অনলাইন অথবা ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে কেন এত অনীহা?

আমি জানি না আমার এ টিউন কার কাছে কেমন মনে হবে তারপরও লিখছি । বাংলাদেশর বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা নি:সন্ধেহে একটি সময় উপযোগী পদক্ষেপ। দেশের বিভিন্ন জায়গায় সভা, সেমিনারে মন্ত্রী, এম পি গণ ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কথা বলে থাকেন। আর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ইন্টারনেটের প্রসারের কোন বিকল্প নেই। ডিজিটাল ওয়ার্ল্ডে ইন্টারনেট একটি অনেক বড় অধ্যায়, কিন্তু বাংলাদেশেই কেন যেন ইন্টারনেট বা অনলাইন বেইস মার্কেটিং টাকে পাত্তাই দেওয়া হয় না।

আমরা যখন অনলাইনের বিজ্ঞাপন অথবা মার্কেটিং এর কথা বলি তখন খুব সহজেই বলে দেই দেশে কত জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমরা যদি এভাবে ভাবি দেশে এখন অনেক মানুষ ইন্টারনেট ব্যাবহার করছে । তা হলে কি খুব বেশী ক্ষতি হবে ? সবচেয়ে মজার ব্যাপার হল যারা ইন্টারনেট এ ব্যাবসা করছে তাদের মুখেও একই রকম কথা শুনা যায়। অথচ তারাই বিভিন্ন ভাবে বলে থাকে তাদের user নাকি লক্ষ ছাড়িয়ে কোটিতে। ব্যাপার টা যদি এমন হয় তাহলে দেশের সাধারন নাগরিক হিসেবে আমরা কোথায় যাবো ?

বাংলাদেশ কে যদি সত্যিই ডিজিটাল করতে হয় তাহলে বিষয় গুলো এখনি নজরে আনতে হবে বলে আমার মনে হয়েছে । তাছাড়া আমাদের সবারই একসাথে কাজ করতে হবে ইন্টারনেটকে জনপ্রিয় করতে । কারন সমগ্র ওয়ার্ল্ডের মানুষ ইন্টারনেট এর সাহায্যে অনেক কম সময়ে ও কম খরচে তাদের পণ্যকে সারা ওয়ার্ল্ডের কাছে পরিচিত করছে। কারন ইন্টারনেট এ বিজ্ঞাপন খরচ অনেক কম এতে করে পণ্যর উৎপাদন খরচও কমানো সম্ভব । আর উৎপাদন খরচ কমে গেলে পণ্যের দামে ও একটা ভালো প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস ।

তাছাড়া আমরা আমাদের  পণ্যের বিজ্ঞাপন গুলো যদি অনলাইন এর মাধ্যমে করি তাহলে দেশের ভোক্তার কাছে যেমন এটা প্রচার হবে তার সাথে সাথে  বিদেশের বাজারেও আমাদের পণ্যের একটা চাহিদা সৃষ্টি হবে । এতে করে বাংলাদেশে এক্সপোর্টের ও একটা সম্ভাবনা তৈরি  হবে। যার মাধ্যমে  বৈদেশিক মুদ্রা আয়ের একটা অনেক বড় সুযোগ হতে পারে । সুতরাং আমরা বলতে পারি আমরা যদি অনলাইন  বিজ্ঞাপনে আগ্রহী হই তা হলে আমাদের দেশের পণ্য বিদেশে রপ্তানি করে  অনেক বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ।

কারন ওয়েব ভিত্তিক বিজ্ঞাপন গুলো সারা ওয়ার্ল্ডে এক যোগে প্রচার হয়ে থাকে । আর বর্তমান বিশে কম্পিউটার ব্যবহারকারির সংখ্যা অকল্পনীয় হারে বাড়ছে । বাংলাদেশ ও এর থেকে পিছিয়ে নয়। সুতরাং আমরা নির্দ্বিধায় ইন্টারনেট এ  আমাদের পণ্য প্রচার করে সারা ওয়ার্ল্ডে সাথে বাংলাদেশের পণ্য গুলকে পরিচয় করিয়ে প্রচুর পরিমান  বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা পথ তৈরি করতে পারি।

নীল
(সি.ই.ও)
রেডিও ভয়েস২৪.কম
২৪/৭ বাংলা অনলাইন রেডিও

Level 0

আমি bijoymix। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai bujhtei parche, apnar shundor tune e kono comment nai keno. Banglai free te alkatra kheye obvosto. Techtune e shobai Paid software free te namanoe chintay moshgul. Ojotha shomoy noshto korlen.

আপানার সাইট টি আকর্ষণীও ও ভিসিটর বাড়ান আশা করি ad পাবেন

Level New

nah somoy nosto noy.tini valo likhecen amader ei bisoy gulute aro gurutto seya uchit.
http://www.forum.tech4revolution.com