২০১২ সালে কথা বলা গাড়ি! বিজ্ঞানীরা কি মজাও করে নাকি?

আমরা যারা ছোটবেলায় নাইটরাইডার সিরিজটা দেখেছি তারা কথা বলা গাড়ির একটা ধারণা পেয়েছি। তাই বলে বাস্তবেও কি সম্ভব? কিন্তু বিজ্ঞানিরা তাই ধারণা করছেন। কল্পনার সেই গাড়িটির মতো বাস্তবেও কথা বলা গাড়্র দেখা যাবে যা কিনা কথা বলবে, পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে ডানে-বায়ে মোড় নিবে, চালককে ড্রাইভিং করতে সাহায্য করবে। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ২০১২ সালের ভেতরে এ গাড়ি বাজারে আসার ভবিষ্যতবাণী করে রেখেছেন।

গাড়িটির প্রযুক্তিগত সহায়তা দিয়েছে 'কোহদা ওয়্যারলেস' এবং এটি নিয়ে বর্তমানে গবেষণায় আছেন সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির বিশেষ্গগণ। গাড়িটিতে ওয়াই-ফাই এবং জিপিএস এর সমন্বিত প্রযুক্তি 'ডেডিকেটেত শর্টরেন্জ কমিউনেকেশন' ব্যাবহার করা হয়েছে যাতে অভাবনীয় দ্রুততার সাথে সব কমিউনিকেশন পদ্ধতি ব্যাবহার করতে পারে। এই গাড়ি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং ড্রাইভারের সাথে যান্ত্রিকভাবে কথা বলতে সক্ষম। ট্রাফিক জ্যাম ও অন্যান্য সমস্যায় এটি নিজে নিজে ড্রাইভিং করতে সক্ষম।

গাড়িটির সাথে থাকা সেন্সর অটোমেটিক্যালি অন্যান্য গাড়ির ধরণ বুঝে পাশ কাটিয়ে যেতে পারে এবং জায়গা ছোট হলে কোণাকুণি হয়ে যেতে পারে।
গাড়িটির ডিজাইন নাইট রাইডারের আদলে তৈরি করা হয়েছে, এবং এর ফীচার ও থাকবে সিরিয়ালটিতে যা যা দেখানো হয়েছে তার মতো।




তো ২০১২ সালের অপেক্ষা করুন আর টাকা জমাতে থাকুন , কিনতে হবে না(বাংলাদেশে থাকলে ৩০১২ সাল লাগতে পারে)।

Level New

আমি অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am now student in United international university(UIU). And studying in Electrical and Electronic Engineering(EEE).


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level New

    আপনাকেও ধন্যবাদ

ভাই জটিল টিউন। আপনি যদি প্রথম কিনেন একজন বাংলাদেশি হয়ে তাহলে অনুরোধ করি প্রথম আমাকে লিফট দিয়েন।

    Level New

    যোগাযোগ রাখবেন লিফ্ট দেবোনে।

সুন্দর টিউন। ভালো হয়েছে।

অনেক আগের কথা মনে করিয়ে দিলেন,নাইটরাইডার সিরিজটা বিটিভি তে প্রতি রবিরার ৯.৩০ মিনিটে দেখাইতো। প্রথম ১৫ মিনিট দেখিয়ে এরপর বিটিভি রাত ১০ টার খবরের পর দেখাইতো , মেজাজটা তখন এত খারাপ হইত………

    Level New

    পুরান কথা মনে করিয়ে দিলেন।

Level 0

ধন্যবাদ এই জটিল টিউনের জন্য 🙂

    Level New

    আপনাকেও জটিল ধন্যবাদ।

৩০১২ সাল লাগেবেনা ঢাকার রাস্থায় এগুলো চলবে না ।কারন লাইসেন্স(যা শুধু ভাংগা গাড়ী গুলোকে দেয়া হয়) কে দিবে???

    Level New

    লাইসেন্স লাগে নাকি? ট্রাফিক পুলিশকে নিয়মিত ২ টাকা হারে সালামী দিলেই চলবে।

কিনতে পারবা তবে দেখার আশায় রইলাম।ভাল টিউন ধন্যবাদ।

    কিনতে পারবনা জানি তবে দেখার আশায় রইলাম।ভাল টিউন ধন্যবাদ।

    Level New

    আমিও আতাউর ভাই

    Level New

    ধন্যবাদ কমেন্ট করার জন্য

আজকে ৫ টাকা জমাইছি।

    Level New

    কালকে ১০ টাকা জমান, পরশু দিন ১৫ টাকা,তারপরের দিন ২০ টাকা তারপর……………….

Level 0

দেখা যাক 🙂 🙂 🙂

    Level New

    দেখবেন গাড়িটি আসছে ঠিকই, কিন্তু আপনে নন আপনার নাতি চালাচ্ছে।

এই গাড়ী বাংলাদেশ এ জন্য নয় 😉 যে যানযট গাড়ী পুরা রেগে যাবে আর প্রশাসন কে গালি গারাজ করবে , আর বিপদে পরবেন আপনি হে হে হে 😉

    Level New

    আপনি ভাই এই টিউনের সবচেয়ে মজার কমেন্ট করলেন।

নাইটরাইডার সিরিজটা কথা মনে পরল। চমতকার টিউন করেছেন।

    Level New

    আমিও ভুলিনি ।

ha ha ha gareo kota koebo

Level New

হ্যা ভায়া, বলবে।