ডিজিটাল চুরি !!! তাও আবার রাঘব বোয়ালের

গতকাল আমি আর মুনিম ভাই ( newboy ) ফার্মগেট এর পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম । মুনিম ভাইয়ের ল্যাপটপ এ আমার ফ্রিলান্সার ডট কমের ইউজারনেমটি লিখে সার্চ দেয়ার পর দেখলাম বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইটে আমার ইউজারনেমটি দেখা যাচ্ছে , কৌতূহল হইলো । ক্লিক করতে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হওয়া শুরু হইলো । ডাউনলোড শেষ হইলে ওপেন করে বেশ অবাক হলাম , ফ্রিলান্সিং এর উপর আমি বেশ কিছু টিউন লিখেছিলাম চেইন টিউন আকারে । সেই টিউনগুলাই সংকলন করা হইছে ।
দেখে বেশ ভালোই লাগলো , টিউনগুলা তো আমি লিখেছি সবাইকে সাহায্য করার জন্য তাইনা , সরকার ও যদি নিয়া সবার সাথে শেয়ার করে তাহলে তো আরও ভালো । কিন্তু আকাশ থেকে পড়লাম যখন দেখলাম আমার নামের জায়গায় "সাকিল আহমেদ" লেখা । এতো কষ্ট কইরা হাজার হাজার শব্দের একেকটা টিউন লিখছি , আমাকে কোন ক্রেডিট তো দেয়নি তার উপর আমার নাম পরিবর্তন করে নিজের নাম দিয়া দিছে , এইটাকে আমি কি বলবো ??? ডিজিটাল চুরি বললে কি ভুল হবে ।

খোজ শুরু করলাম এই কাজটা কে করছে । প্রথমেই সরকারি এই ওয়েবসাইটটা হইলো ঃ  ই তথ্য কোষ (http://infokosh.bangladesh.gov.bd)

এই লিঙ্ক ( http://infokosh.bangladesh.gov.bd/list.php?category_id=359 )  এ আসলে প্রথম যে ডকুমেন্ট টা দেখা যায় সেইটাই আমার টিউনের কপি পিডিএফ আকারে ( http://infokosh.bangladesh.gov.bd/files/5892.pdf )

আর আমার টিউনের লিঙ্ক  : https://www.techtunes.io/freelancing/tune-id/50345    আপনারা যদি পিডিএফ ফাইলটা এবং আমার টিউন টা পাশাপাশী ওপেন করেন তাহলেই বুঝতে পারবেন ।

খেয়াল করুন আপলোড এর তারিখ ০১ - ০৩  - ২০১২ , যেখানে আমার টিউন টা টেকটিউন্সে পাবলিশ হয়েছে ২ ফেব্রুয়ারি ২০১১ তে । তারপর দেখলাম তথ্য সরবরাহকারী হচ্ছে  Saffron Corporation ।

মনে প্রশ্ন জাগল কে এই  Saffron Corporation , গুগল এ সার্চ দিয়ে যা পেলাম তা বেশ ভয়ঙ্কর । এরা তো রাঘববোয়াল , Saffron Corporation এর ওয়েবসাইটটা (saffroncorporation.com) ভাঙ্গাচুরা হইলেও তারা বাংলাদেশি অনেক সরকারি ওয়েবসাইট তৈরি করেছে । যেমন  http://www.nctb.gov.bd/ , http://www.ebook.gov.bd/ ,http://oems.jessoreboard.gov.bd/ , http://esif.sylhetboard.gov.bd/

বাংলাদেশি সরকারি ওয়েবসাইট যারা বানায় , তারা যদি কোন টিউনারের লেখা চুরি করে নিজের নাম এ চালায় দেয় তাহলে কেমন লাগে বলেন আপনারা ।

আমি কপিরাইট বা অন্যকিছু ভাবছি না, আমার এই টিউনগুলা অনেক ওয়েবসাইটে , ব্লগে শেয়ার করা হয়েছে । সবাই শেয়ার করুক কোন আপত্তি নাই , কিন্তু লেখার শেষ এ আমাকে এক লাইনের ক্রেডিট দিলে কি তাদের ক্ষতি হয়ে যেত । ক্রেডিট দিতে কার্পণ্য হয় বুঝলাম , কিন্তু আমার নামের জায়গায় নিজের নাম বসায় দেয়া কোন দেশের ভদ্রতা ?  নিজের ছবিটা দেখুন

