প্রানের টেকটিউনসের পুনঃ প্রত্যাবর্তন !! অভিনন্দন টেকটিউনস ফ্যামিলি, আর সবাইকে একটি অনুরোধ !

 জি ঠিক শুনছেন, টেকটিউনস আবার অনলাইনে লাইভ । 

টেকটিউনস যে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের কাছে কতটা জনপ্রিয় তা এই কইদিনে আবার প্রমান হয়ে গেছে। মাত্র ছয় দিনের জন্য বন্ধ ছিল প্রানের http://www.techtunes.io । আর এতেই প্রায় হৈচৈ  পরে যায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত নানা ধরনের আলোচনায় লক্ষ করা যায়। দেশীয় মিডিয়াতে সংবাদে তেমন না দেখা গেলও  বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপারটা নিয়ে ভিবিন্ন প্রতিবেদন করে।

মাত্র এই ছয়দিনের কারনে আমাদের প্রানের http://www.techtunes.io কে হারাতে হয়েছে গুগুল সার্চ রেজাল্টের ফলাফলের প্রথম পাতার অবস্থান । তবে এসইও এক্সপার্ট কিংবা বিশেষজ্ঞরা মনে করছেন এই  অবস্থান ফিরে পেতে মাত্র ২ থেকে ৩ দিন এর প্রয়োজন হবে। তবে অনেকের মতই এর একটা ভয়ানক ইফেক্ট পড়বে অ্যালেক্সা র‍্যাংকে । তাই টেকটিউনসের একজন পাঠক এবং খুদ্র ব্লগার হিসেবে শকল ব্লগার এবং পাঠকদের প্রতি আকুন অনুরোধ থাকবে সবাই বেসি বেসি করে সেয়ার করুন আপনার প্রিয় টেকটিউন্স কে । আমরা সবাই  মিলেই পারি এর পুরনো অবস্থান ফিরিয়ে দিতে ।

টেকটিউন্সের কি হইছিল এখনো আমি ক্লিয়ার না । দুটো সংবাদ সুনেছি । একটা নেম সার্ভার ইসু এবং টাইগার ম্যাট নামক কোন এক আজাইরা হ্যাকারের হ্যাকের ঘটনা । কোনটা সত্য করতিপক্ষই ভালো 
বলতে পারবে ।
১ম ব্যাপারটা যদি হয় তবে বলবোঃ আর সব ব্লগার এবং অ্যাডমিন দের উদ্দেশে অনুরধ, http://www.techtunes.io এর মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে BTCL করতিপক্ষ কেন নটিফাই করে নাই । আমার নিজের .com.bd ডোমেইন কেনার  অভিজ্ঞিতা থেকে বলছি । BTCL এর কাস্টমার সাপোর্ট বলতে কিছুই নাই । সামান্য নেম সার্ভার বদলাতে হলেও আপনার বিভাগিয় প্রকৌশলী বরাবর আবেদন করতে হবে !! তাই সকল ব্লগার দের BTCL এর এই অবাবস্থাপনা উপরে প্রতিবাদ মুলক ব্লগ লিখতে অনুরোধ করছি ।

এখন আসি হ্যাকিং এবং হ্যাকার দের প্রসঙ্গে, আমার মতে এখন থেকে টেকটিউনে হ্যাকিং সম্পর্কিত কোন টিউনই প্রকাশ করা উচিত না । এবং সবাইকে অনুরোধ করবো, হ্যাকিং সম্পর্কিত টিউন না করার  জন্য । একটা ওয়েব সাইট বা পোর্টাল একজন বা কয়েক জন ডেভেলপারের কঠোর পরিশ্রমের ফসল । এক মুহূর্তেই আপনি তার ডাটাবেজ মুছে দিতে পারেন না । !! এটা কেবল একজন মানুষিক ভারসাম্যহীনের পক্ষেই শম্ভব । যাকে আমরা পাগল কিমবা ম্যানিয়াক বলতেই পারি । তাই আমরা নিশ্চয়ই চাইব না আমাদের প্রানের টেকটিউন্স একটি পাগল বানানোর কারখানা হোক ।

টেকটিউনস অনলাইনের ফেরার পরে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম থেকে আশছে অভিনন্দন । বাংলাদেসের অন্যতম প্রযুক্তি বিষয়ক পোর্টাল প্রযুক্তি.কম এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে টেকটিউনস ফ্যামিলি কে । এক প্রতিবেদনে বলাহয় "প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। পাশাপাশি প্রার্থনা করছি Techtuns (টেকটিউনস) দেশের সেরা প্রযুক্তি ব্লগ হিসেবে আজীবন এর অবস্থান ধরে রাখুক । Techtuns (টেকটিউন) পরিবারের পাসে প্রযুক্তি.কম আজীবন থাকবে । প্রতিবেদন টির লিংক । 

