এমন ৫ জন মানুষ যারা হয়তো সত্যিকারের সময় ভ্রমনকারী (Time Travelers)

আপনারা হয়তো ছবিতে দেখেছেন টাইম মেশিন এর মাধমে সময়ে ভ্রমন করতে। যারা সময় ভ্রমন করে তারা সময় ভ্রমণকারী। আজ আপনাদের এমন ৫ জনকে দেখাবো যারা হয়তো সময় ভ্রমণকারী।

১. ১৯৪১ সালের সময় ভ্রমণকারী

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি তোলা হয়েছিল ১৯৪১ সালে। ক্যানাডার South Forks Bridge এর পুনঃরায় চালু করার অনুষ্ঠানের সময়। ছবিটির ডান পাশে সবুজ  চিহ্ন দেওয়া লোকটিকে  খেয়াল করে দেখুন, ১৯৪১ সালে কারো পোষাক এরকম হত না। আর তার হাতে যে ক্যামেরা রয়েছে সেটি তৎকালীন ক্যামেরার তুলনায় অনেক বেশি আধুনিক। তখনকার সময়ে এ রকম ক্যামেরা পাওয়া যেত না। এবার ছবিটির বাম দিকে কমলা গোল চিহ্নের দিকে দেখুন এটা ছিল ১৯৪১ সালের
সর্বাধুনিক ক্যামেরা। তখন এ রকম ক্যামেরাই পাওয়া যেত।
 এই হল সেই সময়ভ্রমণকারী

২. ভন হেল্টন

উপরে পাশাপাশি যে চারটি ছবি দেখছেন বাম দিক থেকে তার প্রথমটি তোলা হয় ইংল্যান্ডে ১৮৫৭ সালে, ২য়টি ১৯১৬ সালে ফ্রান্সে, ৩য়টি ১৯৪৫ সালে বার্লিনে আর সব শেষের ছবিটি তোলা হয় তৎকালীন সময়ে। চারটি ছবিতে সম্ভাব্য ব্যাক্তির নাম ভন হেল্টন (Von Helton)। তিনি নিজেই এই চারটি ছবি দিয়ে প্রমান করেন যে তিনি সত্যিকার অর্থেই একজন সময় ভ্রমণকারী। অবশ্য অনেকের ধারনা ভন হেল্টন আসলে একজন ভ্যাম্পায়ার। আর এ কারনেই তার উপর সময়ের করে প্রভাব পরে নাই। আর যদি তিনি ভ্যাম্পায়ার না হয়ে থাকেন তাহলে সত্যিকার অর্থেই তিনি একজন সময় ভ্রমণকারী।
ভন হেল্টনের আরও কিছু ছবির একটি ভিডিওঃ

৩. এন্ড্রু কার্লসেন

শেয়ার বাজার সম্পর্কে যাদের ধারনা আছে তার নিশ্চই খুব ভাল মত জানেন যে কোন শেয়ারের দাম কখন বাড়বে আর কখন কমবে তা জানা থাকলে খুব তাড়াতাড়ি বিত্তবান হয়ে যাওয়া কোন ব্যাপার না। আজ আপনাদের এরকম একজনার সাথে পরিচয় করিয়ে দিব যার নাম এন্ড্রু কার্লসেন (Andrew Carlssin)। এই এন্ড্রু কার্লসেন মাত্র ৮০০ ডলার দিয়ে বিনিয়োগ করে আমেরিকার শেয়ার বাজার Wall Street এ, আর কয়েক মাসের মধ্যে তার অর্থের পরিমান দাঁড়ায় ৩৫০,০০০,০০০ মার্কিন ডলার।
হঠাৎ করে আয় হওয়া অর্থ দৃষ্টি আকর্ষন করে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর। তারা আটক করে এন্ড্রু কার্লসেনকে। আর তাদের জেরার মুখে এন্ড্রু কার্লসেন স্বীকার করেন যে তিনি এসেছেন ২২৫৬ সাল থেকে। আর তিনি জানেন যে কোন শেয়ারের দাম বাড়বে আর কোন শেয়ারের দাম কমবে। এই কারনেই তিনি সব লাভের শেয়ার কিনে ফেলেন। সব থেকে অবাক করার বিষয় কোন কথা নেই বলা নেই একদিন তিনি উধাও হয়ে যান। কেউ আর কোন দিন তার কোন খোঁজ পায়নি। উপরের ছবিটি সে সময়ের প্রত্রিকার।
 এন্ড্রু কার্লসেন সময় ভ্রমণকারীর পুরো সংবাদ

