মস্তিষ্ক থেকে কষ্টের স্মৃতি মুছে দেওয়া সম্ভব!

মানুষের জীবনে কিছু বেদনাদায়ক স্মৃতি থাকে যা সারাজীবন মনের মধ্যে থেকে যায়। এসব স্মৃতি মানুষকে মাঝে-মাঝেই কাঁদায়। একেক সময় মনে হতে থাকে এমন কোনো ইরেজার যদি থাকতো যা দিয়ে এসব স্মৃতি মুছে ফেলা যেতো! এমনটা যারা ভেবেছেন সুসংবাদটা মূলত তাদের জন্যই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের একদল গবেষক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চাইলেই মানুষ তার দুঃখের, বিব্রতকর কিংবা অযাচিত কিছু স্মৃতি যা সে মনে রাখতে চায় না, তা মুছে ফেলতে পারবে। 'জেনন' নামের এক ধরনের চেতনানাশক গ্যাস ব্যবহার করে মুছে ফেলা যাবে অতীতের কিছু কষ্টের স্মৃতি। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে সফলতা পেয়েছেন তারা।

হাভারড মেডিক্যাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের গবেষক অ্যাডওয়ার্ড জি মেলোনির নেতৃত্বে এই দলটি গবেষণা চালিয়ে যাচ্ছে। মেলোনি বলেছেন, কষ্টের স্মৃতি কমিয়ে আনায় 'জেনন' গ্যাসের কার্যকারিতার প্রমাণ আমরা পেয়েছি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হতে পারে এটি।

গবেষক দলটির প্রধান জানিয়েছেন, প্রাথমিকভাবে 'জেনন' গ্যাস স্বল্প মাত্রায় ইঁদুরের ওপর প্রয়োগ করায় এরা ভয়ের স্মৃতি ভুলে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। মানুষের ক্ষেত্রে প্রয়োগের সময় তারা রোগীর অক্সিজেনের সঙ্গে 'জেনন' গ্যাস মিশিয়ে তা গ্রহণ করাবেন এবং কষ্টের স্মৃতি মনে করানোর চেষ্টা করানো হবে।

পুরনো স্মৃতি মনে করানোর সময় মস্তিষ্ক যখন স্মৃতিগুলোকে আবার নতুন স্মৃতি হিসেবে তৈরি করতে শুরু করবে তখন আবার 'জেনন' গ্যাস প্রয়োগ করে নতুনভাবে স্মৃতি তৈরির পদ্ধতিকে আটকে দেয়া হবে। এভাবেই মানুষ তার দুঃখের স্মৃতি থেকে নিস্তার পাবে।

Level 0

আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জীবন হলিউডের মুভির মত অইতে আর দেরি না ভাই।