দারুন মিলে গেছে এই বছরের ক্যালেন্ডারে।কে বলেছে চলে যাওয়া দিন ফিরে আসে না!

আসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেনআমি ও ভালো আছি।আজ আমি একটা ছোট পোস্ট নিয়ে এসেছি ।আমরা লাস্ট দিন টি পেয়ে ছিলাম ১১/১২/১৩।আস্তে আস্তে ২০১৫ সালে আমরা ৫টা পুরানো দিন ফিরে পাবো


।তাও আবার শনিবার যারা সরকারি অফিস এ চাকরি করে তাদের জন্য দিন টি ছুটির এবং তারা এই দিনে মজা করবে আশা করি।আর যাদের ১৯৯৭ সালের শনিবারে জন্ম হয়েছে তাদের তো কথাই নাই। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে

 

 

শনিবার=৪/৪/১৫,৬/৬/১৫,৮/৮/১৫,১০/১০/১৫,১২/১২/১৫

 

(২ মাস পর পর একই দিন একই মাসে শনি বার )

 

২০১৫ এর ক্যালেন্ডারে ১৯৯৭ সালের ক্যালেন্ডারের সাতে মিলে গেছে।একই তারিখ একই দিনে উৎসব ।

 

কে বলেছে চলে যাওয়া দিন ফিরে আসে না!

 

তো সবাই ভালো থাকুন

আর আমার জন্য দোয়া করুন আমি যেন আরও ভালো পোস্ট আপনাদেরকে উপহার দিতে পারি।

ফেসবুক এ আমি

আমার ব্লগ সাইট

আল্লাহ হাফেজ।

Level New

আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মনে হয় আপনার কোথাও ভুল হয়েহে। বছর টা ১৯৯৭ হবে না- হবে ১৯৯৮। একবার কি চেক করে দেখবেন?

Level 2

কি যে মিলাইলেন ভাই? ভালো কিছু পোস্ট করেন।

Level 2

সাকিব ভালভাবে খেয়াল করুন সালটা 1998 হবে।

Level 0

@ ওয়াইম্যাক্স সাকিব
ভাই আমি সাধারণত কমেন্ট করি না। কিন্তু আপনের আচো### পোষ্ট দেখে না করে পারলাম না।
সময়ের দাম আছে। সময় নষ্ট করাবেন না। আপনার জগৎ হয়ত খুব ছোট তাই যা দেখেন হতবাক হয়ে যান। বাজে পোষ্ট করবেন না।

কি ভাবে মিলল । কিছুই বুঝলাম না ।