“ব্লগিং” নামে টেকটিউনসে নতুন বিভাগ চাই। আমরা টেকটিউনসকে বলছি।

বরাবর,

টেকটিউনস ডট কম ডট বিডি

বিশ্বের ১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক

বিষয়ঃ “ব্লগিং” নামে নতুন বিভাগ চাই।

প্রিয় টেক গুরু,

আমি টেকটিউনসের নিয়মিত পাঠক এবং টিউনার। আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে, টেকটিউনসে টেকনোলজির সকল বিভাগ থাকলেও, “ব্লগিং” টেকনোলজির বড় একটা অংশ হওয়া সত্ত্বেও-টেকটিউনসে ব্লগিং নিয়ে নতুন কোন বিভাগ নেই।

প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ টি পোস্ট হয় টেকটিউনসে ব্লগিং নিয়ে। কিন্তু এই পোস্ট গুলো কোন বিভাগে প্রকাশ করবে, এটা বুঝা যায় না।

আমি নিজেও ব্লগিং নিয়ে টিপস লিখি, কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না।

এজন্য টেকটিউনসের কাছে বিনীত নিবেদন, অন্যান্য সকল বিভাগের সাথে দিন না এই ক্ষুদ্র বিভাগটি যোগ করে।

বিনীত,

আই,টি সরদার

ব্লগিং বিভাগের দাবি নিয়ে টিউনারদের পক্ষ থেকে

বি.দ্র- আমি এভাবে লেখার জন্য দুঃখিত। যাতে সবাই এই বিষয়ে মতামত দিতে পারে, এজন্য টিউন আকারে প্রকাশ করলাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

টেকটিউনসের উত্তরের আশায় একজন নিয়মিত ব্লগার/ টিউনার।  

টিউনারাও মতামত দিতে পারেন কমেন্টের মাধ্যমে। 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম দরকার ।

ব্লগার, ওয়ার্ডপ্রেস আছে,
যেই সিস্টেমের ব্লগিং সম্পর্কে লিখবে , তার মধ্যে ঢুকিয়ে দাও

    Level 0

    @SAHEB BISWAS: হ্যাঁ ওয়ার্ডপ্রেস আছে তবে তা শুধু মাত্র একটি ব্লগকেই ইঙ্গিত করে।
    তাই আইটি সরদারের সাথে একমতপোষণ করছি।

    @SAHEB BISWAS: ব্লগিং আর ওয়ার্ডপ্রেস এক জিনিস না। ব্লগিং বিভাগ আসলেই জরুরী।

ETa dorkar.Custom rom niye O ekTa bivag cai

    @আর্জেন্টাম আহমেদ: ব্লগিং সো ইমপরটেণ্ট। yes.

ব্লগস্পট নামেরও একটা ক্যাটাগরি চাই।

সত্যিই দরকার । ব্লগার / ব্লগিং এর টিউন গুলো খুঁজে পেতে খুব অসুবিধা হয় ।

    @নীলোৎপল বেদী: টেকটিউনসের আজ কালকের মধ্যে পদক্ষেপ নেওয়া উচিৎ।

ব্লগিং নামে ক্যটাগরির প্রয়োজনীয়তা অনুভব করতেছি।