৪. ১৯২৮ সালে মোবাইল ব্যাবহারকারী বৃদ্ধা মহিলা

১৯২৮ সালের কথা, এ সময়ের বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের সিনেমা "The Circus" এর প্রিমিয়ার চলছে। এসময় সিনেমার সামনের গেটের সামনে বানানো জিরাফের ভিডিও চিত্র তোলার সময় ধরা পরল এক বৃদ্ধা মহিলা। যিনি কিনা কানে হাত দিয়ে কথা বলছেন। দেখলে সকলেই এক বাক্যে বলবেন, "বৃদ্ধা মহিলা মোবাইলে কথা বলছেন"। একটু দাড়ান সালটা যে ১৯২৮, তখন কিন্তু মোবাইল আবিস্কার হয়নি। তাহলে কি এই বৃদ্ধা মহিলা তার সাথে ঘুড়তে আসা অন্যান্ন সময় ভ্রমনকারীর সাথে
কথা বলছেন?
১৯২৮ সালে ধারনকৃত বৃদ্ধা মহিলার ভিডিওটিঃ

৫. হ্যাকান নোকোভিষ্ট

হ্যাকান নোকোভিষ্ট (Hakan Nordqvist) একজন সাধারন ব্যাক্তি কিন্তু রাতারাতি হয়ে যান একজন বিখ্যাত ব্যাক্তি। তিনি কিন্তু এখন পর্যন্ত সময় ভ্রমন করেনি, কিন্তু তিনি দাবি করেন যে ভবিষ্যত থেকে ৭০ বছর বয়সের তিনি নিজেই এসেছিলেন তার সাথে দেখা করতে। অনেকেই বলবেন নির্ঘাত মিথ্যা বলছে। হ্যাঁ তা বলা যেত যদি না হ্যাকান নোকোভিষ্ট বুদ্ধিমানের মত একটা কাজ না করতেন। তিনি তার ফোনে দিয়ে ৭০ বছর বয়স্ক হ্যাকান নোকোভিষ্ট এর সাথে ভিডিও তোলেন, আর ভিডিওর মধ্যে তাদের দুজনার হাতেই একই ট্যাটু। এখন পর্যন্ত কেউ তার এই ভিডিওকে মিথ্যা প্রমান করতে পারেনি, আর তার সাথের ব্যাক্তিকেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাহলে কি সত্যি সত্যি এসেছিলেন ৭০ বছর বয়স্ক হ্যাকান নোকোভিষ্ট তার অতীতের হ্যাকান নোকোভিষ্ট এর সাথে দেখা করতে????????????????????????
নোকোভিষ্ট এর তোলা সেই ভিডিওটিঃ

টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত
সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন

Level 0

আমি মোহাম্মাদ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মাদ শুভ। নতুন নতুন জিনিস জানতে চাই এবং অন্যকে জানাতে চাই কিন্তু বেশি কিছুই জানি না। আমার ১৪ বছর বয়সে আমার ব্লগিং শুরু করলাম। আমার ব্লগঃ http://MuhammadShuvo.blogspot.com সময় পেলে ঘুরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

অদ্ভুদ!!!! ভালো লাগলো।

Level 0

অবাক করা তথ্য! Thanks.

    @hasanr769: হ্যাঁ আমিও কিছুটা অবাক হয়েছিলাম। আপনার টিউমেন্ট এর জন্য ধন্যবাদ।

Level 0

amar dekha sera tune. thank you so much vai. khub khusi holam apnar tune ta pora

    @neel333: বেশি বেশি লাইক ও শেয়ার করুন যাতে সবাই জানার সুযোগ পায়। নিয়মিত আমার টিউন পড়তে থাকুন আশা করি এমন সেরা টিউনই আপনাদের উপহার দিতে পারবো।

অনেক দিন পর একটি টিউন পড়ে ভাল লাগলো। অসাধারণ!

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাইয়া আপনাকে ধন্যবাদ। আশা করি নিয়মিত এমন সুন্দর টিউন আপনাকে উপহার দিতে পারবো।

Level 0

আপনার টিউনটি পড়ে অনেক নতুন এবং অবাক করার মত তথ্য জানতে পারলাম 🙂 সত্যিই চমৎকার তথ্য শেয়ার করেছেন (y)

    @Miraj Khan: আপনি নতুন কিছু জানতে পেরেছেন শুনে খুশি হলাম। নিয়মিত আমার টিউন পড়তে থাকুন আশা করি এর চাইতেও ভাল টিউন দিতে পারবো। ধন্যবাদ।

মজার জিনিষ। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

Level 0

১৯২৮ সালের ছবিতে মহিলাটি মোবাইল ব্যবহার করছে। কিন্তু মোবাইল না হয় ২০১৪ সালের মিরপুরের কোন মার্কেট থেকে নিয়ে গেছে। কিন্তু মোবাইলে কথা বলার জন্য যে নেটওয়ার্ক দরকার এবং তার জন্য যে নেটওয়ার্ক টাওয়ার দরকার তাও কি সে পকেটে করে নিয়েছিল!!! আর মোবইল দিয়ে কার সাথেইবা সে কথা বলছিল !!

