সাংস্কৃতি আগ্রাসন আমাদের সমাজ এবং আমরা।

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। টিউনের শিরোনাম শুনে বুঝে গেছেন কি বিষয় হতে পারে এরিয়ে যাবেন না আমার মনের কষ্টগুলি শুনুন। আমরা বাঙালী আমাদের আছে নিজস্ব ভাষা, সাংস্কৃতি, ঐতিহ্য আমরা গর্ববোধ করি এই দেশকে নিয়ে, এটা আমাদের মাতৃভূমি এখানেই আমাদের জন্ম এখানেই আমাদের মৃত্যু যদি আল্লাহ নছিব করেন। আমাদের এই জাতি যাযাবরের মত ভেসে বেড়ায় না, কলম্বাসের মত জাহাজে চড়ে মাসের পর মাস সমুদ্রে ভেসে খুজে  পাওয়া দেশ নয় আমরা ঐতিহাসিক ভাবেই বাঙালী জাতি, বাংলা ভাষী জাতি হিসেবে বাংলাদেশ আমাদেরই। আমরা যেমন কোমল তেমনি গর্জে উঠতও সময় লাগেনা যেমনটা উঠেছিল ৫২, ৭১ এ।

কিন্তু আফসোস শেরে বাংলা, সোরওয়ার্দি, ভাসানি, বঙ্গবন্ধুর   এই দেশ আজ বিপন্ন হতে যাচ্ছে। আজকে আমরা আমাদের ভাষা, সাংস্কৃতি, ঐতিহ্য কে ভারতের কাছে বিসর্জন দিচ্ছি। আগে টিভি দেখার সুযোগ পেতাম এখন আর পাইনা, কারন ঘরের পরিবার যে ভাবে রিমোট নিয়া কাড়াকাড়ি করে তাতে চান্স পাওয়ার সুযোগ কই। সন্ধা ৬ টা বাজলেই শুরু রাত ১২ টায় থামে এখন আপনি চান্স পাবেন কি ভাবে, রাত ১০টায় ভারতীয় সিরিয়ালগুলি শেষ হয় তখন ভাবি হ্যা এখন মনে হয় দেখতে পারব কিন্তু কই আরেক জন এসে বলে ভাইয়া আমি গত কালের পর্ব দেখি নাই পূর্ণ প্রচার টা দেখব এখন দেখেন সব সিরিয়াল শেষ হবার পর আবার হাইলাইটস শুরু করে।

৬ টা বাজলে গপি বউ, ৭টা বাজলে ভালোবাসা ডট কম, ৮ টা বাজলে তোমায় ছাড়া ঘুম আসেনা মা মানে মা, ৮:৩০ হলেই আয় টাপুর টুপু হয়ে রই মানে টাপুর টুপুর, ৯ টা বাজলে আকাশটা আচঁল মানে আচঁল, ৯:৩০ হলে জল নুপুর তার পর শুরু আগের দিনের হাইলাইট- হাইরে কপাল এই শব্দগুলি শুনলে  ঘরে থাকতে ইচ্ছে করেনা । কর্ম বিরতির পর বাড়ি ফিরে যখন কাউকে না পাওয়া যায় তখন কেমন লাগে ডাকলে বলে আইতাছি ছিনটা দেইখা লই, ভাত চাইলে বলে একটু কষ্ট করে বেরে খাও ওকে সিদ্ধান্ত নিলাম ডিশ লাইন কেটে ফেলব কথায় যা কাজেও তাই করলাম হায়! হায়! পরের রাতে আইসা দেখি ঘরে কেউ নাই এক জন ছিল বললাম কিরে সব কই বলল পাশের বাড়িতে টিভি দেখছে হ্যা একি কান্ড নাটকের জন্য অন্য বাড়িতে যাওয়া হায়রে কপাল ১৫ দিন এই ভাবে চলতে থাকল খাবারের টাইমটেবিল না থাকায় স্বাস্থ্যে অবনতি তাই সিদ্ধান্ত পরিবর্তন করে আবার লাইন নিলাম ব্যাস সব ঠিক ঠাক কিন্তু আগের কিচ্ছাই বহাল।

এই যদি হয় অবস্থা তাহলে দেশীয় টিভি চ্যানেলগুলির কি হবে আর তাদের কথা চিন্তা করে কি লাভ তারাত এরকম রুচি সম্মত নাটক তৈরী করতে পারেনা বা এদেশের নাট্যকাররা তৈরী করতে পারে না যদিও করে তাও ২০-৩০ এ শেষ। ভারতীরা এ দেশ থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে । সাংস্কৃতি আগ্রাশন, যুদ্ধের চাইতেও ভয়াভহ কারন এর মাধ্যমে কোন দেশ বা জাতির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়।

