
বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় যারা পড়াশুনায় খুব বেশি আগ্রহী নয় এবং যারা লেখাপড়া ছেড়ে দিয়েছেন তাদের অনেকেই আজ আমাদের দেশের বড় বড় শিল্পপতি। প্রতিষ্ঠানিক বিদ্যা অর্জন না করেই তারা দেশ সেরা ব্যবসায়ী। আজ তারা নিজেরাই এক একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।
আমার কাছে মজার বিষয় হল। যারা লেখাপড়ায় ভাল। সৃষ্টিশীল চিন্তার অধিকারী তারাই সাধারণত প্রকৌশল বিদ্যায় পড়াশুনা করেন। কিন্তু তারা প্রকৌশলী হওয়ার আগেই চিন্তা করেন ভাল চাকুরি করার। ঐ সকল অর্ধশিক্ষিত বড় বড় শিল্পপতিদের আন্ডারে কাজ করার। প্রকৌশলীরা চান কাজ করে ঐ সকল প্রতিষ্ঠানের চাকুরির মাধ্যমে তাদের মেধা/মনন/সৃষ্টিশীল চিন্তার বিকাশ ঘটাতে।
ভাবলে অবাক লাগে, তারা শুধুই একটি ভাল চাকুরিই চান !
এগুলি হল কয়েক বছর আগের ইতিহাস।
বর্তমানে আমরা নবীন প্রকৌশলীরা একটু ভিন্ন ভাবে চিন্তা করা শুরু করছি।
যেমন ধরুন,
আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে বেশিরভাগই আছেন যারা প্রকৌশলী হিসাবে চাকুরি করছেন বা প্রকৌশল বিদ্যায় অধ্যয়নরত। তারা অনেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তাদের ওনেকেই চিন্তা করেন নিজে কিছু করার। কিছু না হলেও চাকুরির পাশাপাশি ছোট্ট কোন ব্যবসায়ী উদ্যোক্তা হওয়ার। কিন্তু কেন যেন কিছুই করা হয়ে ওঠে না !
হ্যাঁ তাদের মধ্যে আমিও একজন। নিজে কিছু করতে চাই। ছোট্ট একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাই। হতে চাই ছোট্ট একজন বস !
কিন্তু দেশ যে ভাবে সামনে চলছে এবং বড় বড় ব্যবসায়ীরা যে ভাবে সকল সেক্টরে ব্যবসা সম্প্রসারনে এগুচ্ছে তাতে আমার মত একজন তেমন কিছু করতে পারবে বলে মনে হয়না।
তাহলে করনীয় কি? স্বপ্ন ভাঙ্গার বেদনা নিয়েই বেঁচে থাকা !
না !
আমার মত ছোট্ট প্রকৌশলীরা অনেকেই একতাবদ্ধ হয়ে তাদের মেধা/মনন/সৃষ্টিশীল চিন্তার বিকাশ যদি একসাথে ঘটাতে পারি তবেই আমরা সার্থক হব। আমাদের তরুণ প্রজন্মের সব আছে শুধু টাকা নেই। আর অনেকেই একসাথে মিলে সমবায় জাতীয় কিছু করলেই টাকার সমস্যা সমাধান ! আমরা তো জানিই দশের লাঠি একের বোঝা।
ছোট্ট করে শুরু করলেই একদিন বড় হওয়া যাবে বলে আমি মনে করি।
যারা যারা আমার মত চিন্তা করছেন তারা কোন এক ছুটির দিনে আসুন না একসাথে বসে সকলে মিলে একটা আলোচনায় করি। দেখিনা একদম ছোট্ট করে কিছু শুরু করা যায় কিনা। ফেসবুক ভিত্তিক এই রকম অনেক গ্রুপ ই আজ সফলতার মুখ দেখছে।
উপরের পোস্টের আলোকে কোরবানির ঈদের পর আগ্রহী সকলেই একসাথে আলোচনায় বসার কথা ছিল।
আর তারই ধারাবাহিকতায় আগামী ৪ই নভেম্বর ২০১৪ পবিত্র আশুরা উপলক্ষে সরকারী ছুটি বিধায় সেই দিন আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচি নিম্নরূপঃ
তারিখঃ ৪ই নভেম্বর ২০১৪ ।
বারঃ মঙ্গলবার ।
সময়ঃ বিকাল ৩ঃ০০ টা ।
স্থানঃ চন্দ্রিমা উদ্যান (জিয়া উদ্যান) ।
মোবাইলঃ ০১৭২১ ০৯৯ ৮৬২ ( প্রযুক্তি বিদ )
আগ্রহী সকলেই সবান্ধবে আমন্ত্রিত।
আমি Engr.Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখাটি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ LekhaporaBD.com এ প্রকাশ করতে পারেন। তাহলে এ বিষয়ে আরো অনেকে জানার সুযোগ পাবে।