
এলিয়েন এর অস্তিত্ব নিয়ে রয়েছে অনেক বিতর্ক। দুনিয়া জুড়ে অজস্র মানুষ এলিয়েনে বিশ্বাসী আবার অবিশ্বাসীর সংখ্যাও কম নয় বরং বেশী। এলিয়েন দেখেছেন এমন দাবি অনেকেই হরহামেশা করে যাচ্ছেন। এলিয়েন এর ছবিও ইন্টারনেটে ঘাঁটলে কম পাওয়া যায় না। তবে এরিয়া-৫১ এ থাকা একটি প্রাণী যাকে এলিয়েন বলে দাবি করা হয় এর পরেই বিখ্যাত এলিয়েন সম্ভবত মেক্সিকোতে প্রাপ্ত একটি প্রাণীর দেহ। যদিও কোনটিকেই নিশ্চিত করে কিছুই বলার উপায় নেই। তবে বাইরের গ্রহে প্রাণী থাকাটা খুব বেশী অস্বাভাবিক বলে মনে হয় না অনেক বিশেষজ্ঞদের।
প্রানীটি মানুষ এবং গিরগিট প্রজাতির সংমিশ্রন। এর মাথার আকৃতি বড় থাকায়
সহজেই ধরে নেওয়া যায় বেশ বুদ্ধিমান প্রানী এটি। এছাড়াও বিজ্ঞানীরা পরীক্ষা
করে দেখতে পান যে এই প্রানীটি অক্সিজেন ছাড়া কয়েক ঘন্টা বেঁচে থাকতে সক্ষম।
পৃথিবীর বুকে এই বৈশিষ্টের কোন প্রানীর অস্তিত্ব এখন পর্যন্ত আবিস্কার করা
সম্ভব হয়নি।
রহস্যজনক ভাবে যে কৃষক এই প্রানীটির মৃত দেহ বিজ্ঞানীদের কাছে এনেছিলেন
অর্থাৎ যিনি এই প্রানীকে ধরা এবং হত্যা করার জন্য দ্বায়ি তিনি এক গাড়ি
দূর্ঘটনায় মারা যান। ঘটনার কয়েকমাস পর ঐ খামারি গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়িতে আগুন লেগে মারা যান। এলাকাবাসীর দাবি এই মৃত্যু স্বাভাবিক নয়। তার গাড়ির আগুন নেভাবাত দ্বায়িত্যে কর্তব্যরত অগ্নি
নির্বাপন ব্যাবস্থার কর্মীদের মতে তার গাড়ির আগুনের তাপমাত্রা অন্যান্য
আগুনের তাপমাত্রার তুলনায় অনেক বেশি ছিল। তাহলে কি বেঁচে যাওয়া আরেকটি
প্রানী (এলিয়েন) তার সাথির হত্যার প্রতিশোধ নিল!!!! এর কোন সঠিক উত্তর কারো
জানা নেই।
সত্যি বলতে কি এলিয়েনের বিশ্বাসযোগ্য ছবি পাওয়াটা আসলেই কঠিন। তবে এই প্রাণীটি কি আসলেই এলিয়েন কিনা তা নিয়ে অনেক বিতর্ক আছে। জে. মসসেনসহ একাধিক ইউএফও বিশেষজ্ঞ এটিকে এলিয়েন বলে রায় দিয়েছেন। আবার এটি একটি হোয়াক্স সে সম্পর্কেও অনেকেই মতামত দিয়েছেন। তাদের কথা এটি কোনো আন্ডার ডেভেলপড বানর বা কাঠবিড়ালির বাচ্চা।
ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন
টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত।
সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।
আমার সকল টিউনের আপডেট পেতে এই পেজে একটি লাইক দিয়ে আসবেন।
আমি মোহাম্মাদ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মাদ শুভ। নতুন নতুন জিনিস জানতে চাই এবং অন্যকে জানাতে চাই কিন্তু বেশি কিছুই জানি না। আমার ১৪ বছর বয়সে আমার ব্লগিং শুরু করলাম। আমার ব্লগঃ http://MuhammadShuvo.blogspot.com সময় পেলে ঘুরে আসবেন।
সুন্দর পোস্ট ভালো লাগলো ।