***3D মুভি!!!আমার কিছু অভিজ্ঞতা ***

3D মুভি মানেই তো প্রথাগত Film ধারনার বাইরে সম্পূর্ণ এক ধরনের অভিজ্ঞতা।বিভিন্ন ব্লগ ও ইন্টারনেট ঘেটে 3D মুভি নিয়ে অনেক review পড়ে 3D মুভির প্রতি আমার আগ্রহ জমে ।

...মফস্বল এলাকার ছেলে বলে 3D গ্লাস বা 3D মুভি কোনটাই সংগ্রহ করার সুযোগ আমার ছিল না,কিন্তু 3D মুভি experience করার ইচ্ছাটা আমার কোন দিনও কমে নি।

....যাই হোক হঠাৎ করেই techtunes এর সাথে পরিচয়....techtunes ও অন্যান্য বেশ কয়েকটা ব্লগে 3D মুভি নিয়ে বেশ কয়েকটা টিউনও দেখলাম।

2D to 3D মুভি converter ও নিজে নিজে 3D গ্লাস বানানোর বেশ কয়েকটা পদ্ধতি দেখে খুবই উৎসাহিত বোধ করি(Youtube এ বেশ কয়েকটা Video tutorial ও দেখেছি)।

….কাউকে ছোট করে নয় honestly বলতে গেলে আমি সব কয়টা পদ্ধতি follow করলেও কাজের কাজ কিছুই হয় নাই(অন্তত বলতে পারি আমি successful হতে পারি নাই)।

…অতঃপর একটা কাজে ঢাকা শহরে যাওয়ার প্রয়োজন পরে। তখনই সিদ্ধান্ত নিলাম একটা 3D গ্লাস নিয়েই যাব। বসুন্ধরা সিটিতে খোজ করতেই পেয়ে গেলাম আমার সেই কাখ্ঙিক 3D গ্লাস(যদিও ঐটা খুব বেশী ভালো মানের ছিল না),সাথে 2/3 টা  original 3D মুভি কিনলাম।

আমারে আর পায় কে!!! আমি মোটামোটি আমার উদ্দেশ্যে সফল। এখন আমার 75Hz এর মনিটর দিয়ে ভালোই 3D মুভি enjoy করতেছি(আমার মনে হয় মনিটর খুব একটা বড় ফ্যাক্ট না)।

যাই হোক কাজের কথায় আসি(সব টিউনারদের প্রতি সম্মান রেখেই বলছি),নিচের বাণী(!!!) গুলা follow করলে আপনিও সফলভাবে আপনার কম্পুতে 3D মুভি Enjoy করতে পারবেন ইনশা-আল্লাহ>>

১.Homemade 3D গ্লাস দিয়ে আপনি 10% ও মুভির 3D effect পাবেন না আশাকরি(আমি অনেক চেস্টা করেও পাইনি),তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা কিনে নিতে পারেন। কেনার আগ পর্যন্ত বৃথা চেষ্টা না করাই ভালো,আমি নিশ্চিত আপনি সফল হতে পারবেন না।

২. 2D থেকে 3D তে Convert করা মুভিতে আপনি 10% ও 3D effect পাবেন না। এমনকি  KmPlayer/Power DVD Player এ যে 3D option টা আছে ঐটা দিয়ে কোন কাজাই হয় না,পুরাই ফালতু।Original 3D মুভি সংগ্রহ করে চেষ্টা করুন।

অবশ্যই 3Dএর আসল মজা পাবেন।So, যেকোন 2D to 3D মুভি প্লেয়ার বা Converter ব্যবহার করে দেখতে পারেন। আমি নিশ্চিত আপনি সাফল্য পাবেন না!!!

