আবার এসে গেল আমেরিকা যাওয়ার সুবর্ণ সুযোগ ডিভি লটারী। সবারই কম বেশি ইচ্ছা স্বপ্নের আমেরিকা যাবার। গত ২ই অক্টোবর হতে শুরু হয়েছে ডিভি-২০১১ লটারীতে নিবন্ধনের সুযোগ। এই নিবন্ধনের সময় থাকবে আগামী ৩০শে নভেম্বর সোমবার ইস্টার্ণ ষ্ট্যান্ডার্ড টাইম দুপুর ১২ টা পর্যন্ত। ইন্টারনেটের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে প্রত্যেক আবেদনকারীকে। ঘোষিত সময়ের মধ্যে http://www.dvlottery.state.gov এ ঠিকানায় আবেদন করতে হবে। ইলেকট্রকি পদ্ধতিতে ইন্টারনেটের সহযোগিতায় নিব্ন্ধন ফরম পূরণ করতে হয় বলে বিষয়টি বেশ স্পর্শকাতর। সামান্য ভুলের কারণে স্বপ্নের আমেরিকায় যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আবেদনকারীকে সর্তকার সাথে আবেদন ফরম পূরণ করতে হবে। বানানের ক্ষেত্রে ভালভাবে নজর দিতে হবে। এ বছর ডিভি ২০১১ এ আবেদনকারীকে নিবন্ধনের সময় অবশ্যই নিজ ই-মেইল ঠিকানা দিতে হবে। যারা সাইবার ক্যাফে ও কম্পিউটার সেন্টার থেকে ডিভি আবেদন ফরম পূরণ করা থাকে তারা অবশ্যই ডিভি লটারীর ফরম পূরণ করার সময় ঠিকানা ঘরে উক্ত সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার ঠিকানা না দিয়ে নিজের স্থায়ী ঠিকানা দেওয়া উচিত। কারণ আপনি বিজয় হলে ঐ ঠিকানায় চিঠি আসবে। এক্ষেত্রে আপনার নিজ ঠিকানা ব্যবহার করলে অনেক ধরনের প্রতারণার হাতে রক্ষা পেতে পারেন। কেননা কিছু কিছু সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার ডিভি আবেদন ফরম পূরণ মাধ্যমে বিজয়দের নিকট হতে নিজের স্বার্থ হাসিল করতে চায়। আর ডিভি লটারীর নিবন্ধন করার পর অবশ্যই প্রাপ্তি স্বীকার পত্রটি প্রিন্ট নিয়ে সযত্নে রাখুন। কারণ আপনি লটারী জিতলে নিবিন্ধত এ তথ্যগুলো পরবর্তীতে কাজে আসবে। অনেকে হয়তো ডিভি লটারীর পাঠানোর নিয়ম জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তাদের জন্য আমার এই টিউটটি। এই টিউটটি কেমন লাগলো মন্তব্য করবেন। আর যারা এখানো ডিটি-২০১১ এখনো নিবন্ধন করেন নাই, তারা যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন করে ফেলুন। কারণ শেষ সময়ে দিকে আবেদনকারীদের চাপে ওয়েবসাইটে নিবন্ধনে বিলম্ব ঘটতে পারে। সবার জন্য শুভ কামনা রইল।
আমি সাইদুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
DV পূরণে পরামর্শমূলক টিউনটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এ সম্পর্কে আরও জানুন-
https://www.techtunes.io/tutorial/tune-id/10292/
এই লিংক হতে ।