীর করতে চেষ্টা করুন…… দেশে প্রতিবছর কতজন ডিপ্লোমা শিক্ষার্থী বের হচ্ছে সেটা হিসাব রাখছেন কি? শুধুমাত্র ডুয়েটের অল্পসংখ্যক পাঁচশ মত সিটগুলো কি তাদের জন্য বরাদ্দ? উচ্চশিক্ষার স্বপ্ন কি শুধু ঐ পাঁচশজনের আছে? উচ্চ শিক্ষার অধিকার শুধু আপনার মত হাইব্রিলিয়ান্ট অল্পসংখ্যক শিক্ষার্থীদের জন্য নয়, মনে রাখবেন উচ্চ শিক্ষার অধিকার সবার।

amar mone hoy apnar gajipur asa ochit. tahole sob bujte parben. @azad

তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।

এবছরের পলিটেকনিক এডমিশনের জন্য আবেদন করুন এখানে
Polytechnic admission 2018 bd