Tunerpage.com হ্যাক হলো 3xp1r3 Cyber Army দ্বারা…

3xp1r3 Cyber Army কতৃক এবার হ্যাক হল বাংলাদেশী টেক ব্লগ tunerpage.com. 3xp1r3 Cyber হ্যাক করার পিছনে যে কারন গুলো দেখিয়েছে সেগুলো অনেক যুক্তিবহুল। কারন টিপি তে পোস্ট করা হ্যাকিং টিউন গুলোর মদ্ধে যেসব ডাউনলোড লিংক অথবা ডাউনলোড টুলস দেয়া হয় তার বেশিরভাগ এর ভিতরেই Trojan,Malware,Key Logger সহ অনেক ভাইরাস মিশিয়ে দেয়া হয় যার ফলে আমাদের অনেক দেশি ইউজার এর একাউন্ট হ্যাক হয়েছে... চুরি হয়েছে অনেক বাঙালী প্রবাসী ভাইদের অনলাইন ব্যাংক একাউন্ট ও ক্রেডিট কার্ড ডিটেইলস।

অনেকদিন আগে টিউনারপেজ এর সার্ভার ধোঁকাবাজি নিয়ে এখানে আমি একটি পোস্ট করেছিলাম। শুধু এই না ফ্রান্স এ ওরা সফটওয়্যার ডেভেলপার কোম্পানি খুলেছে তা নিয়ে অনেক মানুষকে তারা বোকা বানিয়েছে। ওই কোম্পানির নাম ঝুলিয়ে তারা অনেক মানুষের কাছ থেকে ওয়েবসাইট তৈরির কাজ নিয়েছে। আমার কথা হল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তে কি ওয়েবসাইট বানানো হয়???

আরেকটা প্রশ্ন হল... আপনারা ( টিপি এর এডমিন ) ফ্রান্স এ আপনাদের কোম্পানির যে এড্রেস দিয়েছিলেন সেটা একটা আবাসিক এলাকার ঠিকানা। আমি জানতে পেরেছি গুগল ম্যাপ ও স্ট্রিট ভিউয়ার এর সাহায্যে। আর ইউরুপ আমেরিকার আইন অনুযায়ী কোন আবাসিক এলাকা অথবা গলিতে আপনি কখন ও কোন কমার্শিয়াল স্পেস নিতে পারবেন না  বিজনেস এর জন্যে। বিজনেস স্পেস আলাদা করা আছে প্রতিটি এলাকায় এবং তা ওই এলাকার কাউন্সিল কিংবা মেয়র নির্ধারিত।

আরেকটি প্রশ্ন... প্রথমে আপনারা আপনাদের কোম্পানির নাম দেন টিউনার পেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। তারপর নাম করেন টিউনারপেজ আইটি সলিউশন। যাই হোক, প্রথমে কোম্পানির এড্রেস দেন Choisy-le-Roi, France এর একটা এলাকায়। তারপর দিয়েছেন 230 Vine Street And locations throughout Old City, Philadelphia, PA 19106। তারমানে একটা ইউরোপ আরেকটা আমেরিকা তে। ভাই সাপের মতো ছলম

( স্কিন) কত বার পরিবর্তন করবেন???? পারলে উত্তর দিয়ে যাবেন।

এই শেষ না... এই ছবিটি দেখুন... এটি তাদের ওই কোম্পানির সাইট থেকে নেয়া। লিংক- http://tunerpage.org/

Reservation Call এ নাম্বার দেয়া- বাংলাদেশ এর। আর কন্টাক্ট ইনফো দেয়া লন্ডন এর। আবার লন্ডন এর এড্রেস এর নিচে যে নাম্বার টি দেয়া ওটা একই নাম্বার যেটা উপরে দেয়া ( বাংলাদেশী টা। ) এর কারন টা পরিষ্কার হবে http://mydirectoryusa.com/demos/cms/appointment/ এই লিংক এ গিয়ে ফুটার মানে নিচের অংশে দেখলে। মানে ওই যে থিম এর সাথে যে এড্রেস টা এসেছে তারা ওটাকেই নিজের এড্রেস বলে চালিয়ে দিচ্ছে। এমন কি ওই থিম এ দেয়া বিজনেস লোকেশন ও তাদের কোম্পানি এর লোকেশন। আবার তাদের সাইট এর নিচে লিখা © 2011 Tunerpage IT Solution . All Rights Reserved. আরে ভাই নিজেরাই তো আরেকজনের এড্রেস নিজের নামে চালাইয়া কপিরাইট আইন ভঙ্গ করছেন আর আপনাদের আবার কিসের rights reserved!!!!! এখন কথা হলো টিপি এর এত বড় বড় এক্সপার্ট রা কি জানেনা যে কিভাবে এই থিম টা মডিফাই করতে হয় নাকি তাদের কোন ঠিকানাই নেই লিখার মতো???? উত্তর দিবেন টিপি এর সম্মানীরা।

