প্রসঙ্গঃ মানিবুকারস সমস্যা, সম্ভাব্য সমাধান এবং বিকল্প

যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য বর্তমান সময়ের আলোচিত এবং আতঙ্কের বিষয়টি হল মানিবুকারস অনেক ইউজারদের অ্যাকাউন্ট লক করে দিচ্ছে। যারা অনলাইনে ফরেক্স ট্রেডিং করেন কিংবা অন্যান্য আয়ের সাথে জড়িত, কম-বেশি সবাই বিষয়টি অবগত আছেন। ফেসবুক, বিডিপিপস ফোরাম, বিভিন্ন ব্লগসহ বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটিতেও এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

ছবি পোস্ট করা হয়েছে

কেন ব্লক হচ্ছে?

মানিবুকারসের একটি রুলস রয়েছে যে আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে ডলার কিনতে পারবেন না বা বিক্রয় করতে পারবেন না। কেনা-বেচা করতে হলে তা অবশ্যই তাদের সাথেই করতে হবে। মানিবুকারস ডলার প্রয়োজন হলে ব্যাংক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের কাছ থেকে কিনতে হবে। আবার উইথড্র করতে হলেও তাদের মাধ্যমেই ব্যাংক বা ক্রেডিট কার্ডে উইথড্র করতে হবে। কিন্তু আমরা হতভাগা বাংলাদেশীরা তো সেই উপায়ে ডলার কিনতে পারছি না। বাধ্য হয়ে অন্য কারো কাছ থেকে কিনতে হচ্ছে। আর সেখানেই তাদের আপত্তি। তাই যখনই তারা টের পেয়ে যাচ্ছে আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে ডলার কিনছেন, তারা আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবে।

অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বাইরের দেশের অনেক ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পেয়ে থাকেন। যাদের কাছ থেকে পেমেন্ট পাচ্ছেন, তারা যে সোর্সে ডলার পাচ্ছে, তারা হয়তো কোন অপরাধ কর্মের সাথে যুক্ত। তাই, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে ধরে নেয়া হয় যেহুতু তার সাথে আপনার লেনদেন, তাই আপনিও হয়তো টেরোরিস্ট কর্মকান্ডের সাথে যুক্ত। সেইক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এছাড়া আমরা যেই দেশে থাকি, সেই দেশের মানি লন্ডারিং সংক্রান্ত নীতিমালার কারণে মানিবুকারস বিভিন্ন গ্যাম্বলিং সংক্রান্ত সাইটগুলোতে আমাদের ডিপোজিট অনুমোদন করেনা। তাই সেসব কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে আপনার অ্যাকাউন্ট মানিবুকারস বিনা নোটিশে লক কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। মানিবুকারসের এরকম রুলসের জন্য কোন এক্সচেঞ্জার সাইট মানিবুকারসের সাথে অন্য কারেন্সির এক্সচেঞ্জ সুবিধা প্রদান করেনা। কয়েক বছর আগেও মানিবুকারস এরকম গনহারে অ্যাকাউন্ট ব্লক করা শুরু করেছিল এই কারণ দেখিয়ে। মাঝে তা বন্ধ থাকলেও আবার তা ব্যাপক আকারে শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মানিবুকারস অ্যাকাউন্ট বিনা নোটিশে ক্লোজ করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্লকের প্রভাবঃ

আপনার মানিবুকারস অ্যাকাউন্ট লক হয়ে গেলে আপনি নানাভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রথমত, আপনি আর নতুন করে কোন মানিবুকারস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। অর্থাৎ, আপনার আর কখনই মানিবুকারস ব্যবহার করা হবে না। দ্বিতীয়ত যে সমস্যাটি হতে পারে, সেটা বেশ গুরুতর। আপনি যদি কোন ফরেক্স ব্রোকারে মানিবুকারস দিয়ে ডিপোজিট করেন, তবে আপনাকে ঐ অ্যাকাউন্ট দিয়েই উইথড্র করতে হবে। তাই আপনার অ্যাকাউন্ট যদি মানিবুকারস বন্ধ করে দেয়, তবে আপনার উইথড্র করার পথ বন্ধ হয়ে যাবে। খুব ভাল রেগুলেটেড ব্রোকার না হলে আপনাকে তারা অন্য কোন বিকল্প পেমেন্ট মেথডে পেমেন্ট দিতে গড়িমসি করতে পারে। যেমনটি রোবোফরেক্স করছে অনেক ক্লায়েন্টের সাথে। তাই ডিপোজিটের জন্য ভাল ব্রোকার বেছে নেয়া গুরুত্বপূর্ণ যাদের লোকাল সাপোর্ট সুবিধা রয়েছে।

কিভাবে ব্লকের রিস্কমুক্ত হতে পারেনঃ

যেকোন সময় মানিবুকারস আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে। কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনি এই রিস্ক থেকে অনেকাংশেই মুক্ত হতে পারবেন।
আপনি যেহুতু অনলাইনে অনেকের কাছ থেকে ডলার কিনবেন, একেকবার একেকজনের কাছ থেকে কিনবেন, তাই স্বভাবতই মানিবুকারসের প্রশ্ন জাগতে পারে কাদের সাথে আপনি এতো লেনদেন করছেন এবং কেনই বা করছেন। আপনি যখন কাউকে ডলার পাঠাবেন মানিবুকারসের মাধ্যমে বা কারো কাছ থেকে ডলার গ্রহন করবেন, তখন দেখবেন OPTIONAL EXPLANATION নামে একটি ঘর থাকে যেখানে আপনি কেন ডলার পাঠাচ্ছেন তার একটি কারণ উল্লেখ করে দিতে পারেন। এটা পুরন করা বাধ্যতামূলক না হলেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ।

ছবি পোস্ট করা হয়েছে

OPTIONAL EXPLANATION এ আপনি ট্রানজাকশনের একটি কারণ লিখে দিতে পারেন। যেমন এভাবে লিখে পারেন যে আপনাকে একটি ওয়েবসাইট বানিয়ে দেয়া হয়েছে, আর সেজন্য আপনি তাকে পেমেন্ট দিচ্ছেন। Detailed Explanation এ লিখে দিতে পারেন কাজটির জন্য তাকে ধন্যবাদ এবং আপনার কাছে কাজটি খুব ভাল লেগেছে। ভবিষ্যতেও তার সাথে আরও কাজ করার জন্য আপনি আশা রাখেন। এরকম বিভিন্ন কারণ দেখিয়ে পেমেন্ট করলে মানিবুকারস আপনার ট্রানজাকশনগুলো সন্দেহজনক হিসেবে গণ্য করবে না, কারণ আপনি বিভিন্ন সেবা বা পণ্যের বিনিময়ে পেমেন্ট করতেই পারেন। এ ধরনের পন্থা অবলম্বন করলে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

রিস্ক থেকেই যায়ঃ

যতই সাবধানতা অবলম্বন করুন না কেন, মানিবুকারস আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে যেকোন সময়। এমনকি তারা আপনার অ্যাকাউন্ট কেন বন্ধ করে দেয়া হল, তার বিস্তারিত কোন ব্যাখ্যা দিতেও নারাজ। তাই মানিবুকারস যদি আপনাকে বলে আপনি টেরোরিস্ট অ্যাকটিভিটির সাথে যুক্ত তাই আপনার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়া হল, আপনি শুধু চিরকাল খুজেই যাবেন আপনি কোন টেরোরিস্ট অ্যাকটিভিটির সাথে যুক্ত ছিলেন, উত্তর আর পাবেন না।

বিকল্পঃ

মানিবুকারস এরকম চালিয়ে গেলে আজ হোক, কাল হোক আমাদের বিকল্প ব্যবস্থা খুজে নিতে হবে। বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন লিবার্টি রিসার্ভ কিংবা নেটেলার। লিবার্টি রিসার্ভ পরস্পর এক্সচেঞ্জ সমর্থন করে তাই অ্যাকাউন্ট ক্লোজিংয়ের ভয় নেই। ভেরিফাই নিয়েই মানিবুকারসের মত এতো ঝামেলা পোহাতে হয়না। ecardone.com এর মাধ্যমে লিবার্টি রিসার্ভ ব্যাংকে উইথড্র করা যায়। এছাড়া নেটেলারও এখন অনেক ট্রেডার এবং ইউজার ব্যবহার করছেন। তাদের মাস্টারকার্ড এবং ব্যাংক উইথড্র সুবিধার কারণে দ্রুত তা ট্রেডারদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। অনেক ভাল রেগুলেটেড ফরেক্স ব্রোকার এখন নেটেলার সাপোর্ট করছে। এছাড়া অনলাইনে একটি মাস্টারকার্ডের চাহিদা সবার থাকে টুকটাক কেনাকাটার জন্য। সে জন্য নেটেলার একটি ভাল বিকল্প।

এখন আপনার সিদ্ধান্ত নেয়ার পালা। আপনারা কি ভাবছেন মানিবুকারস নিয়ে?

 

প্রথম প্রকাশ বিডিপিপসে এবং টেকটিউনসের টিউনারদের জন্য প্রকাশিত।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মানিবুকার ফুল ভেরিফাইড ছিল। তারপরও আজকে অতিরিক্ত সিকিউরিটির জন্য নেটলার খুলে ফেললাম। LR তো আছেই। 🙂 ধন্যবাদ তানভীর ভাই এরকম তথ্যসমৃদ্ধ টিউনের জন্য।

Level 0

গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট করে আগেই সাবধান করে দেয়ার জন্য ধন্যবাদ।

Level 0

edom right bolecen. amar account 2 months lock kore rekhacilo moneybookers, besh kisu dollar o cilo, 2 months onek message adanprodan and onek evidence dekia ses porjonto amar account open kore dey. sotti eita ekta faltu system…..

Level 0

bro Leberty resarve to moneybooker Exchange boltay ki bojatay Chan

exchange ki possible

amar akta paypal account lagbe kew dite parben jodi paren call din 01939270108