দেখুন এক জায়গা থেকে আমার নাম পরিবর্তন করছে কিন্তু লেখার ভিতরে আমার নাম রয়ে গেছে সেই খেয়াল আর নাই । আশাকরি সবার কাছে এইটা এখন প্রমান হয়ে গেছে । (এইটা মুনিম ভাই বের করছে , তার ক্রেডিট দিয়া দিলাম )

Saffron Corporation এর ওয়েবসাইট থেকে ওদের নাম্বার খুজে বের করে ফোন দিলাম , কেউ ধরল না ।   http://infokosh.bangladesh.gov.bd  এর যোগাযোগের নাম্বার খুজে বের করে ফোন দিলাম , ৫ জায়গায় ঘুরায়ে অতপর একজন ভদ্রমহিলার কাছে ফোন পৌঁছল । উনি আমার কথা বুঝলেন কিনা জানি না , আমাকে উনার ইমেইল এড্রেস দিয়ে পুরা ডিটেইলস জানাতে বললেন , ফোন এ বুঝলেন না, ইমেইল এ কিভাবে বুঝবেন তা আমি জানি না ।

Techtunes.com.bd এর টিউনার অধিকার  ১.৩ ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব টিউনারের বলে গণ্য হবে।  সেই অনুযায়ী অবশ্যই লেখাটির স্বত্ব আমার । সবাই এইটা শেয়ার করেন , কিন্তু নিজের লেখা বলে প্রচার করবেন কেন ?

ডিজিটাল বাংলাদেশের ভিত্তি যদি এইরকম চোট্টামি দিয়া হয় তাহলে তো খবরই আছে । Saffron Corporation যারা বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বানায় , তারা যদি আমাদের মত টিউনারের লেখা চুরি করে নিজেদের নামে চালিয়ে দেয় , তাহলে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি । তার উপর লেখাটা ২ বছর পুরাতন । ফ্রিলান্সার ডট কমের চেহার সুরত , নিয়ম কানুন সব পরিবর্তন হয়ে গেছে । ওই ডকুমেন্ট দেখে সবাই আরও বিভ্রান্ত হইতে পারে । আর কিছু বলার নাই । আমার কাছে খারাপ লাগছে তাই শেয়ার করলাম । সবাই ভালো থাকবেন ।

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

saffron corporation এর তৈরি সাইটেও বিভিন্ন সমস্যা

    Level New

    @rasel mia: ওদের নিজেদের ডোমেইন এর অবস্থাই তো খারাপ

Level 0

আমিও মনে হয় Saffron এর প্রোগ্রামারদের চেয়ে ভালো সাইট বানাতে পারব 😆
আপনার ক্ষেত্রে যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক 🙁 । কি করবেন বলেন, বাংলাদেশে কপিরাইট Act এর করুণ দশার কারণের ব্যাটারা এমনটা করতে সাহস পায়। সময় থাকতে বাকি টিউন গুলো DMCA দিয়ে প্রটেক্ট করেন, নাহলে পস্তাবেন 🙁

    Level New

    @BotMaster: ভাই পস্তানোর কিছু নাই , টিউন কইরা তো আর সংসার চালাই না। তবে খারাপ লাগে ।

apni tobuo apnar churi dhorte parsen..but aro koto joner information idea churi hossa protidin seta bhoyto se nijo jane na

Level New

ekta mamla diya den Copyright aine.

    Level New

    @saif_precio: বাংলাদেশের কপিরাইট আইন কি তাই তো জানি না ।

Mamla den naile kuttar …. Ra apnar against e mamla dite pare…

Ki korben vai chorer dese jonmaici amra valo kam korle mair ar kharap kaj korle bole sabash bagher bacha…

Tao akta mamla dia dekhen kisu korte paren kina..