নিজেদের অনেক প্রযুক্তিসম্পন্ন মনে করেন। মানুষ কে হ্যাকিং শিখান আর আপনাদের সাইট ই হ্যাক হয় । পুদিনা পাতা সহ অনেকে এই টেকটিউন্স এ পোস্ট করেই টেক ব্লগিং এ হাতেখড়ি নিয়েছেন। আর সেই আপনারাই টেকটিউন্স এর সাথে পাল্লা দেন???? ভাই সেয়ানা সেয়ানা টক্কর হয় আপনাদের মতো অনভিজ্ঞ টেকমনা মানুষে টেকটিউন্স এর পাল্লা দেয়া মানায় না। তাই আবারও বলছি সময় থাকতে ভালো হয়ে যান। 3xp1r3 Cyber Army তো হ্যাক করেছে আর আমার কাছে আপনাদের অনেক কুকীর্তির ইনফো আছে যা প্রকাশ করলে মুখ দেখাতে পারবেন না।  তাই বলছি ... ভালো হইতে পয়সা লাগেনা।

Level New

আমি blindeyes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, হ্যাক ক্যামনে করে, আমারে একটু শিখাইবেন। অনেক কস্টে আছে। যদি হ্যাক করে প্রতিবাদ করেতে পারতাম !!!

জানিনা আপনি যে যুক্ত গুলি দেখালেন, তা কতটুকু বাস্তবসংগত, আমি টিটি ছাড়া অন্য কোন বাংলা টেক ব্লগ নিয়মিত ভিজিট করিনা। তবে একটা কথা বলতে চাই – আমাদের টিটির বর্তমান মডুরা কিন্তু টিটির মান অক্ষুন্ন রাখতে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাদের অদম্য মানসিকতার কারনে টিটিতে তথাকথিত স্প্যাম “আয় করুন/১০ সে. আয় করুন $১০০০” – এই গোছের স্প্যমিং বন্ধ করা সম্ভব হয়েছে। একই সাথে তারা আরেকটি দারুন কাজ করেছেন, সেটা হলো – টিটিতে বিরক্তিকর এফিলিয়েট url shortening service (যেমন adf.ly)/ মহাবিরক্তিকর এফিলিয়েট ফাইল হোস্টিং এর ব্যবহার ব্যান করা। যদিও টিটির কিছু প্রথম সারির টিউনার ব্যাপারটিকে খুবভালো ভাবে নেয়নি, কারনটাও জলের মতো পরিস্কার – কোন কিছুর লিঙ্ক শেয়ার করে সহজে $ কামানোর উপায় বন্ধ হয়ে গেছে বলেই তাদের এই প্রবল মাথা ব্যাথা। এই গোছের বিদ্রোহী (!) টিউনারদের মাঝে আমার একজন প্রিয় টিউনারও ছিলেন। (টিটির পুরোনো সদস্যরা হয়ত বুঝতে পেরেছেন আমি কাকে ইঙ্গিত করছি) ভাবতে আশ্চর্য লাগে, যে টিটি আমাদের এতকিছু দিল, তার জন্য এই সামান্য ছাড়টুকু দিতে আমাদের এতটা সঙ্কোচ হয়!!! যাইহোক, মডুদের এই সাহসী পদক্ষেপের কারনেই কিন্তু টিটিতে সব ডাউনলোড লিঙ্ক এখন ডাইরেক্ট/ডাউনলোড বান্ধব মিডিয়াফায়ারে পাওয়া যায়।
আমি ঝে মাঝে টিপি ভিজিট করতাম, ঐ ব্লগের মডারেশন আমার কাছে বরাবরই জঘন্য মনে হত। তাই পরে ঐ ব্লগ ভিজিট করা বন্ধ করে দিয়ে ছিলাম।
আমার মন্তব্যের সার কথা হলো, টিটি কে টেক্কা দেয়ার জন্য যত কিছুই বের করা হোকনা কেন, টিটিকে যতই নকল করা হোকনা কেন, তা খুব বেশি দিন টিকে থাকতে পারবেনা – টিপি ই তার প্রমান। টেকটিউন্স সেরা ছিল, সেরা আছে এবং ভবিষ্যতেও সেরা থাকবে আশা করি।
ধন্যবাদ।।

