পূর্ণগতির ইন্টারনেট সুবিধা ও ন্যায্য দামে ডাটা সহ ৭ দফা দাবিতে মানববন্ধন

পূর্ব প্রকাশঃ eimatro.com

manob bondhonপূর্ণগতির ইন্টারনেট সুবিধা ও ন্যায্য দামে ডাটা সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন ইন্টারনেট ব্যাবহারকারী, ফ্রিল্যান্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আইটি পেশাজীবীরা।
শুক্রবার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘পিসি হেল্পলাইন বিডি.কম’ এ মানববন্ধনের আয়োজন করে। প্রচন্ড বৃষ্টি হলেও বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পিসি হেল্পলাইন বিডি.কমের অ্যাডমিন ফাহাদ ইসলাম ও রুবেল আহমেদ, তথ্যপ্রযুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুলিয়াস চৌধুরী, বিডি সফট আইএনসি’র প্রধান নির্বাহী শাকিল আরেফিন, ডেভেসটিমের প্রধান নির্বাহী আল আমিন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) সভাপতি আবদুল্লাহ আল ইমরানসহ তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সাররা।

প্রায় অর্ধশত অনলাইন কর্মী বৃষ্টির মধ্যে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। “আমাদের দাবি পূরণ করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগানে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের নিম্নহার বিটিআরসি কর্তৃক ন্যায্য দামে পূর্ণগতির ইন্টারনেট নির্ধারণ, পেপাল চালুর উদ্যোগ গ্রহণ ও ‘ইন্টারনেট ফেয়ার ইউজ পলিসি’ নিষিদ্ধসহ ৭ দফা দাবি উত্থাপন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

manob bondhon mainএসব দাবির মধ্যে রয়েছে- দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক লেভেলে কোনো প্রভাব পড়েনি। আমরা চাই, ন্যায্য দামে পূর্ণগতির ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক নির্ধারণ করে দেওয়া থাকবে। ফলে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও মোবাইল ফোন কোম্পানিগুলো আর ইন্টারনেটের জন্য উচ্চমূল্য নিয়ে প্রতারণা করতে পারবেনা। গিগাবাইট (জিবি) ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ, ফ্রিল্যান্সার ও ই-কমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরি উদ্যোগ গ্রহণ, ইন্টারনেটের ফেয়ার ইউজ পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের ন্যূনতম গতি নির্ধারণ করে পূর্ণগতির ডাটার ব্যবস্থা, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার সঙ্গে সঙ্গে যোগ করার পদ্ধতি, সংবাদমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহক প্রতারণা বন্ধ ও ফ্রিলান্সিংয়ের ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে; ব্যাংক কর্মকর্তাদের তত্ত্বাবধানে ফ্রিল্যান্সারদের সব হয়রানি বন্ধ করা।

বক্তারা জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান ও ই- কমার্সের স্বার্থে গ্রামীণফোনসহ মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারনেট নিয়ে প্রতারণা বন্ধ করা জরুরি। বর্তমান সরকার মুখে ডিজিটাল বাংলাদেশ বলছে, আর কাজে ডিজিটালের বিপরীত কাজ করছে এটা মেনে নেওয়া যায়না।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক হলেও আইসিটি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি কোনো পদক্ষেপ নিচ্ছেনা। আর সরকারি আমলারা আইসিটি ভালোভাবে না বোঝার ফলে এ সেক্টরে নানা সমস্যা দেখা দিচ্ছে।

তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ইভেন্ট আয়োজনের প্রধান সমন্বয়ক ফ্রিল্যান্সার মো. রুবেল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, আমরা নিজের স্বার্থে নয়, আমরা জনস্বার্থে রাজপথে নেমেছি। তাছাড়া আমাদের আন্দোলন কোনো মৌলভী, নাস্তিক, কোনো ধর্ম, সরকার, বিরোধীদল বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নয়; আমাদের আন্দোলন গলাকাটা ইন্টারনেটের বিরুদ্ধে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আরো কর্মসূচি দেবো।

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

chaleye jao vayera amra asi tomader sathe………….

Level 2

না দিয়া কই যায়বো……………..

ami agami kal rater bela hortal ghosona dilam. kormosuchi hobe pm er barir samne susu kora!!! dabi manbi naile susu khabi!!!

kub kosto paylam….ato manus kom kano? Dhakar baire asi astay parlam na…..

Level 2

asa kori

Level 0

আমরা সবাই তোমাদের সাথে আছি, এগিয়ে যাও বন্ধু রা……আমাদের দাবি মানতে হবেই …………

২০০ টাকায় ৫জিবি এটা মানি না।এটার দাম হতে হবে ১০০টাকা।কিসব পাগল ছাগল ফালতু দাম নিয়ে আন্দোলন করছে।

আমি একটা দাম বলছি এটা তাদের মধ্যে শেয়ার করতে বলুন।
100MB@5tk
500MB@20tk
1GB@50tk
5GB@100tk
Unlimitd@250tk[No FUP]
Night Time Unlimitd@120tk[No FUP]

আগামীকাল সকাল ১০টায় কূমিল্লা প্রেস ক্লাব এর সামনে মানব বন্ধন হবে।কুমিল্লার পাঠক পাঠক ভাইদের অনুরোধ করব সবাই উপস্থিত থাকার জন্য

Level 0

BANGLADESHER SAKOL NET USER vAIDER AKATTATA PROKAS KARA UCHIT

Level 0

dhakai jara ase tader sobar okhane jaoya uchit chilo…..