৩. আপনি যদি 2D থেকে 3D তে convert করা মুভি 3D গ্লাস সহ দেখেন তাও আপনি সফল হবেন না। একমাত্র 3D গ্লাস ও original 3D(Convert করা না) মুভি এর সমন্বয়েই আপনি পাবেন real 3D এর মজা।

৪. Original 3D মুভি আপনি যেকোন প্লেয়ার দিয়েই play করতে পারেন,সমস্যা হবে না।আর একটি কথা monitor এর refresh rate(Hz)যত বেশী হবে ততই ভালো। আমার Monitor এ(75Hz) ভালোই চলে।কনো সমস্যা হয় না।আপনার monitor এ এর চেয়ে বেশী Hz হলে অবশ্যই ভালো।

উপরোক্ত বিষয়গুলার সাথে যারা পরিচিত নন specially তাদের জন্যই আজকের টিউনটি করা।সম্ভবত খুব ভালো করে করে গুছিয়ে লিখতে পারি নাই,এরপরও কোন জিজ্ঞাসা কমেন্টে জানাবেন…

Level 0

আমি mizan065। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির প্রেমে বর্শিবূত হইয়া টেকটিউনসের পানে পা বারাইলাম.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ উত্তম পোষ্ট সাথে শুভেচ্ছা রইলো

bhai, সাধারন মনিটরে কাজ হবে? মানে ল্যাপটপের LCD দিয়ে? নাকি 3D monitor লাগবে?
আর monitor এর refresh rate(Hz) ক্যামনে দেখব?
আপনার ত্রিডি গ্লাস কত পড়ছে?

    Level 0

    @একজন “স্বপ্নচারী”:না ভাই 3D মনিটর না হলেও চলবে…হুমম,ল্যাপটপের মনিটর দিয়ে হবে…refresh rate দেখার জন্য run>>dxdiag তে যাওয়ার পর display click করুন…মনিটরের resulation এর পাশে refresh rate দেখতে পাবেন….এছাড়া graphics properties খেকেও দেখে নিতে পারেন…

Level 0

ভালো লাগলো।
বসুন্ধরাতে যখন গেলেনই, তখন সেখানে সিনেমা হলে গিয়ে একটা 3D movie দেখে নিলে মনের মধে্য একটু শান্তি পেতেন না?

    Level 0

    @LIMON:দেখছি ভাই…”Amaizing Spiderman”…পুরাই পাঙ্খা…

      Level 0

      @mizan065: আমি AVENGERS দেখছি, পুরাই মাথা নষ্ট! Iron Man 3 এর অপক্ষায় আছি।

আপনি কোন ধরনের ৩ডি গ্লাস কিনেছেন?৩ডি গ্লাস কিন্তু অনেক ধরনের।আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি RED & CYAN কালার এর গ্লাস কিনেছেন।এটা সনাতন পদ্ধতি।( Stereoscopic System) ।
নতুন পদ্ধতিতে ৩ডি অনেক ব্যয় বহুল।
নতুন পদ্ধতির ৩ডি গ্লাসের সর্বনিন্ম দাম হবে ২০০০টাকা।টিভি হতে হবে ১২০Hz এর।

আমার কাছে ৬টা লাল+বেগুনি কালার এর ৩ডি গ্লাস রয়েছে।নেট থেকে নামানো অনেক ৩ডি মুভি রয়েছে।দেখতে মজা লাগে কিন্তু এর প্রধান সমস্যা হলো চোখের দারুন ক্ষতি করে।

আপনার কেনা সরঞ্জাম গুলোর দামের ব্যাখ্যা দিলে ভালো হয়।

    Level 0

    @মুকুট: না ভাই…আমার গ্লাস টা Red & Blue….দাম 350 টাকা রাখছে। 3 টা মুভি 100 টাকা । হ্যাঁ,এটা সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতি ব্যয়বহুল বলেই সনাতন পদ্ধতিতে চেখে দেখলাম…

      @mizan065: মোটামুটি আধুনিক পদ্ধতি দেখতে চাইলে সিনেপ্লেক্সে দেখতে পারেন।পুরা মাথা খারাপ।আমি এখন বাসায় দেখি।মানে খেলি আরকি।এভেঞ্জার দেখতে গিয়েছিলাম।HAWKEYE তীর মারে তা মনে হয় যেন আমার বাম চোখে এসে লাগলো।হেলিকপ্টার ল্যান্ড করে তা মনে হয়, আমার মাথার উপরে বাম দিক থেকেই উড়ে গিয়ে একদম সামনে ল্যান্ড করল,মনে হয় যেন এক্ষনি রোটরের বাতাসে উড়ে যাবো।
      🙂

    @মুকুট: ভাইজান, আপনার সাথে আমি পুরোপুরি সহমত। কিছুক্ষন RED & CYAN কালার এর গ্লাস দিয়ে দেখলে আমার চোখ ভীষণ ব্যাথা করে। এজন্য এবার ভাবছি একটা ৪০” 3ডি টিভি কিনে ফেলবো এবার। যদি কারো কাস্টমস এর চার্জ সম্পর্কে ধারণা থাকে তাহলে প্লিজ জানাবেন এর জন্য কতো লাগতে পারে।

RED & CYAN এর 3D সিস্টেম কে বলে Anaglyph 3D যেটা কিনা আবিষ্কার হয়েছিল রানী এলিজাবেথ এর সময় এটা সর্বপ্রথম আবিষ্কৃত পদ্ধতি। যা কিনা আপনাকে 3D সম্পরকে একটা ধারনা দিতে পারে 3D মুভি চালানোর জন্য সবচেয়ে আধুনিক পদ্ধতি হল polarization সিস্টেম। এর জন্য সব কিছুই স্টেরিও হতে হয় অর্থাৎ মুভি ফাইল, ডিসপ্লে সব। এবং এটা দেখার জন্য polarized গ্লাস ব্যাবহার করা হয়।
https://www.facebook.com/unimaxbdltd?ref=tn_tnmn

যদি কেউ মিনি ব্যবসা করার উদ্দেশে 3D থিয়েটার বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
skype: unimaxbdltd
FB fan page: https://www.facebook.com/Unimax.Advertising?ref=hl

3D গ্লাস সর্বনিম্ন এবং সর্ব্বোচ্চ দাম কত কেউ জানাবেন কি? যেটা ঢাকায় পাওয়া যায়। 3D এর মাধ্যমে movie দেখলে কি রকম দেখা যায় কেও বললে ভাল হয়।

    Level 0

    @গেমস মাস্টার: সর্বনিম্ন 300/350 টাকায় পাবেন।…যদি original 3D মুভি হয় তাহলে ভালোই 3D effect পাবেন…

vai amr kase ekta polarized 3d cosma ase..seta star cineplex e te use kra hy..ek vaia ene dice..bt ami bujhci na j kon format er 3d movie eta dia dekhte parbo..one khojakhujir poro valo kisu pelam na.. keu jodi emn kisu movie or videor link dite paren..khub upokar hy..amr monitor samsung lcd19” r amr kase pray 1TB blueray movieo ase..so keu jodi valokno 3d converter dite paren khub upokar hy..

    Level 0

    @সুব্রত সরকার: convert করা 3D মুভিতে আপনি 3D effect পাবেন না নিশ্চিত….খুব সম্ভবত polarized 3D চশমা দিয়ে দেখার জন্য 3D monitor লাগে,আমি সঠিক জানি না তাই কোন উপকার করতে পারলাম না…

Level 0

ভাই আমি আপনার সাথে ১০০% সহমত, এবং আপনার সাথে আমার ঘটনা ৯৯ভাগ মিলে গেসে।techtunes এ বেশ কয়েকটা টিউন দেখার পর অনেক সময়,অর্থ ব্যায় করেছি এখন আগ্রহ হারিয়ে ফেলেছি।
আপনি original 3D মুভি কত টাকা দিয়ে কিনলেন? মুভির সাইজ কত জিবি?

    Level 0

    @James: 3 মুভি =100টাকা । Size 10GB এর মতো হবে…

      Level 0

      @mizan065: 10GB movie এটা নেয়ার জন্য কি পোর্টেবল hdd নিয়ে গিয়েছিলেন?বসুন্ধরা সিটিতে কোন ফ্লোরে পাওয়া যায়?

ভাই anaglyph 3D তে যেটা আমার সবচেয়ে বড় সমস্যা সেটা হল চোখ থেকে 3D glass খোলার পর একচোখে লাল আরেক চোখে নিল দেখি। মানে আসল দুনিয়া তে anaglyph effect চলে আসে। এবং সেটা normal হতে বেশ সময় নেয়। আমি এমনিতে চশমা ব্যবহার করি। জানি না সে জন্যই কিনা। তবে এ সম্পর্কে আর সবার মতামত জানতে চাচ্ছি।

    Level 0

    @অমিতাভ মণ্ডল: হ্যাঁ ভাই। আপনি ঠিক বলেছেন। আমার্ও চোখে ব্যথা হয়ে যায় তবে একচোখে লাল অন্য চোখে নীল এরকম হয় না অবশ্য..

Level 0

vhai amar monitor 60Hertz…….atate ki 3d dekha shomvhob ?

প্রতিবাদী কন্ঠ !!!!!!!!!!!!!

@সুব্রত সরকারঃ ভাই polarized glass এর ভেতরে আবার অনেক রকম ক্লাসিফিকেসন আছে, তবে সব চেয়ে বেশি ব্যাবহৃত হয় লিনিয়ার টাইপ এবং সারকুলার টাইপ গ্লাস । বসুন্ধরা সিনেপ্লেক্স এ লিনিয়ার টাইপ প্রজেকশন পদ্ধতিতে বসানো হয়েছে। আর polarized glass দিয়ে 3D মুভি দেখার জন্য অবশ্যই আপনার স্টেরিও মনিটর বা 3D মনিটর থাকতে হবে তবে আপনি সনি এর 3D টিভি তে চেষ্টা করে দেখতে পারেন
আমাদের সাধারন CRT অথবা LCD অথবা LED অথবা আমাদের Laptop এর মনিটর দিয়ে শুধুমাত্র anaglyph 3D দেখা সম্ভব। এবং এটা দেখার জন্য RED and CYAN anaglyph glass ব্যাবহার করা হয়।
আমি আগেও বলেছি এটা কোন ভাবেই আপনাকে 3D effect এর আনন্দ দিতে পারবেনা তবে 3D সম্পরকে প্রাথমিক ধারণা দিতে পারবে। ধন্যবাদ।
Facebokk আমিঃ https://www.facebook.com/unimaxbdltd
Fan page: https://www.facebook.com/Unimax.Advertising?ref=hl

IDB ভবনে কি 1000টাকার মধ্যে মোটামুটি মানের 3D glass পাব?কোন দোকানটায়?

3D movie download করতে এই site টি visit করতে পারেন
http://freeanymoviedownload.blogspot.com/

Level 0

যথার্থই । ধন্যবাদ ।

post ti pore onek valo laglo

চট্টগ্রামে 3D গ্লাস কোথায় পাব ?

    Level 0

    @ফয়সাল আবেদীন: হ্যাঁ ভাই হবে…তবে original 3D মূভি লাগবে, গ্লাস তো লাগবেই…আশাকরি ভালোই 3D effect পাবেন…

Level 0

ভাই আমার মনিটর এর রিফ্রেশ রেট 60 Hz. আমার কি হবে না :'(

    Level 0

    @HeMaLoY: @HeMaLoY: @mizan065: হ্যাঁ ভাই হবে…তবে original 3D মূভি লাগবে, গ্লাস তো লাগবেই…আশাকরি ভালোই 3D effect পাবেন…

না ।
Original 3D দেখার জন্য যা যা লাগবে
০১. ১২০ Hz Monitor
০২. Nvidia 3D Vision Surround Graphics card
০৩. 3D Vision Wired Glass

vai..glass ta jokhon paicilam 1st e onnek khusi hoicilam..ei vebe j jak ebr orijinal 3d dekhte parbo…bt amr sob asa ses hoia gelo ..:( r amr obostha eto valo na j ekhn 3d tv or monitor kinte parbo…so vabtecii glass tare sundor koira showcase e tuilla rakhi..:'( e cara r kisue korar nai..:(

@ tasnim vai Nvidia 3D Vision Surround Graphics card er kono model er nam jodi bolten sathe price…tobe ektu upokar hy..amr budget mtamuti 30000 er mto..

