বিশ্ব প্রযুক্তির বাজারে যোগ হলো ‘সুপার ওয়াই ফাই’

আমেরিকার প্রযুক্তির বাজার 'সুপার ওয়াই ফাই' চালুর উদ্যোগ নিয়েছে। আর এর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন ও ব্রাজিলসহ অন্যান্য দেশ। সর্বপ্রথম টেক্সাসের হিউস্টনে অবস্থিত রাইস ইউনিভার্সিটি এ প্রযুক্তি ব্যবহার করেছে। তাছাড়া চলতি বছরে নর্থ ক্যারোলিনার উইলমিংটনেও এর ব্যবহার শুরু হয়েছে।

বিশ্ব বাজারে নতুন বেতার প্রযুক্তিকে 'সুপার ওয়াই ফাই' বলা হলেও এ প্রযুক্তির সঙ্গে প্রচলিত 'ওয়াই ফাই' প্রযুক্তির মিলের চেয়ে অমিলই বেশি । উদাহরণ হিসেবে বলা যায়, 'ওয়াই ফাই' প্রযুক্তিতে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কোনটাই 'সুপার ওয়াই ফাই'-এর ক্ষেত্রে কাজে লাগবে না।

wi fi'সুপার ওয়াই ফাই'-এর জন্য যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তা একেবারেই ভিন্ন। এ কারণেই যন্ত্রপাতিও বদলে যায়। তবে প্রচলিত 'ওয়াই ফাই'র মাধ্যমে যে ইন্টারনেট সেবা পাওয়া যায় তার সবই পাওয়া যাবে নতুন এ 'সুপার ওয়াই ফাই' প্রযুক্তিতে। সেইসঙ্গে আরো অনেক সুযোগ সুবিধাও সংযোজিত হবে এতে।

'সুপার ওয়াই ফাই' নামকরণ কিভাবে হলো এবার আসি সেই কথায়। উল্লেখ্য, ২০১০ সালে মার্কিন ফেডারেল কম্যুনিকেশন কমিশন প্রথম এ নামটি চালু করে। বেতারে ব্রডব্যান্ড সেবা দেয়ার জন্য টেলিভিশনের সম্প্রচারে ব্যবহৃত স্পেকট্রাম ব্যবহারের অনুমোদন দেয়ার পর এ নামটি চালু করা হয়। 'হোয়াইট স্পেস' নামে পরিচিত এই স্পেকট্রাম টেলিভিশনে সম্প্রচারের জন্য বরাদ্দ থাকলেও তা ব্যবহৃত হয়নি।

'সুপার ওয়াই ফাই' ব্যবহারে অনেক বেশি বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন এই স্পেকট্রাম ব্যবহারের সুবিধার কথা তুলে ধরেন নিউ আমেরিকা ফাউন্ডেশনের অয়্যারলেস ফিউচার প্রজেক্ট-এর পরিচালক মাইকেল ক্যালব্রিজ। তিনি বলেন, ওয়াই ফাই ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু এ সংক্রান্ত ফ্রিকোয়েন্সি সীমিত থাকায় এ ক্ষেত্রে সংকট দেখা যাচ্ছে। এ ছাড়া, ওয়াই ফাই কয়েকশ' মিটারের বাইরে আর কাজ করে না। এ অবস্থায় কথিত 'হোয়াইট স্পেস'কে ওয়াই ফাই-এর কাজে ব্যবহারের জন্য চাপ দিতে থাকেন তিনি।

'সুপার ওয়াই ফাই' যা পারে 'ওয়াই ফাই' তা পারে না। যেমন, অল্প শক্তি ব্যবহার করে অনেক দূর পর্যন্ত এ ফ্রিকোয়েন্সি যেতে পারে, যাত্রা পথে দালান-কোঠা, গাছ-পালা বা খারাপ আবহাওয়া 'সুপার ওয়াই ফাই'-এর জন্য কোনো সমস্যা হয়ে দেখা দেয় না। সম্প্রচারের কাজে ব্যবহৃত স্পেকট্রাম ব্যবহারের কারণে 'সুপার ওয়াই ফাই' ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে 'সুপার ওয়াই ফাই'কে অত দূরের পথ পাড়ি দেয়ার প্রয়োজন পড়বে না।

এছাড়াও ব্রডব্যান্ড নেই এমন দূরবর্তী এলাকাগুলোতে এ দিয়ে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেটের সেবা দেয়া যাবে। নতুন এ প্রযুক্তি মোবাইল ফোন কোম্পানিগুলোকে হাঁফ ছাড়ার সুযোগ করে দেবে।

উল্লেখ্য, নতুন এ সেবা গ্রহণের জন্য পিসি বা অন্য কম্পিউটারে নতুন চিপস বসাতে হবে। অন্যদিকে এ প্রযুক্তি ব্যবহারকারীরা অনেক দূর থেকে অনায়াসে নিজ বাসভবনের নানা যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারবেন ।

পূর্ব প্রকাশঃ http://www.eimatro.com

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১.০৭ বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে টিউন স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা টেকটিউনস বহন করবে। টেকটিউনসে বিবেচনায় টিউন স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।

১.০৯ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

১.২৪ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।