ইন্টারনেটের দাম কমানোর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন, সবান্ধবে আপনিও অংশ নিন ।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি

 

 

 

 

 

আপনারা নিশ্চয় জানেন বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড স্পীড ৭৫% কমানোর জন্য বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিপাকে পরে যায়, প্রতিবাদের ঝড় উঠে ফ্রিল্যান্সারদের মাঝে । এর প্রতিবাদে বিগত ১৭ই মে পিসিহেল্পলাইনবিডির ব্যানারে ফেসবুকে ইন্টারনেট স্পীড বাড়ানো, ইন্টারনেটের দাম কমানো ও ফ্রিল্যান্সারদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবীতে মানববন্ধন করার উদ্যাগে একটি ইভেন্ট তৈরি করি । ইভেন্টে ইতিমধ্য ১,৫৫,০০০ অধিক লোক আমন্ত্রিত হয়েছে ও ২০,০০০ অধিক লোক যোগ দেবার জন্য সায় দিয়েছে ।

ইভেন্টটির ৭দফা  ফেসবুক, প্রযুক্তি ব্লগ ও অনলাইন সংবাদগুলোতে এই সংবাদগুলো রাজপথে নামছে ফ্রিল্যান্সাররা ইন্টারনেটে গতি বাড়ানোর দাবিমানববন্ধনের অনুমতি চাইবে ফ্রিল্যান্সাররাব্যাপক সারা ফেলেছে,

তারপর বিটিআরসি কতৃক ইন্টারনেট আপলোড স্পীড ৭৫% ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার ঘোষনা  দেয় ও ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর সুপারিশ সংসদীয় কমিটির করা হয়েছে ।

কিন্তু বাংলাদেশে অনেক সুপারিশ হয় কিন্তু বাস্তবায়ন কম হয়, আর ইন্টারনেট ভোক্তা পর্যায়ে গলাকাটা দাম ও গতির যে কি দুরবস্থা তা শুধু ভোক্তারাই জানেন ,

আর আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে

একটা সময় ছিল যখন আমরা মোবাইলে ৫ টাকা ৭ টাকা মিনিট কথা বলতাম, ঠিক সেই সময় টেলিযোগাযোগ গ্রাহক ফোরাম নামের একটি সংগঠনের দাবি তুলেছিল মোবাইলের কল রেট সর্বোচ্চ ২ টাকা ও সর্বনিম্ন ২৫ পয়সা নির্ধারণ করতে হবে , তাদের আন্দোলনের মুখে একসময় মোবাইল কোম্পানিগুলো তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় , যার সুফল আজ আমরা ভোগ করতেছি ,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি টেলিযোগাযোগ গ্রাহক ফোরাম নামের সংগঠনটি এবার আমাদের সাথে যোগ দিয়েছে ইন্টারনেটের দাম কমানোর দাবীতে ।
তাই প্রকৃত অবস্থা সরকারের কাছে তুলে ধরতে ও ইন্টারনেটের দাম প্রতি মেগা বাইট ০.১০ পয়সা/ প্রতি গিগা বাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করে দেয়ার দাবিতে

 

 

 

 

 

 

 

আগামী ২৯ শে মে ২০১৩ বুধবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ও আগামী ৩১ শে মে রোজ শুক্রবার বেলা ১০ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে , যদি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে কোন সমস্যা থাকে তবে বিকল্প হিসেবে শাহবাগ চত্বরে অনুমোদন চাওয়া হয়েছে । মানববন্ধনের প্রকৃত স্থান সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেয়া হবে , সর্বশেষ অবস্থা জানতে আমাদের ইভেন্টে যোগ দিন ।

আমাদের ৭ দফা দাবী গুলোঃ
১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগা বাইট ০.১০ পায়সা/ প্রতি গিগা বাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করে দিবেন ।

২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।

৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।

৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।

৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।

আমি প্রতিটি ব্লগ, ফেসবুক পেজ , ফেসবুক গ্রুপের এডমিনদের অনুরোধ করবো আপনাদের সদস্যদের নিয়ে অভিন্ন দাবীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে আগামী ৩১ শে মে রোজ শুক্রবার মানববন্ধনে অংশ নিতে ।

