আপনাদের বিভিন্ন আলোচনা-সমালোচনার পর আমার এম.এল.এম.এর উপর কিছু কথা (২য় পর্ব) প্রকাশ করলাম। সময় না থাকার কারনে লেখার পরিবর্তে ছবি সংযুক্ত করা হলো, যা থেকে আপনারা এই বিজনেস এবং ডেসটিনি সম্পর্কে স্বচ্ছ ধারনা নিতে পারবে। (যদি চান) কেননা কেউ কাউকে শিখাতে পারে না, কেউ কারো কাছ থেকে কিছু শিখতে পারে। সুতরাং আগে ভালো ভাবে লেখাগুলো পড়েন এবং বুঝার চেষ্টা করেন। আর কিছু লেখলাম না আপনারা নিজেই দেখুন




আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আউয়াল ভাইয়ের কথায় আমি একমত। বড় বড় মন্ত্রিরা ছাড়াও আরও অনেক মান্যগন্য লোকেরা এদেরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করে এবং তাদের কার্যক্রমকে সাধুবাদ জানায়। আমি একটি ভিডিও অনুষ্ঠান দেখেছিলাম তাতে ঢাকার সাবেক ভিসি উপস্থিত ছিলেন এবং তাদের কার্যক্রমকে সাধুবাদ জানালেন। তাছাড়া আমাদের রাজশাহীতে দেখলাম বনানী হলসহ প্রায় ৫৬ শতাংশ জমি কিনে নেওয়া হয়েছে এই সেখানে ডেসটিনির সাইনবোর্ড লাগানো আছে, এখানে নাকি ২৫ তলা বিল্ডিং হবে এবং তা ভাংগা ভাংগী শুরু হয়েগেছে। আচ্ছা ভাই কেউ কি কারো জায়াগায় এমন সাইনবোর্ড লাগাতে দিবে। এছাড়াও আউয়াল ভাই দুর্ণীতি দমন কমিশনের কথা বলেছেন। আউয়াল ভাই আপনাকে একা তথ্য দেয় আমি শুনেছি ডেসটিনির যার ডিস্টিবিউটার তারা নাকি তাদের কমিশন উত্তোলনের সময় সরকারকে তাদের আয়ের কর বা ভ্যাট সাথে সাথে কোম্পানী থেকেই কেটে নিয়ে সরকারের কোষাগারে জামা হয়। তাই যদি হয় তবে সামরিক বাহিনী কেন ওর চেয়েও বড় বাহিনী বা কমিশনও তাদের দুর্ণীতিবাজ প্রমাণ করতে পারবে না। যার প্রমাণও পাওয়া গেছে ডেসটিনির কোন উর্ধ্বতন কর্মকর্তা বা এক্সিকিউটিভ দূর্ণীতি দমন কমিশনের তালিকায় ছিলনা।
সোহেল says:
২৩ জুন, ২০১০ at 8:50 অপরাহ্ন
সময় কম থাকার জন্য সকল মন্তব্যের জবাব দিতে পারিনি। তবে কর্ণেল ভাই আপনাকে ধন্যবাদ। আপনি যে বই এর রেফারেন্স দিয়েছেন তা পড়লাম। তবে একটা জিনিস যিনি বইটার লেখক তিনি কতটা এম.এল.এম বিষয়ে অভিজ্ঞ তা আমি জানি না। তবে তার ৮ পৃষ্টার একটি তথ্যসম্বলিত বই পড়ে এম.এল.এম. বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নেওয়া যায় না একথা আমি নিসন্ধে বলতে পারি। কেননা এই বিষয়ে খুব ভাল ভাল লেখকের বই বাজারে এবং নেট ঘেটে পাওয়া যাবে। আমি তাকে তা পড়ার জন্য অনুরোধ করবো। এতে তার জ্ঞান পিপাসু মনে আর একটু জ্ঞানে সঞ্চার ঘটবে। কেননা অল্প জেনে মুদির দোকানের জন্য সফটওয়্যার তৈরী করা যায় কিন্তু এম.