অপেক্ষার আইপ্যাড বাজারে এল…. আমরা পাবো কবে?

গতকাল বাজারে এসেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন প্রযুক্তির টাচ্স্ক্রিন ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড।
আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এ ট্যাবলেট কম্পিউটার বিক্রি করছে অ্যাপল। বাজারে আসার আগের দিন থেকেই বিক্রয়কেন্দ্রে ভিড় করেছিলেন আইপ্যাড ক্রেতারা।
যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হলেও এ মাসের শেষে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বাজারেও পাওয়া যাবে আইপ্যাড।
গবেষণা প্রতিষ্ঠান ক্রস রিসার্চের বিশ্লেষক শ্যানন ক্রস বলেন, 'অ্যাপলের অন্য সব পণ্যের চেয়ে আইপ্যাড বিক্রির পরিমাণ অনেক বেশি হবে বলে আমি মনে করি। প্রথম বছরে ৪০ থেকে ৫০ লাখ আইপ্যাড বিক্রি হতে পারে। আইপ্যাডটি দেখতে অনেকটাই আইফোনের মতো। এতে রয়েছে ৯.৭ ইঞ্চি স্পর্শনির্ভর স্ক্রিন, ১৬ থেকে ৬৪ গিগাবাইটের ফ্লাশ মেমোরি, এক গিগাহার্টজ অ্যাপল প্রসেসর, বিল্ট-ইন ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ সুবিধা।
অ্যাপলের আইপ্যাডটি ওয়েব সার্ফিং, ভিডিও দেখা, গান শোন গেইমস খেলা এবং ই-বুক পড়ার জন্য বিশেষভাবে তৈরি। অ্যাপলের সব বিনোদন অ্যাপ্লিকেশন, আইফোনের আইটিউন এবং অ্যাপস্টোরের অনেক অ্যাপ্লিকেশনই যুক্ত করা হয়েছে আইপ্যাডে, জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
২০০৭ সালে আইফোন বাজারে আনার পর এটিই অ্যাপলের উল্লেখযোগ্য পণ্য বলে মনে করছেন প্রযুক্তিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিভিন্ন মডেলের আইপ্যাডের দাম ৪৯৯ থেকে ৮২৯ ডলার।

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেন? ২০২১ সালে, জানেন না দেশ ডিজিটাল হইয়া যাইব।

    রাজনৈতিক মুভমেন্ট এ আমার ব্লগে কথা না বললেই খুশি হব। কি দরকার নোংরা রাজনীতি নিয়ে টানাটানি করা?

    এটাও জানেন না ২০১২ সালে পৃথিবী শেষ । তাহলে আর d জিটাল হয়ে লাভ কি । HA HA HA

    সব জিনিস এত নেগেটিভ ভাবে নেন কেন? ভাল কথা বললেও দোষ !!! এরকম ভাবে কথা বললেতো blog এ আর কথাই বলা যাবে না, ভাল কথা বললেও খারাপ মনে হবে।
    এটা রাজনীতির কি দেখলেন ?
    আমরাতো অনেক সময় বন্ধুরেও ফান কইরা ডিজিটাল জাহিদ ডাকি , তার মানে কি রাজনীতি করতাচি নাকি?

    ভাইয়া,
    ৪ এপ্রিল, ২০১০ at 8:06 অপরাহ্নতে করা কমেন্টএ মনে হয় বেশি কিছু লিখা ফালাইচি, কিছু মনে কইরেন না।
    আর একটা কথা , আমি কমেন্ট করার সময় লক্ষ রাখি কেও যেন আমার কমেন্ট এর ভুল না ধরতে পারে, কেও যেন কষ্ট না পায় আর আমার কমেন্টকে কেও যেন বির্তকিত কমেন্ট এ রুপান্তরিত করতে না পারে , এত কিছু চিন্তার পরেও এত সাবধানতার পরেও যদি ভুল ধইরা বসে কেও, তখন আর আমি কি করতে পারি বলেন?(এটা অবশ্যই বলতে হবে, টিউন ভাল না হলে ঘঠনমুলক সমালোচনা করি, তাই বলে টিউনারকে নিরুসাহিত করি না।)
    শুধু একটা কাজ করতে পারি, সকল প্রকার কমেন্ট থেকে বিরত থাকতে পারি। আপনারা যারা এত কষ্ট করে টিউন করেন তাদের ধন্যবাদ দেওয়া থেকে বিরত থাকতে পারি, আমি শুধু টিউনারদের দেওয়া সফটওয়্যার গুলো ডাউনলোড করে যাব আর চুপ করে বসে থাকব।
    তখন কি হবে? দেখা যাবে একটা টিউন ৯০০ জন visit করেছে কিন্তু কমেন্ট মাত্র ২ টা।
    আর একটা কথা , আমি আজ ৪ এপ্রিল, ২০১০ at 2:34 অপরাহ্ন যে কমেন্ট করেছি তা কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করি নি।
    (আপনাকে আমি মনে রাখলাম। আপনার টিউনে কমেন্ট পেইজ এ আমাকে কখনো আর দেখবেন না,এমনকি কি এই পেইজ এ কোন reply দেখতে পাবেন না,কথা দিলাম)

    এটাতো আপনার আক্ষেপের কথা। কি দরকার ভার্চুয়ালি এই ব্লগ দুনিয়ায় মন কষাকষির। আমি চাইনা ছোট্ট একটা ব্যাপার নিয়ে কারো সাথে কথা বলাবলি বা কমেন্ট বন্ধ হোক। একজন ব্লগার কেন ব্লগ লেখে? কি লাভ ব্লগ লিখে? কিছু কমেন্ট পাওয়া, উৎসাহ পাওয়া, এইতো? কেউ ব্লগ লিখলে তাকে কোন টাকা তো দেওয়া হয়না। কিন্তু এটাকি জানেন, কোন পত্রিকার জন্য ৫০ শব্দের ছোট্ট একটা টিপস লিখলেও তিন অংকের টাকা সম্মানী পাওয়া যায়। বিনা টাকায় ব্লগ লেখার একমাত্র উদ্দেশ্য কিছু কমেন্ট পাওয়া। আর কিছু বলতে চাইনা। বাকিটা বুঝে নিবেন আশা করি।

হুম এখনই কিনতে পারবেন । ইবে আর আমাজন হতে সরাসরি অর্ডার করে কিনতে পারবেন ।

    আমি আপনের নামে অর্ডার দিয়ে দিলাম…. ওয়ারডপ্রেস এ্যাপ নামিয়ে ধুমায়া ব্লগ করেন । 😉

    আমাজন কি বাংলাদেশে পণ্য শিপ করে?

    @ আল আমিন কবির , অবশ্যই আমাজোন বাংলাদেশ সার্পোট করে ।

    আপনার পরিচিত কেউ পণ্য কিনেছে আমাজন থেকে?

বাংলাদেশে আসলেও খুব একটা জনপ্রিয় হবে বলে মনে হয় না।

    এটা অনেকেই বলছে। কারন এটাতে মাল্টি টাস্কিং এবং ওয়েবক্যাম নাই।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
ও একটা কথা এটার সাথে কোন ক্যামেরা নেই।