আসুন সংক্ষেপে N R O সম্পকে জেনে নেই।

Unknow Satellite

Defense Satellite Communications Systems

Defense Support Program (DSP) satellite

Milstar Satellite Communications System

NRO Headquarter

spy satellite

N R O বা National Reconnaissance Office বাংলায় জাতীয় সামরিক পযবেক্ষন কাযালয় বলে। এটি যুক্তরাষ্টের ভাজিনিয়ার চেনটিলি নামক স্থানে অবস্হিত। ১৯৬০ সালে ২৫ই আগষ্ট  এর জন্ম হয়। ৩০০০ এর অধিক বেশি কমকতা-কমচারি এখানে চাকরি করে।

N R O এর অভিবাবক কারা?

NRO প্রদান অভিবাবক হচ্ছে Department Of Defence. এবং এর ডিরেক্টর নিয়োগ করা হয় Secretary Of Defence মাধ্যমে। সবশেষ Donald Kerr কে ২০০৫ সালে ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়।

এর উদ্দেশ্য কী?

এর উদ্দেশ্য হল Spy Satellite বা  গোয়েন্দা উপগ্রহের সাহায্যে ছবি ও ভিডিও ধারন করা এবং সামরিকভাবে তা বিশ্লেষণ ও পযবেক্ষন করা। তারপর এসব তথ্যগুলোকে গুছিয়ে সরকার ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে জানানো।

যুক্তরাষ্ট যে কোন দেশে সামরিক আক্রামণ করতে চাইলে প্রাথমিকভাবে এই পদ্ধতি ব্যবহার করে। যেমন কোন দেশের নিদিষ্ট বা অনিদিষ্ট সামরিক এলাকা ও এর স্হাপনা আক্রামণ করতে চাইলে প্রথমে গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে সেটি চিন্হিত করা হয় তারপর যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজের সাহায্যে ক্ষেপনাস্ত নিক্ষেপ করা হয়। ইরাক ও আফগান এর উজ্জল দৃষ্টান্ত।

এবার গোয়েন্দা উপগ্রহের ব্যাপারে অল্প কিছু তথ্য দেই। যুক্তরাষ্ট সরকার NSO স্যাহাযে ১৯৬০ সালের পর থেকে এই পযন্ত একশোর কম-বেশি Spy Satellite নিক্ষেপ করে এবং এগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। যেগুলো পুরানো বা অকেজো হয়েছে সেগুলো ধব্বংস করে ফেলা হয়।

কিছু Spy Satellite এর নাম দিলাম ইংরেজিতে  যেমন CORONA যা বতমানে Key Hole নামে পরিচিত। এর অনেকগুলো মডেল আছে যেমন KH-1, KH-2, KH-3, KH-4, KH 4/A ও KH-4B

তাছাড়া DSP, SBIRS,  SDS, DSCS, Milstar, Navstar GPS, XSS-11 ইত্যাদি।

পরবতীতে বিভিন্ন Spy Satellite কি ধরনের কাজ করে সেগুলো পরবতী টিউনে জানাব সংক্ষিপ্তভাবে।

Level 0

আমি শরীফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শরীফ আহমেদ >>> ধন্যবাদ, Tune-টির জন্য…
~ !

Level 0

ভালো হয়েছে………
তবে মানোন্নয়ন প্রয়োজন

    ধন্যবাধ মন্তবের জন্য। চেষ্টা করব আগামীতে টিউনগুলো যেন উন্নতমানের হয়।

টিউন টা এত অগসালো কেন???

বাংলাদেশের এরকম একটা লাগতো

    ধন্যবাদ মন্তবের জন্য। উপরের ছবিগুলো SPY Satellite কিন্তু Tele Communication Satellite না।
    বাংলাদেশ সরকারের ভবিষ্যত্ব পরিকল্পনা আছে নিজস্ব Tele Communication Satellite উৎক্ষেপন করা।

জানলাম স্বল্প কিছু,
জানতে চাই আরো কিছু।

    আরো অনেক তথ্য ছিল যেহেতু এটি সংক্ষিপ্তভাবে প্রকাশ করলাম পরবতীতে সময় পেলে আরো তথ্য সংযোজন করব। মন্তবের জন্য ধন্যবাধ।

টিউনের জন্য ধন্যবাদ ভবিষ্যতে আরো ভাল টিউন আশা করছি।

    ভবিষ্যতে আরোও ভাল টিউন করার চেষ্টা করব। মন্তবের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাধ।

ধন্যবাদ টিউন করার জন্য ।