    @Rasel:
    আপনার সাথে আমি একমত ! আপনার কথাই জুক্তি আছে…
    টিউনার আমাদের এইটা ক্লিয়ার করে দিবেন আশা করি…

    @Rasel: আশা করি টিউনটা পড়ে মজা পেয়েছেন। টিউন করার আগে আমিও এ কথা ভেবেছিলাম। আমিও আপনার সাথে একমত।

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। ভনহেল্টনের ১৮৫৭ সালের ছবিটার সাথে বর্তমানের ছবিটার “কান” এর অমিল লক্ষ্যনীয়। বাকিগুলার বিষয়টা আসলেই অদ্ভুত

    @সাব্বির: ভাইয়া এত যুক্তি দিতে আমি কিছু প্রমাণ করতে চাই না আমার ভাল লেগেছিল তাই শেয়ার করলাম। পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

অনেক দিন পর সত্যিকারের একটা মজার টিউন পড়লাম। ধন্যবাদ।

    @Naiem: ধন্যবাদ। আশা করি প্রতিদিনই এমন মজার টিউন আপনাকে উপহার দিয়ে পারবো।

অবাক হয়ে গেলাম! সত্যিই কি এটা করা সম্ভব..?

    @ratjaga pakhi: সম্ভব কিংবা সম্ভব না এটা আমি জানি না আমার ভাল লেগেছিল তাই সবার সাথে শেয়ার করলাম।

    @অর্পন দাস: এমন আরও চরম পোষ্ট পড়তে আমার ব্লগে ঘুরে আসেন। ধন্যবাদ।

Really astonishing.

    @Eternal Explorer: ধন্যবাদ। এমন আরও পোষ্ট পড়তে আমার ব্লগে ঘুরে আসেন।

Level 0

Interseting!!!!!!!!!!!

এরকম যদি সত্যি কিছু তাহলে আমেরিকা সবার আগে প্রচার করে বেড়াতো আর বিজ্ঞানীরার তা প্রমানের চেষ্টা করতো। ছোট বেলাতে ভূত প্রেতের গল্প শুনলে যেমন অনুভূতি হতো এখনও তেমন হলো।
যাই হোক ভাল হয়েছে।

পৃথিবী তে কি সত্যিই কোন Time Machine আবিষ্কৃত হয়েছিল ?????

হুম আসলেই সত্যি হতে পারে। কারন পৃথিবীতে সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব তাই হইত সময় কেও নিয়ন্ত্রণ করা যেতে পারে । তবে ব্যাপার টা তে আমার অনেক আগ্রহ ।

    @Ashikur Rahman Ashik: আপনার কথায় যুক্তি আছে।

      @মোহাম্মাদ শুভ: তথ্য গুলো কই পাইসেন ভাইয়া

        @Ashikur Rahman Ashik: ইন্টারনেটের বিভিন্ন ইংলিশ সাইট থেকে সংগ্রহ করে একসাথে করে বাংলাতে অনুবাদ করে পোষ্ট করেছি।

রাসেল ভাই কে বলসি, যারা টাইম মেশিনে চলতে পারে তাদের মোবাইল চালাতে নেটওয়ার্ক টাওয়ার লাগেনা

Level 0

টাইম মেশিন কোন দিনই আবিষ্কার হবেনা। কারণ হাজার চেষ্টা করলেও গত সময়কে ফেরত আনা সম্ভব নয়। ১ সেকেন্ড আগে যে ঘটনা ঘটেছে তাকে কিভাবে ফেরত আনা সম্ভব, মহাবিশ্ব কি ভিডিও টেপ যে রিউন্ড করবেন।

    @mahmud.tsc: টাইম মেশিন আবিষ্কার হবে কিংবা হবে না সেটা আপনিও জানেন না আমিও জানি না আর অসম্ভব বলে কিছুই নেই।

Level 0

টাইম মেশিন আবিষ্কার হতে পারে তবে সেটা হতে পারে ভ্যাচুয়াল, যেমন ধরুন আমরা আমাদের জীবনের অতীতের অনেক কিছুই এমনিতেই মনে করতে পারি আনেক কিছু কষ্ট করে মনে করতে পারি হয়ত এমন হতে পারে আপনি সেই মেশিনের সাহায্যে আপনার পূর্বের সকল সৃতি মনে আসবে অতীতে ফিরে যেতে পারবেন সবই ভ্যাচুয়াল, সপ্নের মত …………… কিন্তু সবাই যে ভাবে টাইমমেশিনকে বর্ণনা করে সেটা অসম্ভব।

    @mahmud.tsc: হ্যাঁ, হতে পারে। কিন্তু আসল টাইম মেশিন আবিষ্কার হলেও কেমন হবে সেটা কেমন হবে সেটা সঠিক ভাবে বলা সম্ভব নয়।