এল.এম বিষয়ে শিক্ষা গ্রহণ করা যায় না। একটি উদাহরণ দেই অনেকেই বলে আরে ভাই আপনার চেয়ে কম জানি নাকি যান্তে যান্তে মাথার চুল পাকায়া ফেললাম, আমি বলি ভাই আমিতো ভেড়ার গায়ের লোমও দেখি সবই সাদা। তাই বলেকি আমি ভেড়াকে জ্ঞানী বলবো। ভাই জানার জন্য চুল পাকানো লাগে না। জানার জন্য পড়াশুনা করা লাগে। তাই কর্নেল ভাইকে বলবো পড়েন পড়েন আর পড়েন। আর আপনার রেফারেন্সের বইয়ের লেখক লেখার শেষে বলেছেন কেউ পারলে তাকে যেন বুঝায়। আরে ভাই কেউ না বুঝলে তাকে কে বুঝা, ঐ গাইরোস্থের বাকার বল ছেড়ে দেবার মত উপায়। সবার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারনে উত্তর দিতে পারলাম না। টেকটিউনসে এই লেখা নাকি নীতি বহিরভুত তাতে আমি একমত হতে পারলাম না। কেননা কম্পিউটার আর মোবাইলকেই প্রযুক্তি বলে না। ব্যবসাও প্রযুক্তিরই একটি অংশ বা একথাও বলা যায় ব্যবসাকে কেন্দ্র করেই সকল প্রকার প্রযুক্তির উদ্ভব। তাই আমি বলবো এটি অবশ্যই টেকটিউনস এ প্রকাশ করার বিষয় হতে পারে। তাছাড়া এর পাঠক সংখ্যাও কম নয়। অনেকেই এই তথ্য গুলো পড়েছে এবং কেউ কেউ এর ভাল দিক গুলোর কথাও তুলে ধরেছে। ফাইম রেজা ভাই এর তথ্য নির্ভর মন্তব্য তাই প্রমাণ করে। তাই তাদের অনুপ্রেরণায় খুব শিঘ্রই আমার দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে। আশা করবো সেটাও পড়ে দেখবেন এবং তা থেকে কিছুটা হলেও এব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন।
——————————————————————————————————————————————
আমি এমএলএম এর সম্পর্কে আমার ভালই জ্ঞান আছে।বাইরের অনেক দেশেই এমএলএম খুবই জনপ্রিয় এবং অই কোম্পানিগুলা ও ভুয়া না। কিন্তু ডেস্টিনি পুরা ১০০% ভুয়া।
ফাইম রেজা ভাই এর তথ্য গুলা কেন দিলেন তা আপনি আরেকবার দেখলে বুজতে পারবেন। 😉
ভাই মতামত প্রকাশের অধিকার সবারই আছে। আপনি আপনার লিখার মাধ্যমে তা প্রকাশ করেছেন।আর যাদের ভালো লাগেনি তারাও তাদের মতামত ও প্রতি উত্তর এর মাধ্যমে প্রকাশ করেছেন।
ভাই সোহেল আপনার কাছে জানতে চাই এটা কিরকম ব্যবসা যার মাধ্যমে ২৭০০ টাকার পন্য ৬০০০ টাকা বিক্রয় করা হয়? ৫০% এর চেয় বেশি লাভ…….
কালো বাজারী ব্যবসায়ীরা পন্য মজুদ রেখে পন্যর দাম বেশি হলে বিক্রয় করে। তাহলে আপনাদের আর তাদের মধে পার্থক্য কি?
