‘বিজ্ঞান স্কুল ম্যাগাজিন’ আসছে মহান ভাষা দিবসে, প্রত্যেক বিজ্ঞানোৎসাহীকে লেখার আহ্বান জানাচ্ছি…


...বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে আপনাদের জন্য

একটি বার্তা...

আমরা চাই বিশ্ববাসী বাংলাদেশকে চিনুক বিজ্ঞানচর্চার উর্বর ভূমি হিসেবে, সে জন্য আমাদের তৈরি করতে হবে একটি নতুন জেনারেশন যারা বিজ্ঞান চর্চা করবে, বিজ্ঞান চিন্তা করবে শখের বসে, পরীক্ষার ভীতিতে নয়। আমাদের এই চাওয়াকে সত্যি করতে একটি ক্ষুদ্র কিন্তু আশাবাদী প্রয়াস হল ‘বিজ্ঞান স্কুল’- একটি পরিপূর্ণ বাংলা বিজ্ঞান ব্লগ। শীঘ্রই আমরা ‘বিজ্ঞান স্কুল ম্যাগাজিন’ প্রকাশের মাধ্যমে আমাদের কর্মযজ্ঞে একটা নতুন পালক বুনতে যাচ্ছি।

আমাদের পরিকল্পনা অনুসারে আগামী একুশে ফেব্রুয়ারি ২০১৩, মহান ভাষা দিবসে মাতৃভাষায় বিজ্ঞানচর্চাকে সবার মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে ‘বিজ্ঞান স্কুল ম্যাগাজিন’ এর প্রথম সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। আমাদের এ কর্মযজ্ঞ সফল হবে যদি আপনাদের সর্বাত্নক সহযোগিতা পাই। প্রাথমিকভাবে ত্রৈমাসিক pdf ম্যাগাজিন আকারে এটি প্রকাশিত হবে। বিজ্ঞানস্কুল ম্যাগাজিনের জন্য আপনারা বিজ্ঞান বিষয়ক যতখুশি লেখা পাঠাতে পারেন। তারপরও আমাদের কিছু আইডিয়া একটু জানিয়ে দেই...


***ফিচার্ড লেখাঃ

বিজ্ঞান স্কুল ম্যাগাজিনের ফিচার্ড লেখার জন্য আমাদের আইডিয়াটা অন্যদের থেকে একটু আলাদা। আমরা প্রতি সংখ্যার লেখা আহ্বানের পূর্বে একটি নির্দিষ্ট বিষয় আপনাদের জানিয়ে দেব। এ বিষয়গুলো হবে বিজ্ঞানের কোন না কোন একটা কনসেপ্ট। প্রথম সংখ্যার জন্য মনোনীত বিষয়টি হল অন্তরকলন ও সমাকলন

আপনাদের লেখা মূল্যায়নের জন্য আমাদের কাছে দুটি বিষয় সবথেকে বেশি গুরুত্ব পাবে। সেগুলি হল,

প্রথমত, আপনাদেরকে ওই কনসেপ্টটি সবার জন্য সবথেকে সহজ ভাষায় (যত গভীরে পারা যায়) বুঝিয়ে লিখতে হবে।

দ্বিতীয়ত, পরিচিত কোন একটি জিনিসে ওই কনসেপ্টটি কিভাবে আমরা ব্যবহার করছি তা নিয়ে সহজ ভাষায় একটা গবেষণাধর্মী অংশ থাকবে। কনসেপ্টটি ঘিরে আপনার কোন মজার প্রজেক্টও দিতে পারেন।

ফিচার্ড লেখাটি এভাবে সাজানোর উদ্দেশ্য হল জনমনে বিজ্ঞান নিয়ে চিন্তা করার অভ্যাস তৈরি। সুতরাং যে লেখাটি সবথেকে বেশি সৃজনশীলতার পরিচয় দেবে সেই লেখাটিকে আমরা ফিচার্ড লেখা হিসেবে প্রকাশ করব। আর হ্যাঁ, ফিচার্ড লেখাটির লেখকের জন্য থাকছে বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে উপহারস্বরূপ ‘বিজ্ঞান বিষয়ক বই’।

এছাড়া ফিচার্ড লেখার জন্য পাঠানো সেরা পাঁচ লেখাও ছাপা হবে ম্যাগাজিনে।


***অন্যান্য লেখাঃ

বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে উপহার শুধু ফিচার্ড লেখার জন্য না, থাকছে অন্যান্য লেখার জন্যও। আপনারা বিজ্ঞানের যেকোনো শাখার যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। তারপরও বিভাগগুলো একটু মনে করিয়ে দেই,

*গণিত

*পদার্থবিজ্ঞান

*রসায়ন

*জীববিজ্ঞান

*অ্যাস্ট্রোনমি

*কম্পিউটার প্রোগ্রামিং

*স্বাস্থ্য ও চিকিৎসা

*পরিবেশ বিজ্ঞান

*বিভ্রান্তি তৈরি হয় এমন টেক্সটবুক কনসেপ্ট

*সাম্প্রতিক বিজ্ঞান

*বিজ্ঞান প্রজেক্ট

*বিজ্ঞানীদের জীবনী ও আবিস্কারের ইতিহাস

*কল্পবিজ্ঞান

*বিজ্ঞান অনুবাদ

*বিজ্ঞান কার্টুন

এই লেখাগুলি থেকেও এক জনের জন্য থাকছে ‘বিজ্ঞান বিষয়ক বই’। এছাড়া প্রত্যেক বিভাগের সেরা পাঁচটি লেখা ছাপা হবে ম্যাগাজিনে। বাকি লেখাগুলি পর্যায়ক্রমে বিজ্ঞান স্কুল ব্লগে প্রকাশিত হবে।

এছাড়া বিজ্ঞান নিয়ে আপনাদের জিজ্ঞাসা থাকলে তাও করতে পারেন আমাদের কাছে, আমরা উত্তর দেয়ার যথাযথ চেষ্টা করব।


***প্রবলেম সল্ভিংঃ

বিজ্ঞানকে যারা শখের অংশ মনে করেন, আমার মনে হয় তারা সবাই প্রবলেম সল্ভ করে ভীষণ মজা পান। তাই বিজ্ঞান স্কুলের প্রতি সংখ্যায় আপনাদের জন্য থাকবে তাত্ত্বিক আর প্রায়োগিক প্রবলেম। সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারলেও থাকছে পুরস্কার!

এছাড়া ম্যাগাজিনে থাকবে গণিত, পদার্থ, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের জন্য টিউটোরিয়াল আর্টিকেল এবং বিজ্ঞান স্কুল ব্লগ থেকে বাছাইকৃত লেখা।


***‘বিজ্ঞান স্কুল সেরা বিজ্ঞান লেখক পদক ২০১২’

বিজ্ঞান স্কুল ব্লগে http://www.bigganschool.org ৩১ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত প্রকাশিত লেখাগুলি থেকে বাছাই করে সব থেকে সৃজনশীল লেখার জন্য থাকছে ‘বিজ্ঞান স্কুল পদক ২০১২’


***পুরস্কার আর পুরস্কার

পুরস্কারগুলোর কথা তাহলে আর একটু স্মরন করিয়ে দেই,

*বিজ্ঞান স্কুল ব্লগে ২০১২ তে প্রকাশিত সেরা লেখার লেখকের জন্য ‘বিজ্ঞান স্কুল সেরা বিজ্ঞান লেখক পদক ২০১২’

*সেরা সৃজনশীল ফিচার্ড লেখার জন্য ১ জনকে ‘বিজ্ঞান বিষয়ক বই’

*অন্যান্য লেখাগুলির মধ্য থেকে বাছাই করে ১ জনকে ‘বিজ্ঞান বিষয়ক বই’

*ম্যাগাজিনের প্রবলেম সল্ভিং এ প্রকাশিত সমস্যাগুলির সবথেকে বেশি উত্তর প্রদানকারীর জন্য আকর্ষণীয় পুরস্কার


এবার লেখা পাঠানোর নিয়মাবলী বলে দেই...

*** লেখা পাঠাতে হবে ২৫শে জানুয়ারি ২০১৩ এর মধ্যে।

*** আপনার লেখা আমাদের ই-মেইল করুন নিচের ঠিকানায়,

[email protected]

*** ই-মেইলে লেখার ডক ফাইলটি অ্যাটাচ করে পাঠাতে হবে। ফিচার্ড লেখার জন্য হলে মেইলের সাবজেক্টে লিখুন ’’আপনার নাম’’-ফিচার্ড লেখা সংখ্যা-১। অন্যান্য লেখার জন্য হলে লিখুন ’’আপনার নাম’’অন্যান্য লেখা সংখ্যা-১

যেমনঃ আপনার নাম মফিজ হলে ফিচার্ড লেখার জন্য সাবজেক্টে লিখুন- “মফিজ ‘ফিচার্ড লেখা’ সংখ্যা-১”

***লেখায় ছদ্মনাম ব্যবহার করা যাবে না।

***লেখার সাথে আপনার (অথবা অভিভাবকের) মোবাইল নম্বর অবশ্যই পাঠাতে হবে। সেইসাথে ঠিকানা, প্রতিষ্ঠান (যেখানে অধ্যয়নরত বা কর্মরত), ছবি (পাসপোর্ট সাইজের ছবি কিংবা ফেসবুক/টুইটার/গুগল প্লাস/স্কাআইপি প্রোফাইল পিকচার) পাঠাতে হবে। আপনার লেখা পুরস্কারের জন্য বিবেচ্য হলে আমরা ওই নম্বরে আপনার সাথে যোগাযোগ করব।

*** লেখায় ব্যবহৃত সমীকরণগুলো LaTex ব্যবহার করে লিখলে ভাল হয়। অন্যথায় আমরা সমীকরণগুলি LaTex এ রূপান্তরিত করে প্রকাশ করব।

***ম্যাগাজিনের সংক্রান্ত আপনার যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বিজ্ঞান স্কুল ব্লগ এর মতামত পেজে- http://www.bigganschool.org/opinion

অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে http://www.facebook.com/bigganschool

অথবা আমাদের ফেসবুক গ্রুপে https://www.facebook.com/groups/bigganschool/

আমাদের সাথে সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন, ফোন নম্বরগুলি,

১. 01927443841 (সাঈদ আনোয়ার অনুজ)

২. 01736358802 (জিবরীল আহাম্মেদ)

**ম্যাগাজিনের ব্যাপারে বিজ্ঞান স্কুল অ্যাডমিন প্যানেল যেকোনো সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রাখে**

*** আসুন আমরা একটি চিন্তাশীল বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলি ***

Level 0

আমি বিজ্ঞান স্কুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.bigganschool.org | পরিপূর্ণ বিজ্ঞান সাধণার প্রয়াস


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস