”শ্যামলী পরিবহনসহ সকল পরিবহন এর সংশ্লিষ্ট সবাইকে বলছি”

নিরব নামে এক ভাইয়া শ্যামলী পরিবহন নিয়ে একটি কথা লিখেছিলেন তার পোস্টটি আমাকে যতটা ব্যথিত করেছে ততটাই আরো কিছু কথা লিখার ইচ্ছা তৈরী করিয়ে দিয়েছে প্রবলভাবে  আর আমাকে  মনে করিয়ে দিলো  প্রায় ১ বছর আগের কথা । যা এই মুহুর্তে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি । পাশাপাশি ক্ষমা চেয়ে নিচ্ছি বিজ্ঞ মডারেটরসহ অন্যান্য টিউনার ভাইয়াদের কাছে, কেননা এটা কোনো ঘটনা শেয়ার করার জায়গা নয় । তবুও নিরব ভাইয়ের প্রতি সহানুভুতি সরুপ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে জনমত সৃষ্টির জন্য  টিউনটি প্রকাশ করলাম ২ বছর আগের ঘটনাটি বলছি তখন আমি নিয়মিত শ্যামলী পরিবহন এ যাতায়াত করতাম, মাঝে মাঝে সিট  না পেলে বাধ্য হয়ে অন্য পরিবহন এ যেতাম    আমি একদিন চট্টগ্রাম সিটি থেকে বার আউলিয়া যাওয়ার কোনো গাড়ি পাচ্ছিলামনা, অনেকক্ষণ ধরে অপেক্ষায় থেকে কোনো গাড়ি না পেয়ে এবং কোনো গাড়িতে উঠতে না পেরে অনেকটা হতাশ হয়ে গেলাম।  নিয়মিত শ্যামলী পরিবহনএ  ঢাকা চট্টগ্রাম সহ উত্তর বঙ্গের সকল জেলায় অফিস এর কাজে আসা যাওয়ায়  করতাম  নিয়মিত যাতায়াত করি এ সুবাদে শ্যামলী পরিবহন এর একটা গাড়িতে উঠে সুপারভাইজার কে অনুরোধ করলাম ভাই আমাকে একটু কষ্ট করে যদি বার আউলিয়া নামিয়ে দিতেন আমার খুব উপকার হত ।  এত অনুরোধ করার পরও ওই গাড়ির সুপারভাইজার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলেন এবং যান যান করে তাড়িয়ে দিলেন । ওরা আমাকে নিতে পারবেননা, এটাকি ভালোভাবে বলা যেতনা??? প্রচন্ড কষ্ট পেয়েছিলাম সেদিন, কারো সাথে শেয়ার ও করিনি আমি কর্তৃপক্ষকেও কোনো অভিযোগ করতে যাইনি  টেকটিউন ও চিনতামনা তখন, নয়তো টিউনার ভাইদের সাথে দুঃখটা  শেয়ার করতাম । যাই হোক এরপর থেকে শ্যামলী পরিবহন এ আর উঠিনা, রাগে-দুঃখে-ক্ষোভে-কষ্টে-যন্ত্রনায়-অভিমানে আমি হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক পরিবহন কিংবা ঈগল ক্লাসিক এ যাতায়াত করি  এসব পরিবহন এ আমি ভালো ব্যবহার ছাড়াও বিভিন্ন সময় সহযোগিতাও  পেয়েছিলাম  ।  ক্ষমা চেয়ে নিচ্ছি এ জন্য যে, এটা কোনো ঘটনা শেয়ার করার জায়গা নয় নিরব ভাইয়ার সাথে একমত পোষণ করে তার প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে এ টিউনটি করা হলো  ।  আমাদের সমাজে ভালো মন্দ দুইটাই আছে আমরা মন্দ দিক পরিহার করে ভালো দিক গ্রহণ করব এটাই সব সময়ের প্রত্যাশা পাশাপাশি এসব সমসস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্যও অনুরোধ করছি এবারের ঈদ এ বাড়তি  ভাড়া, কালো বাজারী আর নানা প্রকার অসহনীয় পরিস্থিতি প্রতিরোধে আমরা যেন এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ ।  আমার ব্লগ

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Rangpur Bashi Hishebay , Bisoy Ta Ami Bangladesh Motor Malik Somiti Porjontto Dibo Inshallah ! They Must take actoin on This Matter ! 🙁 🙁

2 years age ami jokhon dhaka-sreemangal a jai tokhon amar sit a 1jon age thaka bosa, pore supervaiser a bollo counter thaka vul a vula 1 sit a 2 ta tricket kaita falaice. pore ami engine cover ar upor bose sreemangal asi…..
r amar mamare bolcilam j ai obosta hoice phone a…
pore sreemangal aisa supervaiser re doira mair dicii…..