কোন ভালো ব্যবসায় কি এত টাকা মুনাফা করা যায়? এই ব্যবসায় অনেকটা মাছের তেল দিয়ে মাছ ভাজার মত।
ব্যবসায় ধর্ম হচ্ছে লাভ এবং লোকসান…. কিন্তু এই ব্যবসায় কোন লোকসান নাই হা হা হা…….তাহলে এটাকি ব্যবসায় বলা যায়?
আপনার কাছে এর কোন উত্তর আছে কি?
এই টিউন নিয়ে আমি কছু বলব না কিন্তু আমি অভাক হচ্ছি কর্তৃপক্ষের চুপ থাকা দেখে,এত এত প্রতিবাদ হইতেছে এই টিউনের বিপক্ষে এমনকি অনেকে বাস্তব অভিজ্ঞতা থেকে এর প্রতিবাদ করতেছে তার পরও এই টিউন গুলা কেমনে ডিলেট না হয়ে থেকে যাচ্ছে আমার সত্যি অভাক লাগে।
আমি কি সন্দেহ করতে পারিনা আমাদের প্রিয় টেকটিউন্স কর্তৃপক্ষ নিরবতা প্রদর্শন করে এটাই প্রমান করছে যে উনারা এই ব্যপারটা সমর্থন করেন না হয় উনারাও ইহার সাথে জরিত আছেন।আশা করি উনারা এর ব্যখ্যা দিবেন।
যদিও মনে করি কোম্পানিটা ভাল কিন্তু ব্যবসার উদ্যেশে এই ধরনের টিউন কি টেকটিউন্সের নীতি বহির্ভুত না?আর শুধু এই কারনেও টিউন্টি ডিলেট করা যেতে পারে বলে মনে করি।আর যদি তাই না হয় তাহলে এই ধরনের টিউন ধারা বাহিক ভাবে চলতে থাকবে আর (টিউনার নিজেইতো পর্ব আকারে কাজটা শুরু করেছেন) এতে করে টেকটিউন্সের মান নিম্ন মুখি হবে এবং আমরা কিছু দিন যাবত দেখছি টেকটিউন্সে ভাল মানের টিউনের সংখ্যা কমে গেছে।
তাই বলব এই ভাবে চলতে থাকলে টেকটিউন্সের মান নিম্নমুখি হতে বাধ্য যা আমাদের কারো জন্যই শুভ হবেনা তাই আমি অতি দ্রুত এই ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
যে ভাবে যে রকম তার চিন্তা শক্তি সেই রকম।চিরন্তন সত্য কথা।
তাই ভাবনা টাকেই পাল্টাতে হবে।
শুধু স্বপ্ন দিয়ে নয় কর্ম দিয়ে ক্যারিয়ারটা গরতে হবে।
ebiznas.com ডেসটেনির তুলনায় অনেক উচু মানের ইনন্টারন্যাসনাল এমএলএম সিস্টেম ছিল। তাই প্রতারকও উচু মানের।
ডেসটেনির স্বপ্ন ebiznas.com এর মত একদিন বড় মানের প্রতারক হবে।
আপনাদের দোষ কি স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আপনাদের মাথা নস্ট করে ফেলেছে।
অনেকের বুঝ আসলেও ভাবে ডুকে যখন পরেছি টাকাটা উঠিয়ে নেই, কিন্তু তাতে আবার কেউ…
ভাই আসলে সত্যিই কথাটা হচ্ছে, ডেসটিনি যদি ধোকাবাজ়ি করে কোটি কোটি টাকা সরকারের সামনে দিয়ে নিয়ে যায়, তাহলে তো আমার আপনার মত সাধারন লোকদের করার কিছুই নাই। বাংলাদেশে তো অনেক ধরনের কমিশন আছে তাহারা তো কিছুই বলে না।তাহলে আমার মতে তাহার সঠিক পথে আছে।আমি কিন্তু ডেসটিনির কিছুই না।এক প্রবাশী
