এবার ইন্টারনেট বিল কমবেই !!! না কমে যাবে কোথায় … ♠♠♠

ইন্টারনেট বিল কমানোর জন্য কঠোর কর্মসূচী [ সময় এসেছে এবার পথে নামার ]

বর্তমান সরকারের আমলে মোট পাচঁবার ব্যান্ডউইথের দাম কমিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ অন্যান্য উচ্চ ব্যান্ডউইথ গ্রাহকদের জন্য প্রতি মেগাবাইট পার সেকেন্ডের বর্তমান মূল্য ৪ হাজার ৮০০ টাকা নির্ধারন করেছে বাংলাদেশে টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতকরা ২৫ শতাংশ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ও রিসার্চ সেন্টার ও সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ এবং সরকারি অফিস এবং আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ হারে বেসিক মাসিক চার্জ ৪৮০০ এর উপর ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলুন সকলে মিলে এই ইভেন্ট যোগদান করি। আন্দোলন গড়ে তুলি। আপনার সকল বন্ধুদেরকে ইনভাইট করুন এবং শেয়ার করুন। আপনাদের সকলের সদয় সাহায্য কামনা করছি 🙂


স্মার্টফোন ব্যবহারে আধিক্য বাড়ায় বর্তমানে মোবাইল ইন্টারনেটের চাহিদা প্রচুর । মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমেই লাইভ পত্রিকা পড়া, গান শোনা, ভিডিও দেখা, বিভিন্ন কনটেন্ট ডাউনলোড সহ প্রয়োজনীয় অনেক কাজ সম্পাদন করা যায় ।

খুব শিগ্রই আমাদের আন্দোলন করতে হবে ইন্টারনেট এর দাম কমানোর জন্য, রক্তচোষা কোম্পানির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কোম্পানি প্রতি জিবি ডাটা ক্রয় করে মাত্র ১০ টাকায়, আর আমরা সেটা কিনি ৩০০ টাকা + ভ্যাট। আমাদের সরকার বলছিল দেশ ডিজিটাল করবে , ইন্টারনেট থেকে ভ্যাট প্রত্যাহার করবে কিন্তু কই ? সরকার তো বিরোধি দলকে দমন করেই কুল পাচ্ছে না । কিন্তু তাই বলে আমাদের আর বসে থাকলে চলবে না। এখনি সময় মাঠে নামার সরকার ব্যান্ডউইথ এর দাম কয়েক বার কমালে আমারা তার কোন সু্যোগ পাচ্ছি না । তাই আমাদের সবাইকে কে এক হয়ে দল মত নির্বিশেষে আন্দোলন করতে হবে । আমাদের নতুন দাবি হবে ৫০ টাকায় এক জিবি আর ২০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিতে হবে আর মিনিমাম স্পিড হতে হবে ২৫৬ কেবিপি এস । কোন ফেয়ার ইউস পলিসি আর ভ্যাট থাকতে পারবে না । আমরা প্রথমে প্রতি বিভাগে মানব বন্ধন করব এর পরে যদি কোন কাজ না হয় তবে আমরা প্রতি মোবাইল ফোন আর ওয়াইম্যাক্স কোম্পানির কাস্টমার কেয়ার ঘেরাও করব , আশা করি আমাদের সাথে থাকবেন । এক দফা এক দাবি ৫০ টাকায় এক জিবি আর ২০০,টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই ।

ব্যান্ডউইথের দাম কমে ইন্টারনেট খরচ কমে না। সময় এসেছে এইবার পথে নামার...

আমরা যা করব

...>..............>..>...>..........>...>...>...........>..>..>..................>
অবশেষে সবার মতামত এবং বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে, আমরা আমাদের প্রস্তাবনা গুলো পূনঃ নির্ধারন করেছি। কারন অনেকেই বলছেন যে ছাত্র/ফ্রীল্যান্সারদের জন্য আলাদা প্যাকেজের জন্য। অনেকেই থ্রিজির রেট কমানোর কথা বলেছেন। সব মিলিয়ে চিন্তা করে আমাদের দাবী গুলো হচ্ছে,