@mizan065: এতদিন পর Reply দেয়ার জন্য ধন্যবাদ। আমি গ্লাস দিয়ে অনেক চেষ্টা করেছি। আসল 3D movie অ ছিল। কিন্তু কাজ হয় নাই। দুই কালার আর দুই উইন্ডো দুইটাই পরখ করেছি। লাভ হয় নাই। 🙁

আমরা সাধারণত ঘরে বসে যে 3D দেখি সেটাতে Original আসলে 3D এর কোনো মজা ই নাই। এটা Homemade 3D যা অনেক পুরাতন প্রযুক্তি যার নাম Anaglyph 3D.
এর জন্য তেমন কিছুই প্রয়োজন নাই। যেকোনো সাধারণ মনিটরে, যেকোনো মিডিয়া প্লেয়ারে প্লে করে দেখা যাবে। তবে এর জন্য প্রয়োজন Red-Cyan (Colored Anagylph) glass আর 2D থেকে কনভার্ট করা যেকোনো মুভি। এক্ষেত্রে যেকোনো Converter software ইউজ করতে পারেন। যেমন Xilisoft Converter অথবা 2D মুভিকে KMPlayer এ play করে নিচের 3D বাটন এ click করে দেখতে পারেন।
তবে হ্যা, এতে 3D effect খুব কম ই বুঝা যাবে। পুরোটা স্ক্রিন জুড়ে শুধু লাল আর নীল রঙ্গের ছড়াছড়ি দেখবেন যা চোখের জন্য প্রচন্ড ক্ষতিকর. এই ধরনের 3D তে কোনো ফিলিংস ই পাবেন না।
এবার আসি আসল 3D তে যা নতুন প্রযুক্তি Stereoscopic 3D নামে পরিচিত। এটা Anaglyph এর Red-Cyan প্রযুক্তির পরিবর্তে Polarization প্রযুক্তি ব্যাবহৃত হয়। এ ধরনের 3D system অত্যন্ত, অত্যন্ত ব্যায়বহুল। (বড়লোকের কারবার আরকি, খরচ কয়েক লাখ তো যাবেই) 😛
প্রথমে দরকার একটি Full 3D Screen এর (3D Monitor or 3D TV) যাই হোক না কেনো। (3D screen এর যা দাম, আর কিছু বললাম না) দরকার 3D Polarized Stereoscopic 3D glass (এর দুই চোখের glass দুটিই হয় normal glass এর মতো সাদা অথবা দুটিই কালো হবে) এরও দাম অনেক at least 3-4 হাজার টাকা। আবার লাগবে Full 3D movie (কনভার্ট করা কোনো মুভিতে কাজ হবেনা, যে মুভিগুলো প্রথম থেকেই 3D মানে যে মুভিগুলো 3D camera দিয়ে ধারনকৃত সেই মুভি লাগবে) আবার দরকার হবে AGP (3D Graphics Card) এর লাগবে 3D driver software. যেমন – nVidia Vision 3D driver. মুভিগুলো প্লে করতে লাগবে 3D media player software. যেমন- Stereoscopic Player 3D অথবা Cyberlink PowerDVD Player অথবা Corel WinDVD Player (নরমাল কোনো মিডিয়া প্লেয়ারে হবে না)
আর 3D সিস্টেম এর জন্য আপনি চান তো 3D surround sound Dolby 7.1 surround system এর 3D sound card ও নিতে পারেন।
অতঃপর একমাত্র তারপর ই আপনি Real Full 3D দেখার মজা নিতে পারেন। তবে তারজন্য আপনার বাপের টাকা থাকতে হবে আরকি, হা হা 😛
আর যদি VR-Virtual Reality সম্পর্কে জানেন তাহলে তো আরো ভালো। জিনিসটা বিদেশেই নতুন প্রযুক্তি। কিন্তুু তারা এটা দিয়ে যে ফিলিংস নেয় তা আমাদের বাপের জন্মে সম্ভব কিনা আমি জানিনা। তারা full 3D তে Virtual Reality উপভোগ করে। ফিলিং হইতাছে “আমি আর এ দুনিয়াতে নাই, যে ভিডিওটা আপনি 3D তে VR এ দেখবেন আপনার সম্পূর্ণভাবে মনে হবে আপনি নিজে, জ্বি আপনি নিজেই সে ভিডিওর ভিতরে ঢুকে গেছেন” তাও দেখতেছেন আবার real 3D তে, তাইলে বুঝেন এর ফিলিংস।