বাংগালি। পত্রিকার মাধ্যমেই দেশ সম্প্ররকে কিছু জানি।
অনেকে বলছে টিউনটা ডিলেট করতে, কিন্তু আমার মতে টিউনটা করায় ভাল হয়েছে।
ইদানিং টেকটিউনসে প্রচুর নতুন ID দেখা যাচ্ছে তারা এখানে এসেছে উপকৃত হতে কিছু শিখতে। নিজেকে রক্ষা করার শিখাই বড় শিক্ষা।
এই আলোচনায় যারা ডেসটেনির প্রতারনা সম্পর্কে জানত না তারাও জানতে পারছে।
সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
তার মানে টেকটিউনস মানব কল্যানের কাজে লাগছে। ফোরামের উদ্দেশ্যইতো শেয়ার করা।
আমাদের যাদের এ বিষয়ে অভিজ্ঞতা ছিল তা শেয়ার করেছি।
এমন কি যারা ডেসটনির সাথে জরিত তাদেরও নতুন করে ভাবতে শিখাচ্ছে।
যারা জরিত তারা আমাদের পর কেউ না, কেউ প্রতিবেশি কেউ বন্ধু কেউ ক্লাস মেট কেউ আবার আত্মিয়। তাই তাদের মুক্তি কামনা করি।
আমি জরিত ছিলাম তাই জানি ওয়াস করা মাথায় সহজে কিছু ডুকান যায় না।
সবচেয়ে বড় ব্যাপার হল অনেকেই কিন্তু লোক জয়েন্ট করাতে ব্যর্থ হয়।
তারা আজ টাকা পাচ্ছে তাই ভাবে তারা সঠিক কিন্তু গানিতিক হিসেব করে কি দেখেছে কখনও যে 1×2=2, 2×2=4, 4×4=8, …….512×2=1024 এভাবে এক সময়ে বিশাল সংখ্যার জনগন খেলাটা তখন এক সমায়ে হবে। আমি বলি 262144 জন লোকের টাকা উঠাতে কতজন লোক লাগবে এদেশের জনসংখ্যায় না হলে কি কোন ব্যবস্থা আছে। এক সময়ে বিশাল আকারের লোক প্রতারিত হবে কেননা তাদের জয়েন্ট করানোর মত দেশে লোক থাকবে না।
বিষয়টা একটু ভেবে দেখবেন এতটুকু গানিতিক হিসেব বোঝার ক্ষমতা নিশ্চয়ই সবার আছে।
আসুন দেশটাকে ভালবাসি শুধু মুখে না বলে প্রতারকদের হাত থেকে জনগনকে বাচাই।
মাল্টিলেভেল মার্কেটিং প্রতারণা নিয়ে একটি পিডিএফ সংকলন
এমএলএম ব্যবসায়ীদের চাতূর্যপূর্ণ কথায় ভুলে লাখ লাখ তরুণ নিজেদের সর্বনাশ ডেকে আনছে। আমার মনে হয়, এটা শুধুমাত্র যথার্থ তথ্যের অভাবে। গত কয়েকদিনে এ সম্পর্কিত কয়েকটি ভালো লেখা এসেছে ব্লগে। কিন্তু ইউনিকোডের সমস্যা হচ্ছে, ব্লগের বাইরের অনেকেই সামান্য ফন্ট জটিলতার কারণে লেখা পড়তে ব্যর্থ হন। তাদের জন্য আমি একটি পিডিএফ তৈরি করলাম এখন। যা ইমেইলেও স্বচ্ছন্দে বিতরণ করা যাবে।
ব্লগার হিসেবে আমরা রক্তচোষা এমএলএম ব্যবসায়ীদের তেমন ক্ষতি হয়তো করতে পারবো না, তবে এমএলএম সম্পর্কে কিছু তথ্য মানুষের কাছে তুলে ধরতে পারি, ফোরাম থেকে ফোরামে, ইমেইল থেকে ইমেইলে ছড়িয়ে দিতে পারি।
–ফিফা