এয়ার ফোর্স ওয়ান কে সংক্ষিপ্তভাবে জানি।

Air Force 1 Photos-0Air Force 1 Photos-7

Air Force 1 Photos-8

Air Force 1 Photos-4

Air Force 1 Photos-13

Air Force 1 Photos-2

Air Force 1 Photos-3

এয়ার ফোস ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট সরকারের বিশেষ বিমান যার কাজ হল প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীকে বহন করা। এটি রক্ষনাবেক্ষন ও পরিচালনা করে প্রেসিডেনসিয়াল এয়ারলিফট গ্রুপ যা হোয়াইট হাউস মিলিটারি অফিসের একটি অংশ । ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্টের সরকারগুলো বোয়িং সিরিজের এয়ার ক্রাফট ব্যাবহার করে আসছে যা বিশেষ ভাবে নিমিত। সবশেষ এয়ার ফোস ওয়ান বোয়িং সিরিজের যে মডেলটি ব্যাবহার করছে সেটা হল Boeing 747-200B সিরিজ। এর সিরিয়াল নাম্বার হল ২৮০০০ ও ২৯০০০।

এয়ার ফোস ওয়ানের বৈশিষ্ট:

যেহেতু এটি প্রেসিডেন্টকে বহন করে এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট আছে যা অন্যান্য বোয়িং বিমানে নেই।

এয়ার ফোস ওয়ানে ৪০০০ স্কয়ার ফিট জায়গা আছে যা ৩ স্তর বৈশিষ্ট। খাবার প্রস্তুত করার জন্য এতে সয়ংসম্পূণ ২টি রন্ধনাগার আছে যা থেকে একসঙ্গে ১০০ বেশি খাবার পরিবেশন করা যায়। তাছাড়া এতে ফ্রিজার সেকশন আছে যা ২০০০ মত খাদ্য সংরক্ষণ করে।

এতে আরোও আছে সয়ংসম্পূণ মেডিকেল সেকশন যা সব ধরনের ঔষুধপএ যন্তপাতি পোটাবেল অপরেশন থিয়েটার বহন করে এবং ডক্টারগণ যে কোন পরিস্ততির জন্য প্রস্তুত থাকে।

এয়ার ফোস ওয়ানের ভিতরের যোগাযোগ ব্যাবস্হা খুবই উন্নতমানের। এতে ৮৫টি টেলিফোন যুক্ত আছে। সংগ্রহে আছে ২ ধরনের রেডিও। পযাপ্ত কমপিউটার ও ফেক্স মেশিন যুক্ত আছে, যার ফলে আকাশ হতে ভূমিতে যোগাযোগ করা যায়।

এতে অফিসিয়াল কাজ বা বৈঠক করার জন্য পযাপ্ত উপকরণ আছে এবং বিনোধন বা অন্যান্য কাজের জন্য ছোট-বড় ১৯টি টেলিভিশন আছে।

এটি জরুরি পরিস্ততিতে আকাশে থাকা অবস্হায় জালানি সংগ্রহ করতে পারে সয়ংক্রিয় ব্যাবস্হার ম্যাধমে।

আরোও মজার ব্যাপার হল এতে অটো পাইলট ও আগাম প্রতিরক্ষা ব্যাবস্হা যুক্ত আছে যেমন Electronic Counter Measures (ECM) যা শ্রত্রু পক্ষের রাডার কে জেম করতে পারে। এবং Flares যা কোন মিসাইলকে ধরাশয়ী করতে পারে।

বাংলাদেশে ২০০০ সালের ২০-ই মাচ তৎকালীন যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশ সফর করে কয়েক ঘন্টার জন্য। কিন্তু তিনি ভারত থেকে তার বহনকারি এয়ার ফোস ওয়ান বিমানে না এসে ছোট একটি প্লেনে করে ঢাকায় আসেন। ঐ সময়ে অনেকেই নাকি বলে ছিল এয়ার ফোস ওয়ান জিয়া বিমান বন্দরে নামার উপযোগী ছিল না !

Level 0

আমি শরীফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানার আছে অনেক কিছু………….ধন্যবাদ শরীফ ভাই!

Level 0

Helloooo mr. আপনি তো দেখি সব গোপন তথ্য জানেন। আপনাকে তো FBI খুঁজতেছে। Thanks for informative post. I like this.

কিছু জানতে পারলাম।

ভাই রে ভাই !!!! এয়ার ফোস ওয়ান !!!!! ধন্যবাদ শরীফ ভাই ।

এই মুভি টা দেখতে পারেন….air force one এর সব পাবেন ….http://www.imdb.com/title/tt0118571/

download link(torrent) http://isohunt.com/torrent_details/77951817/air+force+one?tab=summary

ধন্যবাদ ভাই। অনেক অজানা তথ্য জানা হলো

জানা ছিলনা জানলাম আপনার মাধ্যমে এই জন্য ধন্যবাদ আপনাকে।