    Level 2

    @ধূপছায়া: আসলে অনেক ভিজিটরকে দেখি টেকটিউনকে সংক্ষেপে টিটি বলে, আসলে কোনটা হবে, একটু ভেবে দেখুন।
    টেটি না টিটি
    হবে টেটি কারণ মূল নামটি শুরু হয়েছে টে….কটিউন। তাই এটি টেটিই হবে। তাই সবার কাছে আবেদন এই বিষয়টি মনে রাখবেন। আর টেটি সম্পকে বলব এটিই প্রযুক্তির দিকদিয়ে সেরা। best in the BD আর Tunerpage.com সম্পকে বলব 3xp1r3 Cyber Army ঠিক কাজটিই করেছে, আর Tunerpage.com কে বলব সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ পছন্দ করেন না। তাই এদের শাস্তিটা মনে হয় আল্লাহ নিজেই দিয়েছেন। সবপরি 3xp1r3 Cyber Army কে বলব তোমাদের এ রকম শুভ কাজকে স্বাগত জানাই, তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে।

    @ধূপছায়া: Vai ame apnar shathe akmot… 100% pure 🙂 🙁 ^=^
    (F) (3 (-3 ;(

🙂

টেকটিউন্স সেরা ছিল, সেরা আছে এবং ভবিষ্যতেও সেরা থাকবে আশা করি।ধন্যবাদ।।

Level 0

akta kotha boli, techtunes er onekei (90%) tunerpage e giye same post koren, 2to site er modhe jano protijogita hoy, tar theke asun, j kono 1ta site ke agiye niye jai, ei lokhyo jodi sobar thake, ajke amra aro onek dur ogrosor hote partam, bcoz akhon onek user e tunerpage ke beshi preference daye, jani na tunerpage e ki rosh ache, ami 1bochor techtunes e achi, tunerpage o visit kori, but akhono okhane account kholar kono proyojon e mone kori ni, techtunes 1ta nijer poribar er moton, 1ta manush er kota poribar thake?? cyber jogote etai amar poribar, tobe admin der ami bolchi, techtunes er security byaboshtao jano bhalo rakha hoy, aj tunerpage hack holo, kal je techtunes hack hobe na seta keu guarentee debe na, amra sobai mile techtunes ke agiye niye jaoar chesta korbo

miya techtunes o hacking hyechil . tunerpage onek val blog . techtunes o val blog so we want come back tunerpage. we all friends+brother ok . i can not understand that titu vai admin of BCA but who tunerpage hacked . need more cearfull of techtunes also . thanks all .

Level 0

apni ki janen na, tunerpage, techtunes er e duplicate 1ta blogsite, eta sudhu matro techtunes er sathe protijogita korar jonyo kichu tuner er toiri(jara techtunes ke chere chole gehche). prothom bangla blog tectunes tarpor somewhereinblog tarpor tunerpage tarpor aro onekkichu.
1ta akash e 1ta surjyo thake, 2 to surjyo thake na, thakleo boro surjya choto surjya ke grash kore, ekhaneo jodi serokom kichu ghote to dekha jabe ke boro surjya ke choto,
## ami apnake kintu kichu bolini (byektigoto akromon), ami just apnar lekhatate reply delam, apnar kothar poripekhite

Level 0

tunerpage name e ekta site ase vule gesilam…aj mone porlo.
techtunes chara ki r kono site chole

tp er adminder babohar o kharap.

হুম। তাদের হ্যাকের কারন টা ঠিকই আছে। ওখান থেকে না জেনে অনেক সফটওয়্যার ডাউনলোড করে আমার উইন্ডোজটা দুইবার ক্রাশ করেছে। তাই এমন মডারেটরদের দ্বারা এমন সাইট চালানোর কোনো দরকার নাই। কিন্তু, টুনারপেজ থেকে যে একটুকুও হেল্প পাইনি তা কিন্তু বলতে পারবোনা।

Fuck You “3xp1r3 Cyber Army”
You Suckers.
Mo***R Fu**eR ……………………………………………………………………………………………………….
You Are Hacker hah …Lol
your Bangla is too cool sucks … whatever Bye See you Soon.
———————————–$!^-^:p|3————————————–

টিউনারপেজ হ্যাক করার যথেষ্ট কারন আছে দেখছি।সাধারন মানুষ প্রতারিত হলে সেখানে হ্যাকিংটাই সেরা প্রতিবাদ।

@ mahmudkoli:::: vai amar mote tt hobe teti noy karon techtune english sobdo ebong amra atike dui vage vag kore shortcut kore thaki tech=t & tune= t, so it is not te ti it is tt

টেকটিউন ও টিউনারপেজ ভাইয়েরা,
দয়া করে নিজেদের মধ্যে ঠোকাঠূকি করবেননা। কারন নিজেদের দন্দ্বই নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই সুযোগটাই নেয় প্রতিপক্ষ। একটু ভাবুন, আমরা মানুষ ফেরেশতা নই। মানুষেরই ভুল হয়। এতে অবশ্যই আমরা ঝগড়া করে একে অপরকে দোষ দেবার চেষ্টা করবনা। বরং একে অপরকে সহযোগীতার মাধ্যমে নিজেদেরকে আরও সুরক্ষা করি। যেন প্রতিপক্ষ আমাদের কোন ক্ষতি আর না করতে পারে। সবাইকে ধন্যবাদ।

আপনার google chrome এর themeটা জোশ। ডাউনলোড লিঙ্ক টা দিবেন plz

সেয়ানা সেয়ানা টক্কর হয় আপনাদের মতো অনভিজ্ঞ টেকমনা মানুষে টেকটিউন্স এর পাল্লা দেয়া মানায় না।
কইষা একমত।

আপনি বলেছেন টিউনার পেজ হ্যাক হয়েছে।মানে http://www.tunerpage.com/
ক্লিক করে দেখলাম টিউনার পেজ ঠিকই আছে কিন্তু আপনি যখন লিঙ্ক দিয়েছেন তখন দিয়েছেন http://tunerpage.org/ ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো না?

Level 0

টিউনার পেজ একটা ব্লগের জাত হইল???? পুরাই বিনুদিত হইলাম। হিজিবিজি মার্কা একটা ফালতু ব্লগ যার মাক্সিমাম পোস্ট টেকটিউন্স থেকে রি-পোস্ট করা। হ্যাক হইলে অনেক খুশি হব। কারণ এটি টিটি এর পাশে থেকে বাংলা টেকনলজি ব্লগিং পরিবেশ নষ্ট করছে।

Level 0

Tunerpage is a scam! (I think)
Because the have no experienced moderator. Though, their behave is very very rub. I give thanks to 3xp1r3 ! Go ahead BRAVE BOYZ!!

জ্বি ভাই , আপনারা ঠিক বলছেন , এই শিতের মাঝে একটি ব্লগ চাচ্ছে জেনো দুস্থ মানুষ দের মাঝে সামান্য উষ্ণতা দিতে , তাই তারা শিত বস্ত বিতরন করছে , টিটি তো পারে তাদের এত এড এর টাকা দিয়ে এরকম কোনো কর্মসূচি দিতে , করে না কেনো ?

আর আপনারা বলছে লেখা চুরি করছে ??
আমি ত জানতাম লেখক এর স্বাধিনতার কথা , আজ সেই স্বাধিনতা কে আপনারা চুরি বলছেন ।
এক্ষেত্রে এটাও তো বলা যায় যে টিপির লেখা টিটি তে কপি পেস্ট হচ্ছে ??
সেটা তো বলবেন না ??

আর লেখক এর আগেও টিপিকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলেন , সেটা ভুল ছিলো দেখে টিটি থেকে সরানো হয়েছে । এখন আবার বক বক করতে এসেছেন

এটা দেখুন , যখন টিটি হ্যাক হয়েছিলো ত্তখন টিপিতে সমবেদনা জানানো হয়েছিলো , আর এখন ??
http://www.tunerpage.com/archives/88594

কি বলব ? :/

    Level 0

    @HostShareBD: eta kiser link dilen apni ? invalid ekta link.

    Level New

    @HostShareBD: vai tech diye parchen na tai public sentiment nicchen???? apnara dustho manushke help koren seta ekanto manobik bepar. Google eto boro institution taderke parle bolen to ei kothata… site er rules e kothao likha ache TT er je ora kauke winter or summer help korbe???? jodi bola thakto taile apnar kothay jukti ache je korena keno!!!

    Er age TP ke uddessho kore je post deya hoyechilo seta juktibohul chilo. pore oi post niye TT VS TP jhamela hoyechilo tai ami nijei post ti hold kore dei. TT er admin or MOD hold koreni… blv na korle TT admin or MOD team k ask korte paren.

    TT hack e TP somobedona janiyechilo cz hacker kno reason janay ni hack er pichone. bt 3xp1r3 team j reason dekhaise hack er pichone ta TP er jonne lojjar bepar.

    ar amar post e TP er aro kichu dhanda tule dhorechi parle bolben TP er admin or MOD der egular ans dite…. ami jani kokhon o parbena dite…

    Jukti diye kotha bolben… ojuktik kotha bolben na… r jodi jukti thake apnar kache tahole amr post er ans gula din…

      @blindeyes: ভুতের মুখে রাম নাম , সবাইকে পড়ার অনুরোধ রইলো যদি এক্সপায়ার কে চিনতে হয় ,https://www.techtunes.io/reports/tune-id/94103

      পড়ে বলবেন মি টিউনার কার চামচামি করতেছে

      নিজের দোষে আগের পোস্ট রিমুভ হইছে টা স্বিকার করে না আবার বড় গলা

    @HostShareBD: @HostShareBD: link is —– Forbidden

    You don’t have permission to access /archives/88594 on this server.

    Additionally, a 403 Forbidden error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

Level 0

টেকটিউন্স আর টিউনার পেজ দুটাই ভাল সাইট। দুটো সাইট এর প্রতিযোগিতা হওয়া উচিত টিউন এর মান নিয়ে।
কমেন্ট করে পচানোর মাধ্যমে না । একটা প্রতিযোগী না থাকলে টিটি র মডুরা ও টিউন এর মান ভালভাবে জাচাই করবে না যেটা সেরা ব্লগ জন্য মানায় না।

@Jonty: আপনার সাথে একমত পোষণ করছি। আসল কথা হলো, এসব হ্যাকিং গ্রুপ থেকে সবাই সাবধান থাকা উচিত। আজ টিপি হ্যাক হয়েছে – কাল আমাদের প্রিয় টিটিও কিন্তু হ্যাকারদের কবলে পড়তে পারে। পূর্বেও কিন্তু টিটি হ্যাক হয়েছিল। আসলে এইসব হ্যাকিং গ্রুপের কোন -পিঠ নেই, এরা একের পর এক সাইট হ্যাক করে চলেছে। তাই পরিস্থিতি বিবেচনা করে এডমিনদের কাছে আমার অনুরোধ – সাইটের সিকিউরিটির ব্যপারে আরো জোর দেয়া প্রয়োজন।

প্রথমত দেশী কোন সাইট হ্যাক হউক এইটা আমি কোন প্রকারের সমর্থন করতে পারিনা।তাও আবার দেশী হ্যাকার গ্রুপ দ্বারা।আজকে যারা টিউনার পেইজ হ্যাক হওয়াতে আনন্দিত হচ্ছেন তাদের বলে রাখি এই সব দেশী হ্যাকার দ্বারা টেকটিউন্সও হ্যাক হইছিল তখন হয়ত অন্য কেউ ইহাতে খুশি হইছিল বরং আমরা এই সব কাজকে সমর্থন না করে একটা কাজ করতে পারি তা হইল যদি কোন সাইট খারাপ কোন কাজ করে তা হইলে আসুন সরাসরি প্রতিবাদ করি।কিন্তু এই সব হ্যাকারদের সমর্থন করে কোন অনৈতিক কাজকে সমর্থন করব না।মনে রাখবেন এরা আজকে টিউনার পেইজকে হ্যাক করেছে কাল যে টেকটিউন্সকে করবেনা তার কোন গ্যারান্টি আছে?বরং আপনার কোন সাইট থাকলে সেইটাওতো হ্যাক হইতে পারে তাই আমার কথা হইল আসুন আমরা সবাই খারাপকে খারাপ বলতে শিখি।ধন্যবাদ সবাইকে।

    Level New

    @আতাউর রহমান: amra hacker k support dicchi na. hacker ra keno hack koreche tar reason ta ei link e gele valo kore bujhben… Vai Shap (snake) o fao fao apnar khoti korbe na jodi na apni kichu koren. link ti dekhun– http://hack-db.com/153795.html

      @blindeyes: বস এই লিংক্টা আমি আগেই দেখেছি তার পরও বলি আমি এইটাকে সমর্থন করিনা।এবং যারা এই কাজটা করেছে তারাতো তাদের যুক্তি দেখাবেই মানুষ মাত্রই দোশেগুনে সৃষ্টি তাই বলে অন্যায় দিয়ে অন্যায়ের প্রতিবাদ করাটা সমর্থন যোগ্য নয় ন্যায় দিয়েই অন্যায়ের প্রতিবাদের পক্ষে আমি।

