চিটার কাকে বলে? কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা । কি ভাই শুধু আমি না আপনিও পরতে পারেন এদের পাল্লাই!!

আমরা বাঙালী ত সেধে দিলে নিতে চাই না । তাই এইসব সতর্কমূলক টিউন এ ভিউ ও কম হয়। কিন্তু যখন ফান্দে পরবেন তখনি বগার মত কাঁদবেন।

চিটার কি এটা  আমার মনে হয় এমন কেউ নেই যে চিটার মানে কি জানে না । কারন আজকের পৃথিবীতে ৮৫% মানুষই চিটারই করে না হয় চিটারি খাই।

তারপরও প্রশ্ন এর সাথে মিল রেখে উত্তর তো দিতে হবে ( শিক্ষক উত্তর জানে বলে পরীক্ষার খাতাই লিখে আসবেন স্যার উত্তর তো আপনি জানেন 😛 , তাহলে কি ঐ স্যার আপনাকে মার্ক দিবে ?)

উঃ আপনি একজন এর কাছ থেকে কিছু নিবার জন্য কিছু দিলেন কিন্তু দিবার পর ঐ ব্যক্তি আপনাকে সে জিনিস দিল না সেটা চিটারি বলে।

--------------------------------------------------------------

     [ আমি অনলাইন এর ডলার চিটার এর কথা বলব ]

-------------------------------------------------------------

কেন বলব, কারণ নেট এ যদি আমরা এমন দেখি আয় করুন , ইনকাম করুন ইন্টারনেট থেকে  তাহলে তো আমাদের আর মাথাই কাজ করে না।
একটা কথা বলি ভাই আয় করা এত সহজ নয় সেটা হক ইন্টারনেট বা তার বাইরে।
এখন আপনার ইন্টারনেট থেকে আয় করতে বা কিছু করতে হলে প্রথম যেটা লাগে সেটা হল ডলার । আজকাল ফেসবুক এ অনেক পেজ আছে যেখানে ডলার সেল বা বাই করা হয় । বাংলাদেশ এ এমন মানুষ এর সংখ্যা খুব কম যারা ইন্টারনেট চালান কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই । অতএব আপনার যখন ডলার দরকার হবে তখন আপনি হয়তবা ফেসবুক এর এসব পেজ এ ডলার খুজবেন । ডলার খুজবেন কিনবেন এতে আমার কোন ক্ষতি নেই । কিন্তু যখন ডলার কিনতে গিয়ে চিটারি খাবেন তখন অব্যশই আমার ক্ষতি নাহলেও আপনার যে কত খানি ফাটবে সেটা আপনি নিজেই জানেন 😛
আসুন যেন এমন চিটারি না খান তার কিছু সমাধান নিন ( ইচ্ছা হলে ) ঃ
আমি এখানে একটা ফেসবুক এর পেজ এর এক মহান মানুষ এর একটা ডলার সেল করার বিজ্ঞাপন দেখালাম।

এনি মামুন আহমেদ আপনি তার একটা জিনিস দেখুন তিনি বলছেন তার Urgent ডলার গুলো সেল করা দরকার ।


কিন্তু নিছে দেখুন তার ডলার এর পরিমান ১১০০$ ৬০০$ ১০০০$=২৭০০$ :O এখন আপনি বলুন একটা মানুশ এর যদি এত ডলার থাকে তাহলে তার অব্যশই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেখান থেকে সে খুব সহজে ডলার থেকে টাকা তুলতে পারে আচ্ছা মানলান তার কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই তার মানে এই নয় যে তার আশেপাশে বিন্ধু বা অন্য দের ত আছে নাকি? এখন আপনি বলতে পারেন সে কেন অন্য দের অ্যাকাউন্ট এ টাকা তুলবে , আরে ভাই সেতো বলেছে তার আর্জেন্ট সেল করতে হবে । আর Payonner এর মাস্টার কার্ড থাকতে তার ১১০০$ তুলতে কষ্ট হয়?? আসলে ভাই সে ডলার সেল করবে না সে বিনা কষ্টে আপনার টাকা গুলো চিটারি করতে ফাঁদ পেতে রেখেছে ।
তার ফেসবুক আইডি এইটা fb.me/tipu.ahmed.3914আশা করি দূরে থাকবেন ।
এবার আসি আমাদের তানভীর আহমেদ এর কাছে


দেখুন এই ভাই লিখেছে সে ৩০০$+৪০০$+৫৫০$+৫৭০$= ১৮২০$
তার ফেসবুক আইডি এইটা facebook.com/profile.php?id=10000667821983 আশা করি দূরে থাকবেন ।

এবার আসি আরমিন খান এর কাছে


আমার নোটিফিকেশান এ পতিদিন কম করে ১০ টার বেশি নোটিফিকেশান আসে আরমিন খান ৫+ গ্রুপ এ পোস্ট করেছে ডলার সেল বাই তার মানে পতি দিন সে ২০+ টি পোস্ট করে ফেসবুক এ ডলার সেল এর বিজ্ঞাপন ।
আমি একদিন তার সাথে চ্যাট করছি বললাম ভাই আমার কিছু ডলার দরকার দিতে পারবেন সে বলল কেন নয় ।
আমি সব কিছু ঠিক করে বললাম আপনি ডলার দিন আমি টাকা দিচ্ছি  । সে তো এক কথাই বলে দিল টাকা য়াগে না দিলে সে ডলার দিবে না । আমি তাকে বললাম কেন ভাইয়া সে বলল সে আমাকে চেনে না তাই । আমি বাই বলে চ্যাট শেষ করলাম । কিছু দিন পর তাকে বললাম ভাইয়া আমি কিছু ডলার সেল করব যেহেতু সে বলেছে সে ডলার সেল করে আবার বাই করে।
আমি বললাম টাকা কিন্তু আপনাকে আগে পাঠাতে হবে সে তো  এক কথাই বলল পারবে না কারন সে আমাকে চেনে না ,
এবার তাহলে বুঝুন আমি যখন ডলার কিনব তখন আমাকে আগে টাকা দিতে হবে কিন্তু আমি যখন ডলার সেল করবো তখনও আগে আমার ডলার দিতে হবে । আপনারই বুঝুন
তার ফেসবুক আইডি এইটা fb.me/amie.akaki.3 আশা করি দূরে থাকবেন ।

----------------------------------------------------------------------------------------
এরকম আর মানুষ আছে যাদের কাছ থেকে দূরে থাকলে আপনারই ভাল হবে ।
fb.me/mashud.ramun
fa.me/aafx06
fb.me/znkll
fb.me/amirul.nayan

এসব চিটারদের এইরকম করা উচিত

--------------------------------------------------------------------------------------------

Onlinerecharge24.com থেকে ১০০ হাত দূরে থাকুন ডলার দিবেন বলবে ৩০ মিনিট এর ভিতর টাকা পেয়ে যাবেন হা হা ৩০ মিনিট যে কত মাসে হয় সেটা তারাই জানেন আর যে ডলার দিয়েছে সেই জানবেন কখন তাদের ফোন এ পাবেন না ।
Ekashbd.com থেকে ৫০০ হাত দূরে থাকুন অনেক কে চিটারি করেছে ফেসবুক এ দেখতে পারেন ।

এর পর যে কথা গুলো আপনি বলবেন
তাদের সাথে আপনি ফেস টু ফেস করলে তো প্রবলেম নেই । আরে ভাই এদের কি আপনার ভাই লাগে?? আপনি যে ফেস টু ফেস করবেন তখন আপনার কাছে যে নগদ টাকা থাকবে সে টা কত টা রিস্ক সেটা আপনি একবার ভেবে দেখুন ।
আমি বলছি না সবাই চিটার কিছু মানুষ আছে যারা দরকার হয়ে ডলার সেল করে ।
আপনার কাছে চিটার দের লিস্ট জানা থাকলে কমেন্ট করুন ।

---------------------------------------------------------------

সমাধান

-------------------------------------------------------------

১. যত টা পারুন নিজের দের ভিতর লেনদেন করবার চেষ্টা করুন ।
২. এমন লোককে ডলার বা টাকা দিন যাকে আপনি চিটারি করলেও তাকে ধরতে পারেন ।
৩. ফেস টু ফেস করার সময় একা জাবেন না ।

ওহ হ্যাঁ শুধু যে যারা ডলার সেল করে তারাই চিটারি করে তা নয়, যারা বাই করে তারাও চিটারি করে তাই সাবধান ।

আপনার মতামত দিবেন

আসুন আমরা নিজে চিটারি করা বাদ দিই ।

টাকা বা ডলার  আয় করা যে কত কষ্ট সেটা শুধু যে করে সে যানে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি এসব ব্যবসা থেকে দূরে থাকব ।

Level 0

আমি রনি মনে হয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx. ekbatr amar theke 4000 tk niye chilo ek chitar 🙁

আমি ekash.com এ ২৩০০ তাকা দিছিলাম PayPal এ ৩০ USD নেয়ার জন্য আর ফোন দরে না । 😡

    @সার্ভারবিডি টেকনোলজি: ভাইয়া তাদের সাইট দেখলেই বোঝা যাই তারা চিটার । এছারাও তারা অনেক এর কাছ থেকে ডলার ও টাকা মেরেছে