Area 51 সম্পর্কে জানতে কি ইচ্ছে করে আপনার ?

Area 51 হচ্ছে যুক্তরাষ্ট সরকাররের সব্বোচ্ছ গোপনিয় সামরিক  ঘাটিগুলোর মধ্যে অন্যতম। এর জন্ম হয় ১৯৫৪ সালে লাস ভেগাস থেকে ৮৩-৯০ মাইল উওর-উওর পশ্চিমে নেভেদা নামক জায়গায়। এই ঘাটির পাশে Groom Lake অবস্তিত।১৯৫৪ সালেই ২য় বিশ্বযুদ্ধের সময় U-2 গোয়েন্ধা বিমান পাঠানো হয় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করতে। এই ঘাটির গভীর ভূ-গভে কিছু Floor বা তলা আছে যাতে পরিক্ষাগার সহ অন্যান্য বিভাগ রয়েছে। এটি পারমানবিক হামলা মোকাবেলা করতে সক্ষম।

 এই সামরিক ঘাটির তৈরির প্রদান উদ্দেশ্য হল আগাম প্রযুক্তির যুদ্ধ বিমান ও অস্ত্রসত্র উন্নায়নে সহযোগিতা ও পরিক্ষা-নিরিক্ষা করা।তাছাড়া Area 51 ভিন গ্রহের প্রাণী ও তাদের মহাকাশযান নিয়ে গবেষণা করে যেমন এদের সংরক্ষন, তাদের মহাকাশযান কোন প্রযুক্তিতে কিভাবে তৈরি হল ইত্যাদি।

CIA আনুষ্টানিকভাবে তাদের দলিল-পএ এ Area 51 নাম ব্যবহার করতে থাকে ১৯৬৭ সালে।১৯৭৭ সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মত F-117 Nighthawk যুদ্ধ বিমানের যাএা শুরু হয়।

১৯৮০ সালে Area 51 আরও বিস্তৃত হয় এবং এতে ৭টি রানওয়ে আছে যার মধ্যে একটি রানওয়ে ২৩,৩০০ feet (৭,১০০ m) বেশি। বতর্মানে এটি বন্ধ আছে।

১৯৯৪ সালে Area 51 এর গবেষণাকারী Glenn Campbell দাবি করে তখন এই Area 51 ঘোষণা দেয় Lincoln County নামক tax সহযোগির কাছে যে ঘাটিটির কর মূল্য হবে ২ মিলিয়ন ডলার। কিন্তু Mr. Lincoln County কে আর Area 51 ঢুকতে দেয়া হয়নি।

Area 51 ব্যাপারে মাকির্ন সরকারের স্পষ্ট ব্যাখা হল এটি আমেরিকান বিমান বহিনী দ্বারা পরিচালিত এবং কোন অতিরিক্ত তথ্য প্রদান করা হয় না। মাকির্ন সরকার খুব সামান্য ভাবে স্বীকার করে যে তারা বিভিন্ন বিষয়ের উপর ষড়যন্ত্রের মতবাধ বা theories তৈরি করে।

তাছাড়া Area 51 গার্ডরা M16s অস্ত্র ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য। আইন অমান্যকারীকে ৬০০ ডলারের কাছাকাছি জরিমানা গুনতে হয়।

অভিযোগ আছে সাধারণ লোকজন বা সাংবাদিক যারা Area 51 পরিদর্শনে গিয়েছিল তাদেরকে FBI Agent এর মুখমুখি হতে হয়।

Level 0

আমি শরীফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ তথ্যবহুল টিউন, ধন্যবাদ

@ভিন গ্রহের প্রাণী ও তাদের মহাকাশযান নিয়ে গবেষণা করে !!!!!!!!???????????

    জী ভাই,এখানে অবাক হওয়ার কিছু নেই কারন Area 51 ভিন গ্রহের প্রাণী ও তাদের মহাকাশযান নিয়েও গবেষণা করে। যেহেতু এটি গোপন সামরিক ঘাটি, যুক্তরাষ্ট সরকার এর ব্যাপারে খুবই কম তথ্য প্রদান করে।

    ধন্যবাধ আপনাকে।

ছবি কই?

    টেকটিউনের Control panel এ ছবি আপলোড করতে সমস্যা হচ্ছে । আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।
    ধন্যবাধ আপনাকে।

Level 0

এই লেখা গুলো এমন কেন, টেকটিউনস এর সাধারন লেখার মত নয়। এবং খুব ছোট।

    মনে হয় কপি ও পেষ্ট করা

    কোন বাংলা ব্লগ বা বাংলা ওয়েবসাইটে Area 51 নিয়ে লেখালেখি হয়নি কাজেই কপি-পেষ্ট এর প্রশ্নই উঠে না। Microsoft-এ প্রথমে বাংলা লিখে কপি করে শুধু পেষ্ট করেছি মাএ। তাই হয়ত লেখা গুলো এমন দেখায়। পরবতীর্তে আবার আপডেট করব ও প্রয়োজন মত ছবিও দিব।
    খোচাঁ দিবার জন্য আপনাকে ধন্যবাধ।

কেন ভাই এখানে কি আছে ????? আপনি টিউনার কে উতসাহিত না করে নিজের লিঙ্ক দিচ্ছেন।

জয় ভাই সব জায়গায় এইভাবে অবাধে Add দিয়ে জাচ্ছে!!! Mod-রা কই গেল??? জলদি Off যান জয় ভাই 😐 ।পারলে জটিল একটা টিউন করে দেখান,তারপর এইসব করেন Plz 😐

ফাউল পাবলিক @জয় ।
সহমত@প্রোসেসর ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

Level 0

pic den vai…urgent….