    Level 0

    @আতাউর রহমান: আমি আপনার সাথে এক মত।

যেভাবেই হোক…. হ্যাক হওয়াকে আমি কোনমতেই ভাল কিছু বলতে নারাজ৤ যারা সমর্থন দিচ্ছেন তাদের কাছে আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি৤ টিটি আমারও প্রথম পছন্দ ছিল, আছে, থাকবে আজীবন৤ সেক্ষেত্রে টিউনার পেজও কিন্তু বাংলা কন্টেন্ট বৃদ্ধিতে যথেষ্ঠ ভূমিকা রাখছে৤ তাই টিপিকে আমি যথেষ্ঠ ভালোবাসি৤ কিন্তু তাদের সাম্প্রতিক আয় মূলক ও বিরক্তিকর ডাউনলোড লিংক পোস্ট নিয়া ব্যাপক খারাপ লাগত৤ তাদের এডমিনদের এগুলো ভালো করে খেয়ালে রাখা উচিৎ ছিল৤ তাই ভবিষ্যতে যেন তারা এ বিষয়টি খেয়াল রাখেন৤ আশা করি দ্রুত সময়ের মধ্যে তারা তাদের সাইট যেন পুনরুদ্ধার করতে পারে৤ ভালো থাকবেন সবাই৤

Level 0

অন্যর ক্ষতি দেখে খুশি হওয়া ঠিক না
বাংলা ব্লগ এ টিটির অবদান অনস্বীকার্য
তাই বলে টিপি কে খারাপ বলতে হবে এমন কোন কথা আছে নাকি
টিপিরও অনেক অবদান আছে
স্বীকার করতেই হবে

Level 0

onner “koste” amra “khosi”……..!

vabte obak lage…!…do….did…done?

এক্সপায়ার রে ভুইলা গেলি?!

হা হা হা এবার থেকে মনে রাখবি

একবার, দুইবার তিনবার চারবার
যত খুলবি দিমু ডিফেস বার বার
ওপেন করবি ডিফেস খাবি
পায়ে ধইরা আইসা তোরা কানবি।

যদি খুলি হ্যাকিং ঝুলি
চালাই আমরা মেশিনগুলি,
করব তোগো মাথায় গুলি
দৌড়ায়া আয়, কই পালাবি?!

সামনের রাস্তায় অলি-গলি
জীবন লইয়া তো আমরা খেলি
হ্যাকিং ওয়ার্ল্ডের মহাপাপী
এক্সপায়ার রে কি ভুইলা গেলি?

http://www.online-convert.com/result/27d87d749e8d5507a04381fede835f98

খামাখা কমেন্ট রিমুভ করে লাভ কী? @ মডু সোর্ডপিশ

Level 0

ami tt k akta kotha boli onnor gopon kotha prokas kore lav ki amonoto hote pare tt apnader gopon kotha fas hoiya gose
.

Level 0

are vai TT te site view loading si very first ar TP te view hote onek somoy nai ar sekhankar Download link gula dai jotil amar valo lage na TT amar valo lage thanks for share Dhupchaia vai apner sothik post
thanks

Level 0

ar keylogger kevabe amar PC aslo kevabe ta PC theke dur korbo emon kono upay ase thakle post chai ?????? ধূপছায়া

(y)

Level 0

TT,TP dutoi valo lage amar kase..

Level 0

টিপি ভালো না খামোখা ব্যান করে বেটা দের জন্য ঠিক আছে আরকম আরো সাইট হ্যাক করতে হবে
😛

Level 0

(y)

বড় ভাইরা দেখসেন নাকি http://tunerpage.org/ এর লেখাটা ?? “under constriction” !!! এটার মানে কি “সংকুচিত করা হচ্ছে” ??? আমার ত মনে হয় Under construction হবে :/
একটা Screen shot দিলাম https://www.techtunes.io/web-design/tune-id/173350/tp-3
আমার বেক্তিগত মতামত টিউনার পেজ সম্পর্কেঃ এই সাইট এর এডমিনরা ওয়ার্ডপ্রেস এর তেমন কোন কাজ পারেনা । এদের সাইট দেখলে মনে হয় হাতে খড়ি কেউ সাইট টা বানিয়েছে । আপনারা লক্ষ করলেই দেখবেন সাইট টাতে যা কিছু আছে সব প্লাগিন এর খেলা । টেকটিউনস এর কাছে এটা একটা পুতুল ও না ।