উল্কা বৃষ্টি পর্যবেক্ষন ক্যাম্প (১৭ -ই নভেম্বর, ২০১৩)

বিসমিল্লাহীর রাহমানির রাহীম কেমন আছেন সবাই, আশা করি ভাল ।রাতের আকাশের জ্বলমলে নক্ষত্ররাজি কার না মন কাড়ে। উৎসুক মানব মন হয়তো আবার খুব কাছ থেকে এইসব আলোর দলকে দেখতেও চেয়েছে। দেখতে চেয়েছে আসলেই কি চাঁদের মা বুড়ি বসে বসে চরকি কাটছে চাঁদের মাটিতে কোনো এক কুড়েঘরে। আমাদের মনের সেই সুপ্ত বাসনাকেই বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ করে যাওয়া এমনই একদল তরুনদের কথা বলব আজ । বাংলাদেশ ওপেন সাইন্স অরগানাইজেশন গ্রুপের সদস্যদের বয়স ১৬ থেকে ১৮ । অথচ বিজ্ঞানকে সকলের কাছে জনপ্রিয় করার লক্ষে কাজ করে যাচ্ছে ।

১৭ নভেম্বর রাত ১১টা থেকে ভোর ৪
টা পর্যন্ত বালাদেশের আকাশ থেকে লিওনিড মিটিওর
সাওয়ারা বা সিংহ মন্ডলিও উল্কা বৃষ্টি দেখা যাবে।
আকাশের উত্তর পূর্ব দিকে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের
মাঝামাঝি স্থানে সিংহ মন্ডলে এই
উল্কা বৃষ্টি সংগঠিত হবে। রাত ২.৫৫ মিনিটে দিগন্ত
থেকে কিছু উপরে এই মন্ডল অবস্থান করবে। তবে এই
সময় আকাশে পূর্ণ চাঁদ থাকবে । এর ফলে শুধু বড় বড়
উল্কা বর্ষণ ই চোখে পড়বে, ছোট গুলো নয়। চাঁদের
বিপরীত দিকে এই উল্কা বৃষ্টি সংগঠিত
হবে এবং খালি চোখেই দেখা যাবে।
বাংলাদেশ ওপেন সাইন্স অর্গানাইজেশন এবং আজাদ
টেকনোলজির উদ্দোগে টেলিস্কাপ দিয়ে চাঁদ ও আকাশ
পর্যবেক্ষণ এবং উল্কা বৃষ্টি দেখার আয়োজন
করা হয়েছে।

  • তারিখ – ১৭ -ই  নভেম্বর, ২০১৩
  • স্থান – ক্যামবিয়ান কলেজ,  ক্যাম্পাস- ৩ ।
  • সময় – রাত ৮.০০ টা থেকে সকাল ৪.০০ টা । সকলেই আমন্ত্রিত ।
  • আগ্রহী
    ব্যাক্তিদের 01750195071, 01559507077,

    01670126534 নম্বরে যোগাযোগ করার জন্য বলা হল ।

ধন্যবাদ।

Level New

আমি ScientificBangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস