
3xp1r3 Cyber Army কতৃক এবার হ্যাক হল বাংলাদেশী টেক ব্লগ tunerpage.com. 3xp1r3 Cyber হ্যাক করার পিছনে যে কারন গুলো দেখিয়েছে সেগুলো অনেক যুক্তিবহুল। কারন টিপি তে পোস্ট করা হ্যাকিং টিউন গুলোর মদ্ধে যেসব ডাউনলোড লিংক অথবা ডাউনলোড টুলস দেয়া হয় তার বেশিরভাগ এর ভিতরেই Trojan,Malware,Key Logger সহ অনেক ভাইরাস মিশিয়ে দেয়া হয় যার ফলে আমাদের অনেক দেশি ইউজার এর একাউন্ট হ্যাক হয়েছে... চুরি হয়েছে অনেক বাঙালী প্রবাসী ভাইদের অনলাইন ব্যাংক একাউন্ট ও ক্রেডিট কার্ড ডিটেইলস।
অনেকদিন আগে টিউনারপেজ এর সার্ভার ধোঁকাবাজি নিয়ে এখানে আমি একটি পোস্ট করেছিলাম। শুধু এই না ফ্রান্স এ ওরা সফটওয়্যার ডেভেলপার কোম্পানি খুলেছে তা নিয়ে অনেক মানুষকে তারা বোকা বানিয়েছে। ওই কোম্পানির নাম ঝুলিয়ে তারা অনেক মানুষের কাছ থেকে ওয়েবসাইট তৈরির কাজ নিয়েছে। আমার কথা হল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তে কি ওয়েবসাইট বানানো হয়???
আরেকটা প্রশ্ন হল... আপনারা ( টিপি এর এডমিন ) ফ্রান্স এ আপনাদের কোম্পানির যে এড্রেস দিয়েছিলেন সেটা একটা আবাসিক এলাকার ঠিকানা। আমি জানতে পেরেছি গুগল ম্যাপ ও স্ট্রিট ভিউয়ার এর সাহায্যে। আর ইউরুপ আমেরিকার আইন অনুযায়ী কোন আবাসিক এলাকা অথবা গলিতে আপনি কখন ও কোন কমার্শিয়াল স্পেস নিতে পারবেন না বিজনেস এর জন্যে। বিজনেস স্পেস আলাদা করা আছে প্রতিটি এলাকায় এবং তা ওই এলাকার কাউন্সিল কিংবা মেয়র নির্ধারিত।
আরেকটি প্রশ্ন... প্রথমে আপনারা আপনাদের কোম্পানির নাম দেন টিউনার পেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। তারপর নাম করেন টিউনারপেজ আইটি সলিউশন। যাই হোক, প্রথমে কোম্পানির এড্রেস দেন Choisy-le-Roi, France এর একটা এলাকায়। তারপর দিয়েছেন 230 Vine Street And locations throughout Old City, Philadelphia, PA 19106। তারমানে একটা ইউরোপ আরেকটা আমেরিকা তে। ভাই সাপের মতো ছলম
( স্কিন) কত বার পরিবর্তন করবেন???? পারলে উত্তর দিয়ে যাবেন।
এই শেষ না... এই ছবিটি দেখুন... এটি তাদের ওই কোম্পানির সাইট থেকে নেয়া। লিংক- http://tunerpage.org/
Reservation Call এ নাম্বার দেয়া- বাংলাদেশ এর। আর কন্টাক্ট ইনফো দেয়া লন্ডন এর। আবার লন্ডন এর এড্রেস এর নিচে যে নাম্বার টি দেয়া ওটা একই নাম্বার যেটা উপরে দেয়া ( বাংলাদেশী টা। ) এর কারন টা পরিষ্কার হবে http://mydirectoryusa.com/demos/cms/appointment/ এই লিংক এ গিয়ে ফুটার মানে নিচের অংশে দেখলে। মানে ওই যে থিম এর সাথে যে এড্রেস টা এসেছে তারা ওটাকেই নিজের এড্রেস বলে চালিয়ে দিচ্ছে। এমন কি ওই থিম এ দেয়া বিজনেস লোকেশন ও তাদের কোম্পানি এর লোকেশন। আবার তাদের সাইট এর নিচে লিখা © 2011 Tunerpage IT Solution . All Rights Reserved. আরে ভাই নিজেরাই তো আরেকজনের এড্রেস নিজের নামে চালাইয়া কপিরাইট আইন ভঙ্গ করছেন আর আপনাদের আবার কিসের rights reserved!!!!! এখন কথা হলো টিপি এর এত বড় বড় এক্সপার্ট রা কি জানেনা যে কিভাবে এই থিম টা মডিফাই করতে হয় নাকি তাদের কোন ঠিকানাই নেই লিখার মতো???? উত্তর দিবেন টিপি এর সম্মানীরা।
নিজেদের অনেক প্রযুক্তিসম্পন্ন মনে করেন। মানুষ কে হ্যাকিং শিখান আর আপনাদের সাইট ই হ্যাক হয় । পুদিনা পাতা সহ অনেকে এই টেকটিউন্স এ পোস্ট করেই টেক ব্লগিং এ হাতেখড়ি নিয়েছেন। আর সেই আপনারাই টেকটিউন্স এর সাথে পাল্লা দেন???? ভাই সেয়ানা সেয়ানা টক্কর হয় আপনাদের মতো অনভিজ্ঞ টেকমনা মানুষে টেকটিউন্স এর পাল্লা দেয়া মানায় না। তাই আবারও বলছি সময় থাকতে ভালো হয়ে যান। 3xp1r3 Cyber Army তো হ্যাক করেছে আর আমার কাছে আপনাদের অনেক কুকীর্তির ইনফো আছে যা প্রকাশ করলে মুখ দেখাতে পারবেন না। তাই বলছি ... ভালো হইতে পয়সা লাগেনা।
আমি blindeyes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, হ্যাক ক্যামনে করে, আমারে একটু শিখাইবেন। অনেক কস্টে আছে। যদি হ্যাক করে প্রতিবাদ করেতে পারতাম !!!