দেশের প্রথম সায়েন্স ফেয়ার প্রজেক্টের ভিডিও গ্যালারী

বাংলাদেশ ওপেন সায়েন্স ওর্গানাইজেশন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
#ওয়েব সাইট - http://bdopenscience.org
বন্ধুরা আপনারা যারা বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করছেন তাদের জন্য সুখবর। আমরা বাংলাদেশ ওপেন সায়েন্স ওর্গানাইজেশন এই প্রথম বারের মত আপনাদের জন্য তৈরী করেছি সায়েন্স ফেয়ার প্রজেক্ট ভিডিও গ্যালারী।

এই ভিডিও গ্যালারী তে আপনি আপনার সাইন্স প্রজেক্টটির ৫ মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরী করে সহজেই আপলোড করতে পারবেন ।

#ভিডিও ক্লিপটি তৈরী করা পদ্ধতি:

ধরুণ একজন দর্শনার্থি আপনার প্রজেক্ট টি সম্পর্কে আপনাকে জিঙ্গাস করলে আপনি তাকে কি বলেন? আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে সেই দর্শনার্থিকে যে ভাবে বর্ণণা করেন , ঠিক সেই ভাবেই আপনার পরিচিত কাউকে সেই দর্শনার্থির জায়গায় দাড় করিয়ে তার হাতে একটি ভিডিও ক্যামেরা বা মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা দিয়ে আপনার কথা গুলোকে এবং আপনার প্রজেক্টটিকে ভিডিও করতে বলুন। ভিডিও করা হয়ে গেলে এম পি ৪ ফরমেটে আমাদের ওয়েব পেইজে ফ্রি রেিেজট্রেশন করে আপলোড করে দিন আপনার প্রজেক্টের ভিডিও টি।

#কি সুবিধা পাবেন এর মাধ্যমে:

এই ভিডিও গ্যালারিটি অনেকটা ইউ টিউিবের মত। আপনার ভিডিও প্রজেক্ট টি আমাদের এই গ্যালারিতে ১২ বছর পর্যন্ত স্বকৃয় থাকবে।এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনি আপনার ভিডিওটি নিজে দেখতে পারবেন এবং অন্যদেরও দেখাতে পারবেন।
যারা এই ফেয়ারে অংশ গ্রহণ করে ১ম , ২য় , ৩য় স্থান অধিকার করতে পারবেন না তাদেরও ভিডিও এই গ্যালারিতে স্থান পাবে।
১বছরের সমস্থ ভিডিও নিয়ে আর একটি অন লাইন সায়েন্স ফেয়ারের আয়োজন করা হবে। হয়তো সেখানে কোন ফেয়ারেই যারা কোন স্থান অধিকার করতে পারেননি তারা ও কোন বিশেষ স্থান অধিকার করতে পারেন।
তাছাড়া পৃথিবীর অন্য কোন প্রান্তে হয়তো আর একজন উদ্ভাবক আপনার এই প্রজেক্টটি নিয়েই কাজ করছেন। হয়তো সে আপনার এই প্রজেক্টটি দেখে আপনাকে তার সাথে কাজ করার আমন্ত্রণ জানাতে পারে। কিংবা পেতে পারেন কোন আন্তর্জাতিক সন্মাননা ।
তাছাড়া এই ভিডিও গ্যালারিটি আপনার প্রজেক্টটিকে হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে এবং সংরক্ষণ করবে।

তাই দেরি না করে আজই আপনার প্রজেক্টের ভিডিও তৈরী করে আমাদের ওয়েব পেইজে আপলোড করুণ , প্রযুক্তির সাথে থাকুন।
আপনার প্রজেক্টের নাম, টিমের সদস্যদের নাম, ক্লাস, স্কুল বা কলেজের নাম, জেলা বিভাগ , ফোন নম্বর , ইমেইল অবশ্যই দিতে ভুলবেন না।

আপনারা চাইলে আপনাদের বিজ্ঞান বিষোয়ক লিখা বা ভাবনা ও আমাদের ওয়েব পেইজে আপলোড করতে পারবেন। সদস্য হতে পরেন। প্রতিনিধিত্ব করতে পারেন নিজের স্কুলের, কলেজের ।

বাংলাদেশ ওপেন সায়েন্স ওর্গানাইজেশন
কতৃপক্ষ
০১৭৫০১৯৫0৭১

ওয়েব সাইট - http://bdopenscience.org

Level New

আমি ScientificBangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস