NORAD (The North American Aerospace Defense Command )

NORAD বা The North American Aerospace Defense Command যার অর্থ হল উওর আমেরিকা আকাশ প্রতিরক্ষা নির্দেশনা। এই প্রতিষ্টানটি পরিচালনা করে আমেরিকা ও কানাডা যৌথভাবে।

জুন ১৬, ১৯৬১ সালে একটি ডিনামাইট বিষফোরনের মাধ্যমে NORAD Combat Operations Center (COC) শুভ উদ্ভোদন করে Gen. Laurence S. Kuter, NORAD Commander, and Lt. Gen. Robert M. Lee।

এর কাজ কি?

এর কাজ হল মহাকাশে মানুষ তৈরিকৃত বস্তু পযর্বেক্ষন করা, বস্তু আবিষ্কার করা,ও মিসাইল, বিমান বা মহাকাশযান দ্বারা সম্ভাব আক্রামণ উওর আমেরিকার উপর সতর্ক জারি করা ও অন্যান্য নিদের্শনার সাথে বিশ্বাস্ত সহযোগিতা আয়োজন করা। এতে আরও অন্তভুক্ত আছে কানাডা ও উওর আমেরিকার আকাশ আক্রামণ প্রতিহত করা।

যে ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করে সতর্কতামূলক পরিস্তিতে সেগুলো হল নেটয়ার্ক যুক্ত স্যাটালাইট, স্থল ও বিমানে যুক্ত রাডার, সন্তাকরন যন্ত্র এবং প্রয়োজন হলে যে কোন ধরনের শ্বাসরুদ্ধকর হুমকি বাধা দেয়ার জন্য উৎক্ষেপন করা।

তাছাড়া NORAD আকাশ পথে সন্দেহজনক অবৈধ মাধক সন্তাকরন ও পযর্বেক্ষনের ব্যাপারে সহযোকিতা করে থাকে।

Level 0

আমি শরীফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথম টিউন
শুধু বলব
don’t use
Ctrl+C—> Ctrl+Z

ভাল টিউন চালিয়ে যান আপনাকে ধন্যবাদ।

Level 0

ভালো ভাবে এগিয়ে গেলে সাথে সবাইকে পাবেন

আমি দুঃখিত এই পোষ্টে কোন ছবি দিতে না পারায়। সম্ভত ইনটারনেটের সমস্যার কারনে।
আমি আরও দুঃখিত আমার লেখাগুলো ছোট-বড় হওয়ার জন্য কারন Microsoft Word এ বাংলা লিখে তারপর কপি করে পেষ্ট করতে হয়।
ইচ্চা আছে আগামীতে ভাল টিউন করা। ধন্যবাদ।

Level 0

শুধু কি Microsoft Word এ লিখে তারপর কপি করে পেষ্ট করা হয়েছে ??

ধন্যবাদ শেয়ার করার জন্য।

মাথা মুন্ডু কিছুই বুঝলাম না