ফ্রী র মধ্যেও পাইরেছি (দৃষ্টি আকর্ষন)

Avast! তিন বছরের লাইসেন্স $ 74.13। কিন্ত Avast Home ফ্রী।

কিন্তু এক ভদ্রলোক! (চোর) এই AVAST ANTIVIRUS PROFESSIONAL এর লাইসেন্স  বিক্রী করছেন মাত্র ৫০০টাকায়।

নিচের লিংকে একটু ঢ়ু মারেন।

http://prothom-aloblog.com/ads/base/1682

উনার সাথে কথা বলে জানা গেল উনি  AVAST এর PROFESSIONAL ভার্সন ১ ,২ এবং ৩ বছরের লাইসেন্স বিক্রী করছেন নামমাত্র  দামে। কিন্ত avast.com এর নিয়ম অনুযায়ী যা আদো সম্ভব নয়।

ভাই এই  ভদ্রলোক! -কে একটু ঠেকান।

নাহয় কয়দিন পর বাংলাদেশ বিক্রি করবে ৫০টাকা / বিঘায়।

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.avast.com/eng/pricelist-avast-professional.html
এই লিংকে avast এর Price List পাওয়া যাবে।
আর http://www.avast.com/eng/home-registration.php লিংকে avast ফ্রী Registration করতে পারবেন।

    ভাই ঠেকাব কি করে বলেন আমাদের মত ফ্রি ইউসারদের তো এটাই দরকার। মনে কিছু নিয়েন না।

    নিরবপাঠক ভাইয়া,
    আপনি একটু খোজাখুজি করলেই আপনার Avast এর জন্য crackec serial পাবেন। কেন শুধু শুধু এই ঠকবাজের কাছে থেকে ৫০০ টাকা খরচ করে কিনবেন সেই একই Cracked Serial.
    আর Home User দের কথা চিন্তা করেই তো Avast ফ্রী লাইসেন্স বিতরন করছে। তো Avast এর জন্য কেন Cracked Serial ব্যবহার করবেন আপনি।
    আর ভদ্রলোকের বিজ্ঞাপনটি একটি বহুল জনপ্রিয় সাইটে “বিজ্ঞাপন” আকারে দেয়া আছে। তা কী একটু লক্ষ করেছেন?

আপনার টিউনের শিরোনাম আমার কাছে পরিষ্কার হয়নি, ফ্রি’র মধ্যে পাইরেসি পেলেন কই? বিক্রেতা ফ্রি হোম ভার্শান বিক্রি করছেন কি? উনি প্রফেশনাল ভার্শান বিক্রি করছেন, দাম যাই হোক না কেন, তাহলে ফ্রি জিনিসের মধ্যে পাইরেসি কিকরে হয়েছে এখানে?

এখানে আপনার বক্তব্য তো এটাই যে উনি প্রফেশনাল ভার্শান খুবই অল্প দামে বিক্রি করছেন? কিকরে ঠেকাবেন? আচ্ছা কেন ঠেকাবেন বলুন তো? উনি একাই পাইরেসি করছেন নাকি? বাকিদের ঠেকাবেন না কেন? না, মানে হল যে এতো হাজার হাজার লোক পাইরেসি করে যাচ্ছে অথচ এই একজনকেই আপনি ঠেকাতে চাইছেন কেন?

এটা অন্যায়, তাতে কোনোই সন্দেহ নেই।

    মিস রিয়া,
    – “উনি প্রফেশনাল ভার্শান বিক্রি করছেন, দাম যাই হোক না কেন, তাহলে ফ্রি জিনিসের মধ্যে পাইরেসি কিকরে হয়েছে এখানে?”
    আপনি কষ্ট করে http://www.avast.com/eng/pricelist-avast-professional.html লিংকে একটু ঘুরে আসুন। তাহলে avast Professional এর দাম সম্মন্ধে নিশ্চিত হতে পারবেন।
    আমরা প্রায় সকলেই কমবেশি পাইরেটেড Software এবং Software এর Crack ব্যবহার করি। আমি নিজেই অনেক Fake sirial দিয়ে অনেক Software চালিয়েছি। কিন্তু তা কখনোই টাকার বিনিময়ে কারোকাছে বিক্রী করি নাই।
    -“এখানে আপনার বক্তব্য তো এটাই যে উনি প্রফেশনাল ভার্শান খুবই অল্প দামে বিক্রি করছেন?”
    খুবই অল্প দাম বলতে আমি মূলত বুঝাতে চেয়েছি যে যেখানে Software এর Original Lisence এর দাম ২৮০০++ টাকা সেখানে তিনি(?) তা বিক্রী করছেন ৫০০ টাকায়। আপনার কাছে কি মনে হয় উনি তার পকেটের টাকা খরচ করে বাকী টাকা Company কে প্রদান করছেন? আর তাই যদি সম্ভব হত তবে উনি অন্যান্ন Software/Anti-Virus ও তো বিক্রী করতে পারতেন, শুধু Avast কেন?
    -“কিকরে ঠেকাবেন? আচ্ছা কেন ঠেকাবেন বলুন তো?”
    আমার যদি Personal কোন Power থাকত তবে এই টিউনের কোন মানে হয় না। আর কোন ভাবে না পারি At least প্রতারনার হাত থেকে তো বাচতে পারব এবং অন্য আরেক জনকে তা হতে বিরত থাকতে বলব। আর আপনি আমি যদি এই প্রতারনার এই বিষয় বস্তুকে প্রচার করতে পারি তবে কেউই প্রতারিত হতে চাইবে না। আর ঐ লোক গুলো প্রতারিত করতে নিরুৎসাহিত হবে।
    -“বাকিদের ঠেকাবেন না কেন? না, মানে হল যে এতো হাজার হাজার লোক পাইরেসি করে যাচ্ছে অথচ এই একজনকেই আপনি ঠেকাতে চাইছেন কেন?”
    বাকী সবাইকে তো আমি চিহ্নত করতে পারছি না সকলের মাঝ হতে। করতে পারলে আরো আগেই জানাতাম।
    -“এটা অন্যায়, তাতে কোনোই সন্দেহ নেই।”
    Actually কোনটা অন্যায় পাইরেসি করা না তাকে বাধা দেয়া?

স্টার টেক ভাই, আমি মনে হয় আপনার কথা টা কীছূটা বুজ়তে পেরেছি । উনি CRACK লাইসেন্স SELL করছেন আপনার আপত্তিটা এই খানেই ।

যেহেতু পাবলিক ফ্রী তেই CRACK টা পেতে পারে তবে কেন টাকা দিয়ে কিনে ঠকা ?? … আমি ভাই আপনার সাথে কন্ঠ মিলিয়ে একটু অন্যভাবে বলতে চাই –

” ধিক জানাই এই সব ঠকবাজ দের – যারা মানুষকে ঠকিয়ে খায় ” – (এর চাইতে বেশী কিছু করার নেই আমার পক্ষে ভাই)

ধন্যবাদ।

    A lot of thanks MAHI,
    At last someone can read my mind.
    You can do a lot, just dont USE to buy his (Like this) Product & tell all other one as you can.
    Thanks again.