
কম্পিউটারের গতি নিয়ে অনেকে চিন্তিত। কিভাবে কম্পিউটারের গতি বাড়ানো যায় এই চিন্তায় সারা দিন পার হয়ে যায়। এত কিছুর মাঝেও আশার কথা হল হীরাই নাকি পারে কম্পিউটারের গতি বাড়াতে এমনটাই দাবি করেছেন সারা বিশ্বের গবেষকরা। তারা তৈরি করছেন নতুন স্পিনট্রনিকস(spintronics)যার দ্বারা কম্পিউটার আরো দ্রুত ও শক্তিশালী হবে।
জানা যায়, হিরার তার মাত্র ৪ মাইক্রোমিটার লম্বা ও ২০০ ন্যানোমিটার চওড়া।
গবেষক প্রধান ক্রিস হ্যামেল জানিয়েছেন, হিরা স্বচ্ছ, বিদ্যুৎ পরিবাহী, প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানানসই, অ্যাসিড প্রতিরোধকারী, বিদ্যুৎ পরিবহনের সময়ে গরম হয়ে ওঠে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
এছাড়া হীরার ইলেকট্রনের ঘূর্ণনও বদলানো যায়। গবেষক ক্রিস হ্যামেল একটি ম্যাগনেটিক‘রেসোনেন্স মাইক্রোস্কোপে’ একটি ছোট্ট হীরার টুকরো রেখে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পরিবর্তন করে পরীক্ষা করেছেন।
সৌজন্যেঃ রেডিও কথা
আমি rknamhin_cool। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হীরা যে বিদ্যুৎ পরিবাহী এই কথা প্রথম শুনলাম…………..