আপনার প্রিয় টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ২ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটি!  প্রাণ প্রিয় টেকটিউনসকে প্রমোট করুন, সাপোর্ট করুন আলেক্সা এবং গুগলে এর অবস্থান ফেরাতে ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় আপনার সেয়ার করা লিংকটি অনেক বড় ভুমিকা রাখতে পারে ।

Level 0

আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউন বন্ধ থাকায় অনেকে অনেক কথা বলেছে। কেউ বলেছে হ্যাক হয়েছিল, আবার কেউ বলেছে নেম সার্ভার গত সমস্যা। আসলে এমন কিছু হয়নি, যেটা হয়েছিল তা হল BTCL কোন নোটিশ ছাড়াই পেমেন্টের জন্য ডোমেইনটি ইনএ্যাকটিভ করে দিয়েছিল।

আমি খুব হতাস হয়ে পড়েছিলাম!!!!!!!!! টেকটিউনস এ একদিন না ঢুকলে রাতের ঘুম হয় না । ছয় দিন বন্ধ মানে বুঝতেই পারছিলাম না কি হলো আমার প্রিয় টেকটিউনস এর। ফিরে আসার জন্য সুভ কামনা…………..

@ইমতিয়াজ,সব ই বুজলাম কিন্তু আপনে TiGERM@TE কে কোথায় পাইলেন!!!!!!! কোনো কিছু sure না হয়ে কারো ব্যাপারে মন্তব্য করা টা নিচু মানুষিকতার পরিচয় যেটা আপনের এই টিউন এ ক্লিয়ার বোঝা যায়,techtunes এ সব সময় বেসিক হ্যাকিং নিয়ে টিউন করা হয়েছে,এমন কোনো টিউন করা হয় নাই যে techtunes এর মত wordpress সাইট হ্যাক করবে,যত্ত সব আবাল মার্কা চিন্তা ধারা!!!!! আমরা ওয়েব ডেভেলপিং নিয়া থাকি so ওয়েব ডেভেলপিং এর আরেকটা বড় অংশ হলো ওয়েব সিকিউরিটি যেটা আপনের মতো পাবলিকের না জানলেও চলবে কিন্তু আমাদের জানতে হবে for competing with the developed country .we also love techtunes and we cant imagine a single day without it.টেকটিউন এর অফিসিয়াল ফেইসবুক পেজ এ গিয়া চেক করেন” সার্ভার/ডাটাবেস আপডেট এর জন্য-ই এই প্রবলেম হতে পারে” TIGERM@TE উচ্চারণ করতে যোগ্যতা লাগে। পৃথিবীর সব বিখ্যাত ওয়েব সাইট/কমিউনিটি র owner রাও এক সময় হ্যাকার,”Never disrespect TiGERM@TE,he is our proud” TiGERM@TE is not a person,TiGERM@TE is a Method.does it make sense!!!!!

    @amirhamza321: মায়ের চাইতে মাসির দরদ বেসি মনে হল আমার কাছে । আমি আমার টিউনেই লিখেছি ব্যাপারটা সিওর না, সিওর না হয়ে যে সম্ভাব্য কোন কারন লেখা যাবে না এইটা জানতাম না, আমার মনে হয় আপনি প্রযুক্তি বিষয়ক লেখা কম পরেন এবং সমালোচনাই আপনার মুল কাজ কারন আপনার প্রফাইলেও কোন টিউন দেখলাম না যেটা দেখে আসলে আমি আপনাকে একজন টিউনার ভাবতে পারি । টাইগার ম্যাট এসেছে এই লিংকএর আর্টিকেল থেকে । এবং আমি আরও কয়েকটি মাধ্যম যেমন ফেসবুকে দেখছিলাম । আর আপনি বেসিক হ্যাকিং এর কথা বললেন, আমার সমস্যা হচ্ছে হ্যাকিং শব্দটা নিয়ে আর টিউন গুলাও হয় কিভাবে করেবন ? সিখেনিন কিভাবে হাক করবেন ফেসবুক প্রফাইল ব্লা ব্লা !! কিন্তু ওয়েব সিকিউরিটি টিউটোরিয়াল নিয়ে কয়টা হয় ? অথবা এমন কয়টা টিউন আপনি দেখাতে পারবেন জার টাইটেল শিখে নিন ওয়েব সিকিউরিটির টুকিটাকি ? নাকি আপনি লিখেছেন ? অহ সরি আপনার কোন টিউন ই তো নাই টেকটিউনে 🙁 আপনি বললেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে থাকেন, আমিও শেখার চেষ্টা করছি ভাই । আপনার তো মনে হয় শেষ তাই আপনি এখন সিকিউরিটি নিয়ে কাজ করছেন যাইহোক আমি আপনার কিছু কাজ দেখে শিখতে চাচ্ছিলাম ভাইয়া রিপ্লাই কমেন্টে কিছু লিংক দিবেন আসা করছি !!