আমরা যে পরিবর্তন হয়েছি তা লক্ষ করলে বুঝবেন, দেখেন প্রতি ঈদে এই চিত্রটি ফুটে উঠে পুরু ফ্যামিলি যায় মার্কেট করতে ছোট মেয়ে আবদার করে আমি ঝিলিকের পোশাক কিনব বুঝলেন না মা নাটকের একটি চরিত্র ঝিলিক নামের একটি মেয়ে, নাটকের কয়টি পর্ব চলছে শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ৭০০ পর্ব আপডেট ভালো করে জানা নেই আরো বেশি হতে পারে, বাংলাদেশে এমন নজির আছে ৭০০ পর্বে নাটক, কার জন্য এই নাটক? আসল দর্শক এই বাংলাদেশীরাই যাক, শুনেন পরের কথা মেঝ মেয়ে আবদার করে আমি গপির পোশাক কিনবে বাবা হ্যা করে জিজ্ঞেস করে এটা আবার কোন পোশক মেয়ে বলল সাত নিবানা সাথিয়া নাটক দেখেন নাই ঐ পোশাক, বাবা কয় এই পোশাক পড়ে বাইরে বেরুলে মানুষ খারাপ বলবে মেয়েকি শোনে বাবার কথা না আমাকে কিনে দিতে হবে। বড় মেয়ে আবদার করল বাবা আমি টাপুরের পোষাক কিনব বাবাও তাই কিনে দিলেন কি করবে বাধ্য মেয়েদের মন যোগানোর জন্য।

এখন ভাবেন দেশীয় পোশাক শিল্পের কি হবে তারা বেকার পোষাক চলে না তাই মার্কেটিরা বাধ্য হয়েই ভারতীয় পোষাক আমদানী করে, বিক্রিও করে চওড়া মূল্যে ৫000-১০০০০ টাকা বা তারও বেশি অনেক ক্রেতা না কিনতে পেরে হতাশা গ্রস্থ্য হয়ে বাড়ি ফেরেন, দেখুন কি চাহিদা। এর কারন কি? কি কারনে এই পরিস্থিতির সৃষ্টি হলো হ্যা আমি উপরে যা লিখছি তারই ধারাবাহিকতা ঐ যে বললাম সাংস্কৃতি আগ্রাসন, এরই প্রভাব পরেছে। ছেলেরাও এর বাইরে নয় দেবের পোষাক পাগলু শার্ট, পাগলু প্যান্ট, পাগলু সেরোয়ানি কিনে 420 মত ঘুরাঘোরি করে এখন আর শার্ট লুঙ্গী ভালো লাগে না এগুলি নাকি ক্ষেত খামারের লোকেরা পড়ে তবে কি বাংলার ঐতিহ্য শার্ট লুঙ্গীর চল উঠে যাচ্ছে? এই পরিস্থিতি বিরাজ করলে একসময় আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা ক্রমে ক্রমে পর নির্ভশী হয়ে যাচ্ছি।

এই সব টিভি সিরিয়াল থেকে আমরা কি শিখছি? শিক্ষানিয় জিনিস তো নাই বরং পরকীয়তা, বিবাহ বিচ্ছেদ, সংসারে কি ভাবে অশান্তি সৃষ্টি করা যায় কিভাবে আরেক জনের বিরুদ্ধে ষড়যন্ত্র কারা কারা যায় এসব জিনিস বর্তমানে এই ঘটানাগুলি চলছে আমাদের সমাজে। আগে মেয়েরা নম্র ভদ্র পোষাক পড়ে রাস্তা ঘাটে বের হতো এখন যা অবস্থা একবার চাইলে আরেক বার দেখতে ইচ্ছে করে সত্যিকি না, হ্যা সত্য মেয়েদের সৌন্দয্য একবার দেখলে আরেকবার দেখা গুনাহের কাজ, বর্তমান পরিস্থিতিতে এই আইন কিভাবে মানবো আল্লাহই জানেন।

