
জি ঠিক শুনছেন, টেকটিউনস আবার অনলাইনে লাইভ ।
টেকটিউনস যে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের কাছে কতটা জনপ্রিয় তা এই কইদিনে আবার প্রমান হয়ে গেছে। মাত্র ছয় দিনের জন্য বন্ধ ছিল প্রানের http://www.techtunes.io । আর এতেই প্রায় হৈচৈ পরে যায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত নানা ধরনের আলোচনায় লক্ষ করা যায়। দেশীয় মিডিয়াতে সংবাদে তেমন না দেখা গেলও বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপারটা নিয়ে ভিবিন্ন প্রতিবেদন করে।
মাত্র এই ছয়দিনের কারনে আমাদের প্রানের http://www.techtunes.io কে হারাতে হয়েছে গুগুল সার্চ রেজাল্টের ফলাফলের প্রথম পাতার অবস্থান । তবে এসইও এক্সপার্ট কিংবা বিশেষজ্ঞরা মনে করছেন এই অবস্থান ফিরে পেতে মাত্র ২ থেকে ৩ দিন এর প্রয়োজন হবে। তবে অনেকের মতই এর একটা ভয়ানক ইফেক্ট পড়বে অ্যালেক্সা র্যাংকে । তাই টেকটিউনসের একজন পাঠক এবং খুদ্র ব্লগার হিসেবে শকল ব্লগার এবং পাঠকদের প্রতি আকুন অনুরোধ থাকবে সবাই বেসি বেসি করে সেয়ার করুন আপনার প্রিয় টেকটিউন্স কে । আমরা সবাই মিলেই পারি এর পুরনো অবস্থান ফিরিয়ে দিতে ।
টেকটিউন্সের কি হইছিল এখনো আমি ক্লিয়ার না । দুটো সংবাদ সুনেছি । একটা নেম সার্ভার ইসু এবং টাইগার ম্যাট নামক কোন এক আজাইরা হ্যাকারের হ্যাকের ঘটনা । কোনটা সত্য করতিপক্ষই ভালো
বলতে পারবে ।
১ম ব্যাপারটা যদি হয় তবে বলবোঃ আর সব ব্লগার এবং অ্যাডমিন দের উদ্দেশে অনুরধ, http://www.techtunes.io এর মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে BTCL করতিপক্ষ কেন নটিফাই করে নাই । আমার নিজের .com.bd ডোমেইন কেনার অভিজ্ঞিতা থেকে বলছি । BTCL এর কাস্টমার সাপোর্ট বলতে কিছুই নাই । সামান্য নেম সার্ভার বদলাতে হলেও আপনার বিভাগিয় প্রকৌশলী বরাবর আবেদন করতে হবে !! তাই সকল ব্লগার দের BTCL এর এই অবাবস্থাপনা উপরে প্রতিবাদ মুলক ব্লগ লিখতে অনুরোধ করছি ।
এখন আসি হ্যাকিং এবং হ্যাকার দের প্রসঙ্গে, আমার মতে এখন থেকে টেকটিউনে হ্যাকিং সম্পর্কিত কোন টিউনই প্রকাশ করা উচিত না । এবং সবাইকে অনুরোধ করবো, হ্যাকিং সম্পর্কিত টিউন না করার জন্য । একটা ওয়েব সাইট বা পোর্টাল একজন বা কয়েক জন ডেভেলপারের কঠোর পরিশ্রমের ফসল । এক মুহূর্তেই আপনি তার ডাটাবেজ মুছে দিতে পারেন না । !! এটা কেবল একজন মানুষিক ভারসাম্যহীনের পক্ষেই শম্ভব । যাকে আমরা পাগল কিমবা ম্যানিয়াক বলতেই পারি । তাই আমরা নিশ্চয়ই চাইব না আমাদের প্রানের টেকটিউন্স একটি পাগল বানানোর কারখানা হোক ।
টেকটিউনস অনলাইনের ফেরার পরে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম থেকে আশছে অভিনন্দন । বাংলাদেসের অন্যতম প্রযুক্তি বিষয়ক পোর্টাল প্রযুক্তি.কম এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে টেকটিউনস ফ্যামিলি কে । এক প্রতিবেদনে বলাহয় "প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। পাশাপাশি প্রার্থনা করছি Techtuns (টেকটিউনস) দেশের সেরা প্রযুক্তি ব্লগ হিসেবে আজীবন এর অবস্থান ধরে রাখুক । Techtuns (টেকটিউন) পরিবারের পাসে প্রযুক্তি.কম আজীবন থাকবে । প্রতিবেদন টির লিংক ।
আপনার প্রিয় টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ্ল্ নেটওয়ার্ক! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ২ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটি! প্রাণ প্রিয় টেকটিউনসকে প্রমোট করুন, সাপোর্ট করুন আলেক্সা এবং গুগলে এর অবস্থান ফেরাতে ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় আপনার সেয়ার করা লিংকটি অনেক বড় ভুমিকা রাখতে পারে ।
আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন বন্ধ থাকায় অনেকে অনেক কথা বলেছে। কেউ বলেছে হ্যাক হয়েছিল, আবার কেউ বলেছে নেম সার্ভার গত সমস্যা। আসলে এমন কিছু হয়নি, যেটা হয়েছিল তা হল BTCL কোন নোটিশ ছাড়াই পেমেন্টের জন্য ডোমেইনটি ইনএ্যাকটিভ করে দিয়েছিল।