তাছাড়া ফ্রিল্যান্সার, অনলাইন এক্টিভিস্ট, ইন্টারনেট ইউজারসহ দেশপ্রেমিক নাগরিকবৃন্দ. এবং আপনিও অংশ নিন ।

মুরুব্বীদের কাছে একটা কথা বার বার শুনে এসেছি না কাঁদলে নাকি মা তার নিজ সন্তানকে দুধ খাওয়ায় না , তাই এবার দাবী জানানোর সময় এসেছে , আসুন সকলে ঐক্যবদ্ধভাবে দাবি জানাই । আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন পেলে এবার ও আমরা জয়ী হবো ইনশাল্লাহ


Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মহৎ উদ্যোগ! সত্যিই যদি বাস্তবায়িত হয় তাহলে অনেক মানুষ তার সুফল ভোগ করবে। আপনাদেরকে স্যালুট জানাই!

    @BotMaster:আমি চাই সব্বাই এর সুবিধে ভোগ করুক। 😀

অনেক ধন্যবাদ আপনাদের

Many Many thanks to all of them. Go ahead

Level New

very good

1GB@10tk!How can it possible?Say 1GB@30tk/1GB@50tk.

    @Iron maiden: কোম্পানি গুলো ১০৫০ টাকায় ৩০ জিবি দিচ্ছে তার মানে ৩৫ টাকায় ১ জিবি তারা চাইলেই আমাদের দিতে পারেন , আমরা দাম কমানোর জন্য আন্দোলন করছি তাদের সেবচ্ছাচারিতা বন্ধ করতে হবে ।

      @MD. RUBEL AHMED:হুম।এটা ঠিক।তাহলে এটা পিসিহেল্পলাইনবিডিকে জানানো উচিত মনে করি।তারা নাকি ২০০টাকায় ৫জিবি চায়।আমি চাই এই দামে আনলিমিটেড ইন্টারনেট(250kbps এর ক্ষেত্রে)চাই।তাদেরকে বোঝানো উচিত আর আমরা উচ্চমূল্যে ইন্টারনেট চাই না।

    Level 0

    @Iron maiden: vai sobai ovinnomote thakle sob e somvob.

      @HeMaLoY:Absolutely right said bro.আমার অভিন্নমত। 🙂

Ok,then how would be the price of unlimited internet pack?

    @Iron maiden: আমরা কোন আনলিমিটেড চাইনা । ৫০ জিবি কিনলে ৫০*১০= ৫০০ টাকা

    Level 0

    @Iron maiden: 200tk kore dile valo hoy.

      @HeMaLoY:আচ্ছা এটা দেখুন তো কেমন হয়?
      I am giving a list of packages only for 2G(250kbps)|3G(512kbps)|3G(1mbps)|3G(2mbps):[all valid:1 month]
      100MB:5tk|7tk|9tk|13tk
      500MB:20tk|25tk|30tk|40tk
      1GB:50tk|60tk|70tk|90tk
      5GB:100tk|120tk|140tk|180tk
      10GB:x|200tk|250tk|350tk
      25GB:x|250tk|310tk|430tk
      Unlmtd(no FUP):200tk|300tk|400tk|600tk
      Night time unlmtd:(no FUP):110tk|130tk|150tk|190tk
      *Share please

Level 2

@Iron maiden , vai amra 10 tk te 1GP pele apnar ki khub besi problem hoye jabe?
Problem hole amader sathy share korte paren…

    @Tapas:মানে বলতে চেয়েছি ১০টাকায় ১জিবি চাইলে তো মনে হয় কোন দাবিই পূরণ করবে না মাথামোটা সরকার। 😐

      @Iron maiden:কিন্তু দাবি পুরণ না হলে সরকারকে ছাড়ব না।আমরা হাম্বালীগকে ভয় পাই না।

      Level 2

      @Iron maiden: @iron maiden vai, sob ISP 10 takar onek kon diye 1 GB kine…
      ISP ra amader rokto chuisa nitacy..

