চাঁদে মঙ্গল গ্রহে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে প্রাণের অস্তিত্ব।লক্ষ লক্ষ কোটি আলোক বর্ষ দূরের নক্ষত্র থেকে কেউ পৃথিবীতে কেউ সিগনাল পাঠাচ্ছে কি-না তা দেখতে পাঠানো হচ্ছে কোটি ডলারের স্যাটেলাইট।কিন্তু পৃথিবী নামক গ্রহের মাটিতে আজো খোঁজা হয নি।ঘরের মাটি খুড়ে এতদিন দেখা হয় নি,এর ভেতরে কী লুকিয়ে আছে?কানের পেছনে ছুটতে ছুটতে শেষে যখন দেখা যাবে কান তো কানেরই জায়গায় তখন?আর তাই তো বলি বিঙ্গানীরা এখন উশখুশ হয়ে বলতে শুরূ করেছে,মাটির নিচেই নাকি লুকিয়ে আছে প্রানি জগতের অর্ধেকের বেশী প্রান।
জন করা হয়েছে সেই মিশনের প্রধান বিঙ্গানি হলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভূ-বিঙ্গানী অ্যান্ডু ফিশার।তিনি জানালেন,এই মিশন সফল হলে তথ্যের এক আগ্নেয়গিরি চারিদিকে ফেটে পড়বে।সমুদ্রতলের গভীরে কি ঘটছে ও কারা আছে তা জানা গেলে পৃথিবীর আদি অবস্হা সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা পাওযা যাবে।২০১১ সালে আটলান্টিকের 'নর্থ পন্ড' অঞ্চলে পৌছবে মিশনটির হাই-টেক খনন জাহাজ।সেখানে একে একে ছয়টি মান মন্দির স্হাপন করা হবে।স্যাটেলাইটের মাধ্যমে ভূমিতে স্হাপিত গবেষনা কেন্দ্রের সঙ্গে যেগুলোর যোগাযোগ থাকবে।মিশনটি দক্ষিন প্রশান্ত মহাসাগরের একটি মেহনায় নিযে যাবেন যুক্তরাষ্টের রোড আইল্যান্ড ইউনিভার্সিটির সমুদ্র বিঙ্গানী স্টিভেন ডি হট।সেখানে সমুদ্র তলে সাতটি গর্ত খুড়ে পরীক্ষা করা হবে অনুজীবের লাইফ স্টাইল।ক্যাটরিনা এডওয়ার্ডের নেতৃত্বেও একটি খনন প্রকল্প শুরু করা হবে।গভীর সমুদ্রে খুড়া হবে চারটি গর্ত।সেখানে যদি বিচিত্র কোন প্রাণির দেখা মেলে তবে সেটা হতে পারে এলিয়েন ধরার উপযোক্ত রাস্তা।তত দিন আমাদের মুখ বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতেই হবে।আপনারা কি বলেন?আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon
ভাই আপনার টিউন পড়ে অনেক ভাল লাগলো। আর অপেক্ষার প্রহর গুনতে লাগলাম।