      @ইমতিয়াজ বিন আহমেদ:কথায় আছে না অল্প বিদ্যা ভয়ংকরী,আরে মিয়া greatest টিউনার কান পাইতা শোনেন,TIGERM@TE ২০১২ তে techtunes হ্যাক হইছিলো, আর আপনে যেইসব লিংক দিছেন সেগুলা ২০১২ এর.আর আপনে কত বড় মাপের টিউনার সেইটা আপনের বাংলা বানান/reply এর ধরন দেখেই বোঝা যায়.আমি টিউন করছি কি করি নাই সেইটা আমার এই id দিয়াই বের করলেন!!!!!!।উস্তাদ আপনে তো বিশাল মাপের হ্যাকার,আপনেই তো techtunes down করছিলেন মনে হয় আমার।আপনাকে হেয় করার জন্য আমি reply করি নাই,আপনার তত্ত্ব যে ভুল সেই ব্যাপার এ reply দিছি,কোনো কিছু পুরোপুরি না জেনে এবং অন্যের আর্টিকেল copy/paste করে techtuns এ টিউন করবেন না,সঠিক তথ্যের জন্য এই লিঙ্কে গিয়ে ডেস্কটপ এর
      নিচে ডান এ ক্যালেন্ডার এ গিয়ে টাইম টা দেকলেই সব পরিস্কার হবে,techtunes সত্য র জায়গা চাপা বাজির জায়গা না==>আপনের তথ্যের সাথে মিলিয়ে নিন এখানে ক্লিক করুন http://www.pchelplinebd.com/wp-content/uploads/2014/12/LSo4V.png বিস্তারিত http://www.pchelplinebd.com/archives/128071

টেকটিউনস কে ফিরে পেয়ে আনন্দিত। 🙂

আমার মনে হয়না এটা কোন হ্যাকারের কাজ, কারন আমি আই পি দিয়ে ব্রাউজ করেছিলাম, এটা ডোমেইনের সমস্যাই ছিল, যতটুকু বুঝা যায় সম্ভবত নেম সার্ভারের…

টেকটিউনস ফিরে আশাই খুশি 🙂

Wc…

jeno nijer pran fire pelam

Level New

Khub-e Valo lagche.

খুবি ভালো লাগছে আবার আগের রূপে টেকটিউনস কে পেয়ে। 🙂

we are really happy to see you again, techtunes! wish you a great future!

ভাইয়া আপনি মনে করেন কিভাবে যে এই সাইট হ্যাক হইছিলো।।ইউসি+প্রক্সি দিয়ে ঠিকই ঢুকা গেছে।।তাও আবার টাইগার ম্যাট কে নিয়ে।।আপনি তাকে কিভাবে আজ্যাইরা বলেন?? সে বাংলাদেশের গর্ভ।।সে কখনো দেশি সাইটের দিকে নজর দেয় না।।তার সম্পর্কে ভাল ভাবে জেনে নিবেন।। TIGER M@TE।।কিছু মনে করবেন না।

জানতে ইচ্ছা করছে টেকনিক্যাল সমস্যাটা ঠিক কি ছিল ?
আর নতুন কোনো ফিচার যোগ হয়েছে ?
তবে আজকের সকালটাই বদলে গেল টিটি কে ফিরে পেয়ে !!!!

টিটি ফিরছে মানে বাঙ্গালীদের টেকনোলজির প্রাণ ফিরছে।

eta thik noy “আমার মতে এখন থেকে টেকটিউনে হ্যাকিং সম্পর্কিত কোন টিউনই প্রকাশ করা উচিত না ।”
jante sokoler hobe, karon hacking sekhata proyojon nijer site hack theke bachanor jonno.
apni e bisoye na jnle apnar site hack howar somvabona besi thake.

    @সাহেব বিশ্বাস: আমার সমস্যা হচ্ছে হ্যাকিং শব্দটা নিয়ে আর টিউন গুলাও হয় কিভাবে করেবন ? সিখেনিন কিভাবে হ্যাক করবেন ফেসবুক প্রফাইল ব্লা ব্লা !! কিন্তু ওয়েব সিকিউরিটি টিউটোরিয়াল নিয়ে কয়টা হয় ? অথবা এমন কয়টা টিউন আপনি দেখাতে পারবেন জার টাইটেল শিখে নিন ওয়েব সিকিউরিটির টুকিটাকি ? ভাই নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতে পারছেন 🙂

Level 0

খুব খারাপ লেগেছে যে কয়দিন টি টি অফ ছিল। বার বার চেষ্টা করেছি দেখি ঠিক হইছে নাকি তা দেখার জন্যে। খুব ভাল লেগেছে যখন আবার টি টি তে ঢুকতে পেরেছি। প্রিয় টেকটিউনস আমরা সব সময় তোমার সাথেই থাকব।!!!

টেকটিউনস ফিরে এসেছে। খুশির ব্যাপার। ধন্যবাদ।

we are really happy.. 🙂