      Level New

      @Iron maiden: @Iron maiden: thik kotha.

Level 0

আসসালামু আলাইকুম।

আমি সরকারের এক উর্দ্ধতন ব্যক্তির সাথে কথা বলেছি। উনি বলেছেন সরকারের কতিপয় আমলাদের কারণে তথ্যপ্রযুক্তির (বিশেষত ইন্টারনেটের) এই বেহাল দশা। 31মে’র মানববন্ধন সম্বন্ধে উনি বলেছেন, অবশ্যই মানব বন্ধন টি করা উচিত। এতে করে সরাসরি সরকারের নজরে বিষয়টি এলে আমাদের দাবী পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
তাই আমি টেকটিউনস-এর সকল ভাইদের 31শে মের মানবন্ধনটি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

    @rakib.rana:সেই আমলাদের ঝেটিয়ে বিদায় করা হবে,অপেক্ষা করুন।খালি আম্লিগ বড় রকম বাঁশ খাক তারপর দেখবেন।

Level 0

ভাই আমরা ঢাকাতে থাকি না।কিন্তু আমরা ও এই আন্দোলনে অংশ নিতে চাই।শুধু ঢাকা না সারা দেশে এই আন্দোলন করতে হবে।আপনারা বেবস্তা করেন।আমরা সাথে আছি।

    @patoary:ভাই ঢাকার বাইরে হলে কেই বা আপনাদের আন্দোলনে কান দেবে! :/

Level 0

ঢাকা থেকে ২০০ কি: মি: দুরে থাকলেও এ আন্দোলনে আপনাদের সাথে একাত্বতা ঘোষণা করছি।

Level 0

Vai apnader dabir shathe ek mot. tobe bikolpo stan hisebe sahbag na niye onno kono jayga jemn manik miya avinue kora jete pare.karon shahbag niye onek moto birodh ache. tar upor kichu bam ponthi oi jaygata nongra kore felse..asa kori bishoyta amole niben.

go ahead

shathe asi inshallah…….

Level 0

আছি আপনাদের সাথে

Level 0

Ei rokom ekta uddog sotti sofol hok! sobar subidha hobe tai Khulna, Bagerhat theke ekatta prokas korsi. Jani na eta kotota bastobaion hobe. Karon, onek kisur uddog hoi kintu bastobaion………….?

    @zashid:ভাই একটা কথা।ঢাকা বাদে অনেক এলাকায় ভাল ইন্টারনেটের সুবিধা নাই এটা শুনলে খুব কষ্ট লাগে।ওগুলোতো আমাদের দেশেরই অংশ তাই না?ওগুলোর উন্নতি ছাড়া কি দেশের উন্নয়ন সম্ভব?

Level 2

অবশ্যই আন্দোলনে যোগ দিব ! আমার মতে সব আন্দোলনের সময় সূচী বিকাল ৫ টা হলে অনেক বেশী সংখ্যক মানুষ সামিল হতে পারবে।

অবশ্যই আন্দোলনের সাথে আছি।

আচ্ছা আমাদের দাবিতে কি ১৪০জিবিপিএস রিজার্ভড ব্যান্ডউইডথ উন্মুক্ত করতে হবে এই দাবিটা যোগ করতে পারি না?

সাথে আছি , কোন ক্রমেই আন্দোলনে পিছপা হওয়া যাবে না ! অনেক সহ্য করেছি আর নয় ।

এবার দাবি পূরণ করতে হবেই ।

Level 2

সারাদেশের কথা মনে রাখবেন, শুধু ঢাকার কথা ভাইবেন না, সারাদেশে যেন একইরকম স্পিড পাই তার জন্য একটা দাবি তুলেন। আমরাও আছি আপনাদের সাথে।

Level 2

সারাদেশে যেন একইরকম স্পিড পাই তার জন্য একটা দাবি তুলেন। আমরাও আছি আপনাদের সাথে।

I AGREE WITH YOU IN THIS MATTER SO GO AHEAD.ALL THE BEST