আমি আমার মনের ভাব প্রকাশ করলাম অনেক কষ্টে, কারন এই দেশ আমার আপনার সবা্র দেশে চিন্তা আমাদেরই করতে হবে। শিক্ষিত, মেধা সম্পন্ন লোককে এদেশের নেতা নির্বাচিত করতে হবে । সামনে ইলেকশন তাই সবাই ভাবুন চিন্তু করুন কাকে ভোট দিবেন এখন আপনার সময় আপনি ভোট না দিলে দুষ্ট লোক নির্বাচিত হতে পারবেনা ভোট আপনার নাগরিক অধিকার ভালো লোককে ভোট দেয়া যেমন আমাদের কর্তব্য তেমনি মন্দ লোককে ভোট দেয়া থেকে বিরত থাকা কর্তব্য। তাই আসুন আমাদের সাংস্কৃতিকে রক্ষা করি ধন্য করে তুলি লাল সবুজের বাংলাদেশকে। ধন্যবাদ

আমার প্রতিবাদ সরূপ আমি আবার ডিশ লাইন কেটে দিয়েছি এবং বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ন নিষেধ করেছি। কিছু দিন অপেক্ষা করি তার পর বিক্রয় ডট কমে টিভির বিজ্ঞাপন দিব।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমরা ধিক্কার জানাই ভারতীয় আগ্রাসনকে । আমাদরে সরকারের সুদ-ভুধ কখন হবে জানি না।

Level 2

ভাল লিখেছেন

­

কিছুই বলার নাই…

ভাই আমার বাপের দেশটা হইলে কিছু করার চেষ্টা করতাম। অন্যের বাপের,মায়ের,স্বামির দেশ তাই বলার কিছু নাই।:)

Level 0

আমি এসব প্রোগ্রামের অতাচারে টিভি দেখা বন্দ করেছি।

thanks

ভাল লাগল, সুন্দর ।

এই সিরিয়ালগুলো স্থিতিস্থাপকতার সবচেয়ে বড় উদাহরণ। এগুলো দেখে পরকিয়া, কুটনামি আর গীবত ছাড়া আর কিছু শেখার আছে কিনা আমার জানা নেই। ওহ দুঃখিত! যাদের আহাম্মক হওয়ার সাধ আছে তারাও এগুলো দেখে বিশেষভাবে উপকৃত হবেন।

শুনলাম, কোন কোন মহিলা নাকি কুসুমের (কোন এক সিরিয়ালের চরিত্র) সংসার যাতে না ভাঙে এজন্য নফল রোজাও রাখেন। চিন্তা করেন কি অবস্থা! একটু বোকা টাইপের লোকদের সম্পর্কে আমরা বলি মাথায় গোবর ভর্তি। আমার তো মনে হয় এসব সিরিয়াল যারা দেখে তাদের মাথায় গোবরও নাই। পুরোটাই ফাঁকা!

Level 0

যাক ভাই আমি এদিক থেকে বেচে গিয়েছি, বউ আমার বাংলা চ্যানেল ও দেখেনা হিন্দি চ্যানেল ও দেখেনা। বলেন আমি কি শান্তিতে আছিনা?

    @shonzim:উনি তাহলে কি টিভিই দেখেন না?নাকি ইংরেজি চ্যানেল দেখেন? 😐

ভাই আপনার বুকেট পাঠা আছে বলতে হবে। কয়দিন পর দেখেন ব্লগ ফেসবুক ইত্যাদি ঘেটে ঘেটে আপনার ভারত বিদ্দ্যেশি মনভাব দেখে আপনাকে আবার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। 8-| 8|

Level 0

এজন্য আমি কেবল লাইন নেই নাই কারন আমি জানি যদি নেই আমি আর দেখার সুযোগ পাবোনা।

Level 2

ভাইজান কি আর অন্যান্য সিরিয়াল গুলোর কথা ভূলে গেলেন। যেমন: রাখি, সতি। যাক এসব। ইদানিং নতুন এক উৎপাত শুরু হইছে। “ তোলপাড় করা * দিন” “মহা পর্ব” “বিশেষ দিনের বিশেষ পর্ব” …….. । ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট আর সবশেষে আপনার জন্য বিশেষ উপহার “অতি দ্রুত আপনার সংসারে অশান্তি অথবা ভাঙ্গন” নতুবা “ আসিতেছে !!!!! শীঘ্রই আসিতেছে!!!!! আপানার স্বগৃহ ত্যাগ”। দেখবেন কোনদিন যে ”আপনার স্বগৃহ ত্যাগ” নিয়ে সিরিয়াল বানাবার প্ল্যান / ফন্দি নিয়ে ওপারের দাদারা বসে আছেন।