Level 0

এই বিষয় গুলো আমাদের আরো বেশি প্রচার করতে হবে এবং যাত্রী হয়রানী বন্ধ করতে সোচ্চার হতে হবে …
সামনে ঈদ, আশা করি সকলেই সচেতন থাকবেন

আমিও একমত । অনেক অনেক ধন্যবাদ । @BlackStone @answerbd @Nahid Talukdar

তাহলে আমার গল্প শোনেন। আমি একবার রোযার সময় অফিস শেষে বিকাল তিনটার দিকে কল্যানপুর গিয়েছিলাম। দক্ষিনাঞ্চলের কোন একটা জেলাতে যাওয়ার জন্য; মনে নেই। যাই হোক গুলশান ২ থেকে রওনা দিয়ে কল্যানপুর পৌছতে জ্যামের কল্যানে যথারীতি ২ ঘন্টা লেগে গেল। এখন টিকিট খোঁজার পালা। কোন কাউন্টারেই টিকিট পাই না। লোকাল আর কিছু ছোট বাসে আছে। সেগুলোতে যাওয়া খুব কঠিন ব্যাপার।

অবশেষে হানিফ পরিবহনে টিকেট আছে শুনলাম। যেটা কল্যানপুর বাস স্ট্যান্ড এ রাস্তার অপ্র পাশে অবস্থিত। একটু স্বস্তি পেলাম। রাস্তা পার হয়ে কাউন্টারে গিয়ে দেখি সবাই ইফতার সাজাতে ব্যস্ত। দরজায় দারানো একজন কে জিজ্ঞেস করায় বলল টিকিট আছে। ভেতরে গিয়ে জিজ্ঞেস করতেই বলল টিকিট আছে, কিন্তু ইফতারের পরে আসেন। ভাবুন, আমি রাত ১১-১২ টার গাড়িতে যাব। এখন অফিস থেকে ২ ঘন্টা জার্নি করে কল্যানপুরে আসলাম। সাতটার সময় ইফতারি। আমি এখন এই এক ঘন্টা কী করি?

ওনাদের কে বোঝানোর চেষ্টা করলাম, যে আমি এখন এই এক ঘন্টা কোথায় অপেক্ষা করব। আবার ইফতারির ও ব্যপার আছে। বাসা মহাখালীতে গিয়ে আবার সন্ধ্যার পর আসব, আবার বাসায় যাব, আবার ১২ টায় আসব! ওনারা বললেন ইফতারির পরে আসেন এখন টিকিট বিক্রি হবে না। আমি বললাম বুকিং তো নেন। ওনারা বললেন বুকিং ও হবে না ডাইরেক্ট কিনতে হবে। আমি বললাম তাহলে টাকা রাখেন, টিকিট পরে দিয়েন। রাতে টিকিট পাওয়া না পাওয়ার ও একটা ব্যাপার আছে।

তারপর ওনারা আমাকে যেভাবে বের করে দিলেন সেটা বাস্তবিক অর্থে গলাধাক্কা না হলেও তার থেকে ভালো কিছু হয়নি। যাই হোক মনের দুঃখে সেই দিন আমি বাসায় চলে যাই। পরে রাতে একটা এম্বুলেন্সে করে যেতে সমর্থ হই।

    @রাকিব:আপনার সাথে ঠিক আচরণই করা হয়েছে।পারতেন না ইফতার পর্যন্ত অপেক্ষা করতে?ওদের ইফতার সময়টার মূল্য ও দিতে চাননি।আপনার আচরণটা অন্যায়।

    @রাকিব: দোষ তো ভাই আপনার। আপনার যেমন ঈফতারি করার তাড়া ছিল সেটাতো ওদের ও ছিল

ভাই আমিতো ভেবেছিলাম এ রকম ঘটনা শুধু আমার ক্ষেত্রেই ঘটেছে, কিন্তু শ্যামলী পরিবহন যে এত আকাম করছে এখন জানতে পারলাম, আগে জানা ছিলনা । হালারাতো দেখতেছি বদের হাড্ডি ।

Amara শ্যামলী পরিবহন boykot kore er upojukto jobab dite pari. Amar dui jon friend er শ্যামলী পরিবহন niye baje oviggota ache. Tuner vaike kotha dilam শ্যামলী পরিবহন a ami kokhono uthi nai uthotbo o na. Jotosob faltu service er …

Level 0

শ্যামলী পরিবহন এর দোষটা কোথায় ? দোষতো সব শ্যামলী পরিবহন এর স্টাফদের ? আমরা স্টাফদের উচিত শিক্ষা দেয়ার চেষ্টা করব

সামগ্রিকভাবে শ্যামলী পরিবহন এর সকল স্টাফরা যদি ঠিক হয়ে যায়, তবে শ্যামলী পরিবহন সবার কাছে আবার গ্রহণযোগ্যতা পাবে । ধন্যবাদ ।