    Level New

    @navid.rashik: ভাই আপনার ক্ষোভ আমি বুঝি কিন্ত গালাগালির দরকার নাই , মানুষ আমাদেরকেই খারাপ বলবে তাইলে ।

Level 2

apnar tune pore onek kosto laglo. 🙁

    Level New

    @farhadjoy: ভাই আপনাদের কষ্ট দিতে তো লিখি নাই, তবে এদের কাজকারবার মানুষ জানুক ।

“saffroncorporation.com এর জালিয়াতি” নামের নতুন একটা টিউন করেন। পারলে এক কপি ওদের মেইল করে দেন। এর পর ইন্টারনেটে ছড়িয়ে দিন। পারলে তথ্য মন্ত্রনালয়ে এক কপি মেইল করেন। টেক টিউন্স মডারেটর দের অনুরোধ করুন এহেন চোর দের সদস্য পদ বাতিল করতে। এতে করে পরবর্তীতে কোন মন্ত্রনালয় তাদের সার্ভার তৈরীতে saffroncorporation.com সম্পর্কে সার্চ করলে এদের জালিয়াতি ধরতে পারে এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

    Level New

    @Al Shahriat Karim: খাইছে , ভাই আপনার সাথে এইরকম কিছু করলে ওদের খবর ছিল ।

    @Al Shahriat Karim: Shohomot…..Onar Steps Gula Follow koren..Naile Ajke Apnar Ekta Churi Gese..Kalke arekta jabe Othoba Onno karo churi hobe…

    Level 0

    @Al Shahriat Karim: আইডিয়া কিন্তু খারাপ না।

Level 2

অন্যের মেধাকে সম্মান করার জ্ঞান যাদের নেই তাদেরকে কি জ্ঞানী বলা যায়? সরকারী কাজের সবকিছুতেই অবহেলা। শুধু দুর্নিতীটা যত্নসহকারে করা হয় যাতে পাবলিক জানতে না পারে।

    Level New

    @Kamrul Cox: সরকারি ওয়েবসাইট গুলান দেখলে মনে হয় বাংলাদেশ এখনও উইন্ডোজ ৯৫ ব্যবহার করে । অথচ সারা পৃথিবীর কত নামকরা ওয়েবসাইট আমরা বানাচ্ছি ।

saffroncorporation.com এরা তেমন কোনও হাই ফাই কিছু না । সরকারী ওয়েবসাইট গুলো এই টাইপ এর চোর দের থেকে বানাই বলে এই অবস্থা । সরকার তো আর ভালো লোক খুজে না । টাকা মারার ধানধা করে !

khati chur.

Apni bollen j apni sei company te phn dia jiges korsen tara eta kano korese? R tara apnar kotha suia nischoi akash thkee porese taina? So apni ba kivabe eta sha korlen j chor chachor der apni jiges korben tumi ki churi koreso? R chor batpar apanar kase sathe sathe shikar korbe ji vai ami churi koresi amak maf koira den! R a vai jani tune koira songsar chalan na… Tobu tara kano batpari korbe, zekhane tara naki onek sorkari site develop korese… nai eitao chapa etao vebe dekhte hobe… jai hok apnar koster fol onno keu kan vig korbe? DMCA message pathya den sei sathe Google mama keo ei bisoy a report koren r ekta signed proof send koren tarao search result thkee oi batpar der site er naam nishana soriye felbe zodi apni sob kisu Google mamar kase proof korte paren. Zai hok valo thakben… R mone rakhben “Onnay z kore r onnay j sohe dujon e soman oporadhi” Amar bissas apni ei onnayer protibad chalu rakhben.

    Level New

    @techtunes.protibad: ভাই, আমি ওদের নাম্বার এ ফোন দিছিলাম, রিসিভ করে না। আর ওরা সরকারি ওয়েবসাইট বানায় , কারন সরকারি ওয়েবসাইট গুলার ফুটার এর লেখা powered by saffron corporation

Apni bollen j apni sei company te phn dia jiges korsen tara eta kano korese? R tara apnar kotha suina nischoi akash theke porese taina? So apni e ba kivabe eta asha korlen j chor chachor batpar der apni jiges korben tumi ki churi koreso? R chor batpar apanar kase sathe sathe shikar korbe ji vai ami churi koresi ami chor amak maf koira den! R a vai jani tune koira songsar chalan na… Tobu tara kano batpari korbe, zekhane tara naki onek sorkari site develop korese… naki eitao chapa etao vebe dekhte hobe… jai hok apnar koster fol onno keu kan vig korbe? DMCA message pathya den sei sathe Google mama keo ei bisoy a report koren r ekta signed proof send koren tarao search result thkee oi batpar der site er naam nishana soriye felbe, tobe zodi apni sob kisu Google mamar kase proof korte paren. Zai hok valo thakben… R mone rakhben “Onnay z kore r onnay j sohe dujon e soman oporadhi” Amar bissas apni ei onnayer protibad jari rakhben.