-> মোবাইল ব্রডব্যান্ডের ক্ষেত্রে,

+ প্রতি গিগাবাইট এর মূল্য ৫০ টাকা করতে হবে।

+ সত্যিকার অর্থে আনলিমিটেড প্যাকেজ ঘোষনা করতে হবে, যেখানে ফেয়ার ইউজেস পলিসি থাকবে না। নির্দিষ্ট পরিমান ব্যবহারের পরে স্পিড কমিয়ে দেওয়া যাবে না। মোটা তিনটি আনলিমিটেড প্যাকেজ দিতে হবে, সারারাত ( রাত ১২- সকাল ১০ টা , পুরো এক মাস ( ২৪ ঘন্টা ) এবং ১ দিন আনলিমিটেড। আনলিমিটেড প্যাকেজ এর দাম প্রতিগিগাবাইট এর দামের সাথে সামঞ্জস্য রেখে সারারাত ( ১০০ টাকা + ভ্যাট ), ১ মাস ( ৩০০ টাকা + ভ্যাট ) এবং ১ দিন ( ২৫ টাকা + ভ্যাট ) হারে আমরা প্রস্তাব করছি। [ দামটা যতোটা সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করা হয়েছে, কারো কাছে এর চেয়ে ভালো প্রস্তাবনা থাকলে কমেন্টে জানাবেন, আপনাদের মন্তব্য স্বাগতম ]

+ থ্রিজির লাইসেন্স নিয়ে আর টাল বাহানা না করে, দ্রুত প্রাইভেট মোবাইল অপারেটরদের থ্রিজির লাইসেন্স দিতে হবে।

+ প্রিপেইড এবং পোষ্টপেইড গ্রাহকদের জন্য আলাদা প্লান থাকতে হবে, তবে সেখানে দাম একই থাকবে, শুধু টাকা দেওয়ার ধরন এবং অনান্য বিষয়াদি আলাদা থাকবে।

+ থ্রিজির জন্য প্রতি গিগাবাইট ( ২৫৬ কেবিপিএস ) ১৭৫ টাকা থেকে কমিয়ে ৬০ টাকায় আনতে হবে এবং মেয়াদ ৩০ দিন করতে হবে। আনলিমিটেড প্লান এর মূল্য কমিয়ে ২৫৬ কে বি পি এস - ৩২০ টাকা, ৫১২ কে বি পি এস ৫৭৫ টাকা করতে হবে। ভ্যাট বাদে।

-> ওয়াইম্যাক্স এর জন্য,

+ এখানে আমাদের প্রথম দাবী, সব ব্যারিয়ার উঠিয়ে একদম সত্যিকারের আনলিমিটেড প্যাকেজ দেওয়া হউক। প্রত্যেক ওয়াইম্যাক্স অপারেটর এর প্যাকেজ এর বেজ দাম এর পার্থক্য সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ভিন্ন হতে পারবে।

+ 512 কে বি পি এস আনলিমিটেড এর দাম ৫০০ টাকা +ভ্যাট, ১ এম বি পি এস আনলিমিটেড এর দাম ৮০০ টাকা + ভ্যাট প্রস্তাব করছি আমরা। এছাড়া প্রতি ১০ গিগাবাইট এর দাম ২৫০ টাকা রাখার প্রস্তাব করছি আমরা, প্রিপেইড এবং পোষ্টপেইড উভয় ক্ষেত্রে !

** মিমিনাম স্পিড ১ এম বি পি এস এর প্রস্তাব করা হয়েছিলো, কিন্তু অনেকেই বলেছেন তারা সেটা এফোর্ট করা সম্ভব হবে নাই, তাই এটা বাদ দেওয়া হয়েছে **

এখন যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, কিংবা পরামর্শ থাকে, কিন্তু কোন অভিযোগ থাকে, তবে কমেন্ট এ জানাতে পারেন। তবে অবশ্যই সেটা সম্পর্কিত হতে হবে। অনেকেই দেখলাম এখানে রাজনৈতিক ইস্যূ টেনে আনার চেষ্টা করছেন, অনেকে পুরনো শত্রুতার জের ধরে এখানে এক অপরকে হেয় করার চেষ্টা করছেন। করবেন না, এখানে রাজনৈতিক যে কোন ধরনের প্রপাগান্ডা এবং বিদ্বেষ নিষিদ্ধ।

আপনারা সরকারের কাছে দাবী জানাতে পারে, সরকারের প্রতি আবেদন জানাতে পারেন, তবে গালাগালি, ব্যাক্তিগত আক্রমন নিষিদ্ধ। এটা আপনাদের সবার ভালোর জন্য করা হচ্ছে। দয়া করে এটাকে নষ্ট করবেন না।

