ভাইযান, নকল ডিম হতে সাবধান!!!

ছবিতে টিক চিহ্ন দেয়া ডিমটি কিন্তু কোন মুরগীর কাজ নয়। তাহলে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে, এই ডিম কী কোন মোরগ পেড়েছে? না আসলে তা নয়। ডিমটি চীনের একজনমানুষ পেড়েছে (বানিয়েছে)। আসলে ডিমটি নকল ডিম।


নকল ডিম তৈরি করতে যে সব রাসায়নিক দ্রব্য প্রয়োজন হবে সেগুলো হল: ক্যলসিয়াম কার্বনেট, রেজিন, গ্যালেটিন, স্টার্চ, এলাম এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য। নিচের ছবিটি দেখুন:

প্রথমে রাসায়নিক দ্রব্যগুলো একসাথে মেশানো হয়। এরপর গোলাকার ছাঁচের মাধ্যমে ডিমের কুসুমের আকৃতি বানানো হয়। এরপর রঞ্জক পদার্থ মিশিয়ে কুসুমের রং প্রদান করা হয়।


এরপর তরল ক্যলসিয়াম কার্বনেট দ্রবনে ডুবিয়ে ডিমের সাদা আকৃতি প্রদান করা হয়। প্যারাফিন ওয়াক্স ও জিপসাম পাউডার মিশিয়ে একে শুকিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে এটি ডিমের শক্ত সাদা অংশেরআকৃতি লাভ করে।



এবার আসুন ডিমটি অমলেট করা যাক। দেখুন একদম আসল অমলেট। স্বাদও মাঝে মধ‌্যে আসলের থেকে ভাল হয়। কিন্তু ফুড পয়জনিংয়ের কথা ভুলে গেলে চলবে না।


আর দাম? সেটা তো অবশ্যই কম। এর উৎপাদন খরচ ডিম প্রতি লেগেছে ¥0.23 অথবা ২.৪ টাকা যেখানে ১ টি ডিম এখন বাজারে পাওয়া যায় ৮ টাকাকরে। তো এবার আসুন মুরগী জাতিকে এবার একটু স্বস্থির নিঃস্বাস ফেলতে দেই।

বিস্তারিত জানুনঃ http://alltimebd.com

Level 0

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আহা কি আনন্দ আকাশে বাতাসে! http://tonginews.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিস্তারিত আসলে আমিও জ়ানিনা…………………।
তবে ২৫-০১-২০১০ তারিখে বিস্তারিত জ়ানাব। তার আগে শবুর করেন ভাই!!!!!!!!!!!

পুরানো কাহিনি………..

পোস্টের জন্যে ধন্যবাদ।

ভাইযান না, হবে ভাইজান।
আর আপনি সাইটের এ্যাড দিয়েছেন ভালো কথা। কিন্তু বিস্তারিত জানুন দিয়ে সাইটের লিংক প্রদান করা উচিত হয়নি। আপনার সাইটেতো এই বিষয়ে কিছুই নেই।

Level 0

এইটা অনেক আগে সুনছি.

china দের মাথার ভিতরে technology কিলবিল করে.

!!!!!!!!!!!!!!!!!!aita soneachi but ai dim ki khotikor.