Request hackers to hack their website,these are real theves of bangladesh 😐

    Level New

    @Iron maiden: ভাই ওদের নিজেদের সাইট তো মনে হয় অলরেডি হ্যাক হয়ে পরে আছে । বিশ্বাস না হইলে এইখানে দেখেন saffroncorporation.com

Level 0

আপনার টিউন (ডকুমেন্ট) চুরি করে Saffron Corporation বানাইছে সরকারী ওয়েব।।। চোরে চোর চিনে; সরকারের লোকজন (কিছু ভাল থাকতে পারে এখনও ) যেমন চোর তাদের ওয়েব বানাইছে চোর এক প্রতিষ্ঠান। কি আর করবেন এত অন্যায়ের ভিতরে এটা তেমন কিছু না

ভাই যা হোক আমরা আপনাকে চিনি জানি। তারা আপনার লেখা চুরি করে কি করতে পারবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জানিনা। তবে আপনার টিউনগুলো পরে আমি উপকৃত হইছি। তা আবশ্যই চুরদের আপলোড এর আগে।

ভাই মন খারাপ করে আমাদের টিউন থেকে বিরত কইরেন না।

Level 0

নির্বাচিত মনোনীত হোক!! এই ধরনের চুরি অবশ্যই গ্রহন যোগ্য নয়।

    Level New

    @Sabbir: ওহ এইটা তাইলে আমগো সাব্বির ভাই । চিইনা থুইলাম ।

Level 0

fajlamo korar jaiga payna……er sothik somadhan proyojon. obossoi er sothik somadhan proyojon. kotripokkhor jothajotho dristi akorson korsi……..ritimoto dakati choltese amader deshe..

    Level New

    @ashrafarzu: কর্তৃপক্ষের সময় কই , বিশ্বাস করেন আমি যখন ইনফোকোষ থেকে নাম্বার নিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফোন দিলাম , তখন এক লোক আমাকে অনেক অভদ্রভাবেই জিজ্ঞাসা করছে , এই আপনি কে ? আপনি এখানে ফোন দিসেন কেন , আপনার পরিচয় কি ? আমি তো হতভম্ব । এরাই আবার করবে বিচার , আমাদের ২ লাইন কথা শোনার টাইম যাদের কাছে নাই ।

ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনে মাহাথির মুহাম্মাদ একটা কথা বলেছিলেন ” দুর্নিতী কোন সমস্যা নয় যতক্ষন পর্যন্ত সেটা টেবিলের নিচে থাকে, যখন সেটা টেবিলের উপরে উঠে যায় তখন সমস্যা”। কারন যতক্ষন এটা টেবিলের নিচে থাকে ততক্ষন মানুষের মধ্যে ভয় থাকে বা অপরাধবোধ থাকে যে সে খারাপ কাজ করছে, কিন্তু যখন টেবিলের উপরে উঠে যায় তখন সেই অপরাধ বোধ আর থাকে না। আমাদের দেশে এইটা টেবিলের উপরে উঠে গেছে। রাস্তাঘাটে দেখা যায় এখন দেখি online এও !!! সমবেদনা রইল ভাই

    @zulfikar: @সাব্বির: vai moha nayok Mahathir Mohammod chorom kotha boila gesen… tini j ki jinish ta sara dunya jane… matro 25 yrs a uni Malaysia k bisser onnotom sochchol dhoni raster porinot koresilen.. ji vai matro 25 yrs jeta may be amra 25 hazar bochoreo parbona… Batpar r chor dia deshta voira gese

    Level New

    @সাব্বির: ধন্যবাদ ভাই ।

ওদের যথেষ্ট শিক্ষার অভাব। তবুও ভাল এটা আপনার সাথে করেছে। আমার সাথে করলে ওদের বিরুদ্ধে “বাংলাদেশ কপিরাইট আইন” এ 12 ধারা অনুসারে লিখিত মামলা করতাম। আর আপনিও বসে থেকেন না। কামড়াতে না পারেন ফোঁস করে উঠুন।

    Level New

    @Al Shahriat Karim: হুম ভাবতেছি , শুধু ইনফোকোষ এ না, সব কয়টা পত্রিকায়ও ইমেইল করে দেব ।

Level 0

apner jnn onek kosto lagche kin2 kichu E korer ny aita amadr soner Bangladesh 🙁

    Level New

    @Rony: ভাই সোনার বাংলা এখন আর নাই , এখন হইলো ডিজিটাল বাংলাদেশ ।