বন্ধ হয়ে গেল অর্থ আদান প্রদানের জনপ্রিয় সাইট লিবার্টি রিজার্ভ

liberty reserveঅনলাইনে অর্থ লেনদেনের অন্যতম জনপ্রিয় সাইট লিবার্টি রিজার্ভ বন্ধ হয়ে গেছে তবে এটা স্থায়ী না সাময়িক সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অনলাইনে অনির্ভরযোগ্য কিছু ব্লগসাইট জানাচ্ছে এর প্রধান ইউক্রেনীয় বংশোদ্ভুত কোস্টারিকান আর্থার বুদোভস্কি বেলানচুককে (৩৯) শুক্রবার স্পেন থেকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার পুলিশের যৌথ তদন্তে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে বিশ্বের শীর্ষস্থানীয় কোন মিডিয়াতে এ সংক্রান্ত কোন খবর এখনো আসেনি।

ফরেক্স ও হাইপ সহ অনলাইন বাণিজ্যের একটা বড় জায়গা দখল করে ছিল এ সাইটটি। তবে কোন বৈধ জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট এটা ব্যাবহার করত না। অনলাইনে হূইজ খুজে জানা যায় বর্তমানে তাদের নেম-সার্ভার পয়েন্ট করছে ns1.sinkhole.shadowserver.org এবং ns2.sinkhole.shadowserver.org। অপর একটি ওয়েবসাইট দাবী করছে নিউইয়র্কের এক আইনজীবীর কার্যালয় থেকে আবেদনের পরেই স্থানীয়ভাবে তদন্ত শুরু হয়। শুক্রবার কোস্টারিকার সান হোসের কৌঁসুলিরা বুদোভস্কির বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায় এবং তাকে আটক করে।

তবে সাইটটি বন্ধ হবার পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশি ফরেক্স ট্রেডারসহ অনলাইন বাণিজ্যে জড়িত যারা তাদের মধ্যেও হতাশা নেমে এসেছে। দেশে পেপাল চালু না হওয়ায় সহজে লেনদেনের জন্য এদেশের প্রো অনলাইন এক্টিভিস্টদের কাছে এটি ছিল অন্যতম ভরসা। সাইটটি বন্ধের কারনে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, যদি এটা আর ফিরে না আসে তবে ব্যাবহারকারীদের ক্ষতি পুষিয়ে ওঠার আর কোন উপায়ই থাকবে না।

উল্লেখ্য সাইটটিতে মানি উইথড্র এর নির্ভরযোগ্য কোন উপায় ছিল না। তাই সাইট ফিরে আসলেও আদৌ ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কিনা এ ব্যাপারটিতে সংশ্লিষ্ট অনেকেই সন্দিহান।

পূর্ব প্রকাশঃ http://www.eimatro.com

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি লিবার্টি রিজার্ভ আবার ফিরে আসবে ।
প্রো ব্লগার ল্যাব এর প্রতিবেদন –> Liberty Reserve Is Down And Owner Arrested