Me in Facebook  : https://www.facebook.com/mozahiid.sikder

Level 0

আমি নেট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পোস্টটা একটু দেখে আসেন https://www.techtunes.io/news/tune-id/208062

Level 0

vay onak valo Lagca ame to bangla laktapARE na Apna amar moner Moto Lakcan Thankss 100%

হেফাজতে ইসলামের কথা এতো তারাতারি ভুলে গেলে চলবে। ক্রসফায়ার করে দেবে কোন কর্মসূচী দিতে যায়েন না। আর বিটিআরসির নতুন খবর তো এতোক্ষন পাওয়ার কথা। রেট পরে দেখবে আগে স্পিড কুমিয়েছে।

    @szamansarkar: জানি ভাই, তাই সুযোগ থাকতে এখনি আমাদের জাগতে হবে। নাহলে শেষ আপলোড স্পিড টুকুও হারাব

সব ঘাউরা………।আন্দোলন মানবো না ওরা……।

    @tore khaisi: অবশ্যই মানতে হবে। আমারা এতো জন মানুষ এক হলে কেন মানবে না তারা। আর যদি বা নাই মানে তবে alternative way তো আছেই =D সেটা নাহয় পরবর্তী হাতিয়ার হিসেবে রেখে দিলাম।

sathe aci.

শুরুর দিক থেকেই সাথে আছি!

achi vai apnar sathe

    @মৃন্ময়: ধন্যবাধ, ভাই 🙂 আমি এখানে শুধু একা না। আপ্নারা সবাই আছেন, এমনকি ইভেন্ট এর হোস্টও কিন্তু আমি না। আমার দায়িত্ব ছিলো টেকটিউন্স লাভারদের মাঝে এই আন্দোলন ছরিয়ে দেওয়া। আমি তারই চেষ্টা করে যাচ্ছি 🙂

Level 0

ভাই আ্মায় হেলফ করেন . আমি কিছু ফন্ট ডাউনলোড করছি.কিন্তু মজিলা তে chorme এ লিখতে পারছি না. আর ফেইসবুক ও কোন status. page name o dite parci na… আমার ইমেল [email protected]

    @FI.SHUVO: আপনি নেট থেকে বাংলা ফন্ট নামিয়ে নিন। অথবা মজিলার > option > Content > font and colors > advanced > fonts for bangla সিলেক্ট করে নিচের প্রথমটা শেরিফ আর পরের সবগুলা ছিয়াম রুপালি সিলেক্ট করুন…আশা করি ঠিক হবে 🙂

ডিজিটাল বাংলাদেশের কথাই তরুন প্রজন্ম এই সরকার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন।আজ সেটা নিয়েই আপনাদের আন্দোলন করতে হচ্ছে…।আফসোস।রক্ত শুষে ফেলার পর আমরা বুঝতে পারি

@রায়হান: এই জায়গাতেও পেইজের অ্যাড দেন কিজন্য? মাথায় সমস্যা আছে নাকি?

পাশেই থাকবো ইনশাল্লাহ।

APNAR SATHE ASI BRO……………………………………………..

ভাইজান,
সাথে আছি। কিন্তু আপ্নারা আন্দোলনকারীরা একটু organized থাইকেন। আর আমার মতামত হল আরেকটা point যোগ করা যাইতে পারে –
দাম কমানোর জন্য দরকার হইলে সবাই মিলে এক মাস use করা বন্ধ রাখা উচিত(নিজেদের বৃহৎ স্বার্থে)।জানি এইটা অনেক দুরহ কিন্তু – কষ্টের পরেই স্বস্তি।
পরিশেষে, Plz সবাই এগিয়ে আসুন। এত শোষণ আর ভাল্লাগে না।

জিপির customar care এর সাথে ইন্টারনেট নিয়ে কথাবার্তা ,facebook এ এই অডিও ফাইল টি পাওয়া গেছে। শুনে দেখুন কি বলছে। অডিও ডাউনলোড লিংক http://www.4shared.com/file/ccRbd2cR/RangaReal.html

I am giving a list of packages only for 2G(250kbps)|3G(512kbps)|3G(1mbps):[all valid:1 month]
100MB:5tk|7tk|9tk
500MB:20tk|25tk|30tk
1GB:50tk|60tk|70tk
5GB:100tk|120tk|140tk
10GB:x|200tk|250tk
Unlmtd(no FUP):200tk|300tk|400tk
Night time unlmtd:(no FUP):110tk|130tk|150tk
*Share please 😀