দেশে আয়োজিত প্রথম ই-বানিজ্য মেলার দ্বিতীয় আসর এবার সিলেটে,থাকছে কুইজ সহ নানা আয়োজন

ই-কমার্স এর প্রতি মানুষের বিশেষ করে তরুন সমাজের আগ্রহ বেড়ে চলছে প্রতিদিন। যার প্রতিফলন দেখা গেছে কম্পিউটার জগৎ কর্তৃক আয়োজিত দেশের প্রথম ই-বানিজ্য মেলা প্রাঙ্গণে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এ মেলার ভূমিকা চোখে পড়ার মত। তরুন সমাজের ই-কমার্স এর উপর আগ্রহের কথা চিন্তা করে এবং দেশের সকল মানুষকে ই-কমার্সের প্রতি আরো সচেতন করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় মাসিক কম্পিউটার জগৎ এর ব্যবস্থাপনায় ৬টি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ই-বানিজ্য মেলা।

সেই ধারাবাহিকতায় ঢাকার পর এবার সিলেটে আয়োজিত হতে যাচ্ছে ই-বানিজ্য মেলা ২০১৩ এর দ্বিতীয় আসর। ৪ থেকে ৬ এপ্রিল,২০১৩ সিলেট জেলা স্টেডিয়াম (জিমনেশিয়াম),সিলেট এ আয়োজিত হবে ৩ দিন ব্যাপী এ মেলা।

এই মেলাকে আরো সুন্দর ও মনঃমুগ্ধকর করার জন্য আপনজোন.কম ও কম্পিউটার জগৎ এর উদ্যগে আয়োজিত হবে ২ পর্বের কুইজ প্রতিযোগীতা।

 

 

 

 

১ম পর্ব (অনলাইন কুইজ পর্ব) ঃ
১ হতে ৩ এপ্রিল অনলাইনে আয়োজিত হবে এ প্রতিযোগিতা। ফেসবুকে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়ে প্রতিদিন সঠিক উত্তর দাতাদের মধ্যে ২ জনকে বিজয়ী (একজন লটারীর মাধ্যমে ও একজন শুধু সিলেট থেকে উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে) নির্বাচিত করা হবে।
৩ দিনে, ৩ জন সাধারন বিজয়ী ও সিলেট থেকে ৩ জন বিজয়ী নির্বাচিত করা হবে।

কুইজের প্রশ্ন আপনজোন.কম এর ওয়েবসাইট (www.aponzone.com), ফেসবুক পেজ (www.facebook.com/aponzonebd), ই-কমার্স ফেয়ার এর ফেসবুক পেজ (www.facebook.com/ECommerceFair), কম্পিউটার জগৎ ফেসবুক পেজ (www.facebook.com/comjagat) এ পাওয়া যাবে।

প্রশ্নের উত্তর আপনজোন.কম এর ফেসবুক পেজ http://www.facebook.com/aponzonebd এ ম্যাসেজ করে পাঠাতে হবে।

২য় পর্ব (মেলা পর্ব) ঃ
৪ হতে ৬ এপ্রিল মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণে আয়োজিত হবে এ প্রতিযোগিতা। সরাসরি মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়ে প্রতিদিন সঠিক উত্তর দাতাদের মধ্যে ২ জনকে বিজয়ী নির্বাচিত করা হবে।
৩ দিনে, মোট ৬ জন বিজয়ী নির্বাচিত করা হবে।

১ম ও ২য় পর্বের কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা প্রত্যেকেই পাবেনঃ
১। ২০১৩ বইমেলার একটি নতুন বই
২। ১টি টি-শার্ট
৩। ১০০ টাকার ডিস্কাউন্ট কুপন
৪। ১টি মাসিক কম্পিউটার জগৎ এর সর্বশেষ ম্যাগাজিন

বিজয়ীদের উপহার মেলার সমাপনী অনুষ্ঠানে দেওয়া হবে।

বিস্তারিতঃ
1. http://www.aponzone.com/
2. http://www.e-commercefair.com
3. http://www.comjagat.com

Level 0

আমি asif ahnaf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

partner @ FRENZ ASIA CO.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo uddok